রেল প্রকল্পের জমি অধিগ্রহণে রাজ্য টাকা দেবে এক-তৃতীয়াংশ
রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের এক-তৃতীয়াংশ টাকা দেবে রাজ্য সরকার। হাওড়ার বড়গাছিয়া থেকে হুগলির চাঁপাডাঙা পর্যন্ত নতুন রেলপথ তৈরির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই অধিগ্রহণ হবে ১৮৯৪ সালের জমি অধিগ্রহণ আইনে।
সাধারণ ভাবে, রেলের জন্য রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিলে তার যাবতীয় ব্যয়ভার বহন করে রেল মন্ত্রক। কিন্তু বড়গাছিয়া-চাঁপাডাঙা রেল প্রকল্পের জন্য আগের আমলে ব্যতিক্রম ঘটিয়ে জমির দামের এক-তৃতীয়াংশ অর্থ দিতে রাজি হয়েছিল বাম সরকার। রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী রঞ্জিত কুণ্ডু জানান, প্রকল্পটির জন্য রাজ্যকে জমি অধিগ্রহণের এক তৃতীয়াংশ টাকা দিতে হবে বলে রেল দাবি করেছিল। সরকার তাতে রাজিও হয়। সেইমতো রেল ও রাজ্যের মধ্যে চুক্তি হয়। কিন্তু তার পর আর কাজ এগোয়নি।
নতুন সরকার আসার ১১ মাস পর প্রকল্পটির জন্য জমি অধিগ্রহণের সবুজ সঙ্কেত দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। ঠিক হয়েছে, জমি অধিগ্রহণ করতে যে টাকা লাগবে, তার ৩৩% অর্থ দেবে রাজ্য সরকারের পরিবহণ দফতর। বাকি ৬৭% অর্থ দেবে রেল মন্ত্রক।
সরকারের এক মুখপাত্র জানান, প্রায় ৩২ কিলোমিটার রেলপথ তৈরির জন্য ৫০০ একর জমি অধিগ্রহণ করতে হবে। তবে অধিগ্রহণের কাজ হবে পর্যায়ক্রমে। এই লাইনে রেলপথ পাতার কাজ শেষ হলে তা হাওড়া-আমতা লাইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে।
ওই মুখপাত্র জানান, বড়গাছিয়া-চাঁপাডাঙা রেলপথের জন্য জমি অধিগ্রহণ করতে সংশ্লিষ্ট এলাকার কয়েকটি মৌজায় আগে এক বার জমি অধিগ্রহণের নোটিস দেওয়া হয়েছিল। নতুন সরকার কোনও সাড়াশব্দ না করায় তার সময়সীমা পেরিয়ে যায়। ফলে ওই নোটিস বাতিল হয়ে গিয়েছে। এখন আবার নতুন করে অধিগ্রহণের কাজ শুরু করতে হবে।
ক্ষমতায় আসার পর নতুন সরকার সিদ্ধান্ত নেয়, যে কোনও জমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করাতে হবে রাজ্য মন্ত্রিসভায়। এই পরিপ্রেক্ষিতে সরকার গঠনের প্রথম কয়েক মাসে যাবতীয় অধিগ্রহণের প্রস্তাব আটকে ছিল। গত কয়েক মাসে অবশ্য অবস্থাটা বদলেছে।
তথ্য অনুযায়ী, জমি অধিগ্রহণের কাজ শেষ হওয়ায় ৩১ মার্চ পর্যন্ত ১০৬০ একর জমির ‘অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে অবশ্য জমি অধিগ্রহণের কাজ আগেই শেষ হয়েছিল। পাশাপাশি, অধিগ্রহণের নোটিস দেওয়া এবং সেইমতো শুনানি শুরুর জন্য মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে ১৬০০ একর জমি। এর মধ্যে বেশ কয়েকটি রেল প্রকল্পও রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.