টুকরো খবর
নির্দেশ নতুন গাড়ি পাঠাতে
খারাপ গাড়ি বিক্রির অভিযোগের ভিত্তিতে এক গাড়ির কোম্পানি ও তার ডিলারকে এক মাসের মধ্যে অভিযোগকারীদের নতুন গাড়ি সরবরাহ করার নির্দেশ দিয়েছে মালদহ ক্রেতা সুরক্ষা আদালত। পাশাপাশি, নতুন গাড়ি না দিলে ওই অভিযোগকারীদের গাড়ির দাম-সহ ৭০ হাজার টাকা ক্ষতিপূরণও দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার ক্রেতা সুরক্ষা আদালতের বিচারক অর্জুন প্রসাদ গুপ্ত এবং সুমনা দাস ওই নির্দেশ দিয়েছেন। রায়ের পর ওই গাড়ি সংস্থার মালদহের ডিলার গোপাল মুসাদ্দি বলেন, “বিষয়টি গাড়ি কোম্পানির এক অফিসার দেখছেন। আর আদালতের নির্দেশের কপি এখনও হাতে পাইনি। নির্দেশ পেলে যা করার করব।” আদালত সূত্রের খবর, হরিশ্চন্দ্রপুরের দুই গৃহবধূ বর্ণালী চক্রবর্তী ও কিরণ মণ্ডল যৌথ ভাবে ২০১০ সালে মালদহের ওই গাড়ির সংস্থার ডিলারের থেকে নগদ ৪ লক্ষ ২৪ হাজার টাকায় একটি অ্যাম্বাসেডর কেনেন। গাড়ি কেনার পর দিন থেকেই গাড়ির ইঞ্জিনে নানা ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পরে। একাধিকবার স্থানীয় ডিলারের কাছে অভিযোগ জানানোর পরেও গাড়ির সংস্থা বা ডিলার গাড়িটি ঠিকঠাক মেরামত করে দেননি বলে অভিযোগ। উল্টে দুই মহিলাকে নানাভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। শেষ দুই মহিলা গাড়িটি ডিলারের শোরুমে রেখে এসে ২০১০ সালের নভেম্বর মাসে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন। দীর্ঘদিন মামলা চলার পর গত মঙ্গলবার জেলা ক্রেতা সুরক্ষা আদালত ওই রায় ঘোষণা করেন। বর্ণালীদেবী এবং কিরণদেবী বলেন, “গাড়ির কেনার সময় ডিলার আর কোম্পানির লোকজন দারুণ ব্যবহার করেন। পরে গাড়িটিতে সমস্যা দেখা দিতেই ওঁরা আমাদের চিনতেই পারছিলেন না। গাড়ি ঠিক না করে নানা কথা বলে ঘোরানো হচ্ছিল।”

শিক্ষিকার মৃত্যু নিয়ে রেলকে দুষছেন স্বামী
ফরাক্কা স্টেশনে ট্রেন থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যুর পিছনে রেলের ‘বেহাল নিরাপত্তা’ ব্যবস্থাকেই দায়ী করছেন মৃতার স্বামী ও সহকর্মীরা। রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ওই শিক্ষিকার স্বামী, বীরপাড়ার দেবীগড় কলোনির বাসিন্দা শিশির দত্ত বুধবার বলেন, “সংরক্ষিত কামরাতেও রেল যে নিরাপত্তারক্ষী রাখার প্রয়োজন মনে করে না, আমার স্ত্রীর মৃত্যু তা দেখিয়ে দিল।” সোমবার বীরপাড়া স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে স্ত্রী রিনাদেবী (৫২) এবং সদ্য উচ্চ মাধ্যমিক দেওয়া মেয়ে রেশমিকে নিয়ে কলকাতা যাচ্ছিলেন শিশিরবাবু। রাত সাড়ে দশটা নাগাদ এস-৯ কামরায় সহযাত্রীদের সঙ্গে তাঁরাও শুয়ে পড়েন। শিশিরবাবু জানান, তাঁর স্ত্রীর ব্যাগে হাজার দশেক টাকা ছিল। মাথায় পাশে তা রেখে শুয়েছিলেন বীরপাড়া গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষিকা রিনাদেবী। শিশিরবাবু বলেন, “রাত আড়াইটা নাগাদ স্ত্রীর গলা পাই, তিনি ‘চোর-চোর’ বলে চেঁচাচ্ছিলেন। তখন স্ত্রীকে খুঁজতে থাকি। দু-এক জন সহযাত্রীও খোঁজ শুরু করেন। ওঁর মোবাইলে ফোন করলে প্রথমে বার কয়েক বাজলেও পরে স্যুইচ-অফ করে দেওয়া হয়। এই সময়ে খবর আসে ফরাক্কা স্টেশনে পড়ে আছেন এক মহিলা। তখন পাকুড় স্টেশনে নামি।” শিশিরবাবুর অভিযোগ, ব্যাগ নিয়ে পালানোর সময় রিনাদেবী ‘চোরের’ পিছু ধাওয়া করেন। দরজার কাছে দুষ্কৃতীরাই তাঁকে ফেলে দেয়। নিরাপত্তারক্ষী থাকলে স্ত্রীকে হারাতে হত না বলে তাঁর দাবি। রিনাদেবীর স্কুলের প্রধান শিক্ষিকা শুক্লা সরকার বলেন, “ওই কামরায় নিরাপত্তারক্ষী থাকলে সহকর্মীকে হারাতে হত না।”

ডেকে এনে খুন মালদহে
বাড়িতে ডেকে এনে যুবককে খুন করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বুধবার গাজল থানার বৈরগাছি-১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিন আলিনগর গ্রাম লাগোয়া মহানন্দা নদীর ধার থেকে পুলিশ ওই যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম সাকিদুর রহমান (২২)। তাঁর বাড়ি ইংরেজবাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের শৈলপুর গ্রামে। পুলিশ নদীর ধার থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধারের পরই তাঁর শ্বশুরবাড়ির লোকেরা গা ঢাকা দেয়। গাজল থানার ওসি সঞ্জয় ঘোষ বলেন, “শ্বশরবাড়ির লোকেরাই ওই যুবককে ডেকে এনে খুন করেছে বলে সন্দেহ হচ্ছে। মৃত যুবকের দাদার অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্তদের ধরতে গ্রামে যায়। অভিযুক্তরা বাড়িতে তালা মেরে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছেন।” জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আড়াই বছর আগে সাকিদুর রহমানের সঙ্গে নাজিমা বিবির বিয়ে হয়েছিল। তাঁদের একটি এক বছরের কন্যা সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, বিয়ের একবছর পর থেকে ওই যুবকের সঙ্গে অন্য এক মহিলার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। সম্ভবত সেই আক্রোশে শ্বশুরবাড়ির লোকেরা যুবককে খুন করে বলে সন্দেহ। মৃত যুবকের দাদা সাদিকুল রহমান বলেন, “রবিবার রাতে আমার ভাইয়ের বউ ফোন করেছিল। ফোন পেয়েই পরের দিনই ভাই গাজলে যায়। কাল থেকে ভাইয়ের খোঁজ পাচ্ছিলাম না। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খোঁজ পেয়ে ছুটে গিয়ে দেখি নদীর ধারে আমার ভাইয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে রয়েছে। শ্বশুরবাড়ির লোকেরা ভাইকে খুন করেছে।”

অবস্থান, বিক্ষোভ
চোপড়ায় ঝড় ও শিলাবৃষ্টি জনিত ক্ষতিকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস। বুধবার চোপড়ার বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। চলতি মাসের ৬ তারিখে উত্তর দিনাজপুরের চোপড়ায় ঝড় ও শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি হয়। গৃহহীন হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। আনারস ও চা বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। কংগ্রেসের বক্তব্য, অনির্দিষ্টকাল ধরে অবস্থান বিক্ষোভ চলবে। এদিকে, চোপড়ার ব্লক সংলগ্ন ফুটবল মাঠে দলীয় সমাবেশ করেন বিধায়ক তথা তৃণমূল নেতা হামিদূল রহমান। কংগ্রেসের আন্দোলন ভেস্তে দিতেই তৃণমূলের তরফে ওই সমাবেশ বলে অভিযোগ করেছে কংগ্রেস। দলের চোপড়া ব্লক সভাপতি অশোক রায় বলেন, “এর আগে আমরা যেদিন থেকে বিক্ষোভ শুরু করতে চেয়েছিলাম সেদিন তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ করায় আমাদের অবস্থান বিক্ষোভের কর্মসূচি বানচাল হয়ে যায়। এদিন পাশের মাঠে এ ধরনের কর্মসূচি আমাদের আজকের ওই সমাবেশকে বানচাল করার ষড়যন্ত্র।” চোপড়ার বিধায়ক ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “বহু কংগ্রেসের সমর্থক ও নেতা দলে যোগ দিতে চেয়েছিলেন। তাই আজকের আমাদের ওই কর্মসূচি। যদি ওদের কর্মসূচি ভেস্তে দেওয়ারই হত তা হলে চোপড়ার বিডিও অফিসের ভিতরে তা করে যেত।”

তরুণীর দেহ উদ্ধার
তরুণীর মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে। বুধবার সকালে ইসলামপুর থানার রামগঞ্জের কালুবস্তি সংলগ্ন বড়পোটিয়া এলাকা থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত ওই তরুণীর আনুমানিক বয়স ২১। তাঁর পরিচয় জানা যায়নি। এদিন সকালে ওই এলাকার একটি পুকুরের একপাশে তরুণীর দেহ এবং ৫০ মিটার দুরে মুণ্ডটি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। ইসলামপুর থানার আইসি সমীর পাল বলেন, “খুনের মামলা করে তদন্তের কাজ শুরু হয়েছে।”

আন্দোলনের ডাক
বুধবার হলদিবাড়ি রবীন্দ্রভবনে ফরওয়ার্ড ব্লকের কনভেনশন। ছবি: রাজা বন্দ্যোপাধ্যায়
বিধিবদ্ধ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের দাবিতে আন্দোলনের ডাক দিল ফরওয়ার্ড ব্লক। বুধবার হলদিবাড়ি রবীন্দ্রভবনে দলের কনভেনশনে ওই দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ফরওয়ার্ড ব্লকের এই দাবি নতুন নয়, ২০০০ সালে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠিত হওয়ার সময় কমল গুহ ওই দাবি তুলেছিলেন। দলের নেতারা জানান, বাম সরকারের তরফে উন্নয়ন পর্ষদ গঠনের প্রস্তাবটি পাশ হয়। কিন্তু তা আইনসম্মত হয়নি। সরকারের পক্ষ থেকে পর্ষদকে বিধিবদ্ধ করার প্রতিশ্রুতি দিলেও তা রাখা হয়নি।

খুন, গ্রেফতার বাবা ও ছেলে
মালদহের চাঁচলের কানাইপুরে সবজি বিক্রেতা শ্যামল থোকদার (৩৫)-কে খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, চোখ উপড়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করার পর ওই সবজি বিক্রেতার দেহে গরম জলও ঢেলে দেওয়া হয়। পরে দেহটি আমবাগানে ফেলে দেওয়া হয়। গত মঙ্গলবার সকালে দেহটি উদ্ধার হয়। ধৃতদের বলাই রাজবংশী ও গোবিন্দ রাজবংশী। সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে। তাদের বিরুদ্ধে বেআইনি মদের ঠেক চালানোর অভিযোগ রয়েছে। ওই ঠেকের সামনেই রক্ত পড়ে থাকতে দেখে ভাঙচুরও চালান স্থানীয় বাসিন্দারা। তবে নেহাত মদের ঠেকের গোলমাল না খুনের পিছনে অন্য কারণ রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।

পথ দুর্ঘটনায় মৃত্যু
স্বামীর বিরুদ্ধে খোরপোষের মামলার শুনানিতে অংশ নিতে যাওয়ার সময় মোটর বাইক থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার সকাল ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নারই এলাকায় রাজ্য সড়কের উপর। মৃতার নাম কণিকা চক্রবর্তী (৩৪)। তিনি বুনিয়াদপুর থেকে মোটর সাইকেলে চড়ে বালুরঘাটের দিকে যাচ্ছিলেন। নারইয়ের কাছে মোটর সাইকেলের সামনে একটি ছাগল চলে এলে চালক জোরে ব্রেক কষেন। টাল সামলাতে না-পেরে মহিলা বাইক থেকে উল্টে রাস্তার উপর পড়ে যান।

দুর্ঘটনায় মৃত্যু
প্যান্ডেলের সরঞ্জাম বোঝাই ট্রাক্টর উল্টে তার তলায় চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। জখম চালকও। মালদহের হরিশ্চন্দ্রপুরের পিপলা বাসস্ট্যান্ডের কাছে বুধবার ভোরে ঘটনাটি ঘটে। মৃতের নাম মুন্না রাম (৪২)। সেখানে এক অনুষ্ঠান শেষে সরঞ্জাম নিয়ে তুলসীহাটা ফেরার সময় দুর্ঘটনা ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.