টুকরো খবর
কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রদীপ-পুত্র সজল ঘোষ
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ঘোষের পুত্র সজল ঘোষ। দীর্ঘদিন প্রদেশ সম্পাদক থাকার পর বুধবার তৃণমূল ভবনে গিয়ে প্রধান শাসকদলে যোগ দেন সজল। বাবা এখনও কংগ্রেস নেতা। তবুও তাঁর দলত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সজল বলেন, “বিগত কয়েকটি ভোটে মানুষ কংগ্রেসকে সমর্থন করেনি। আর এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হচ্ছে, যুব সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তাতে সামিল হতে চাই।” একই বাড়িতে থাকলেও বাবাকে তিনি দলত্যাগের সিদ্ধান্ত জানাননি। সজলের বক্তব্য, “ব্যক্তিগত সিদ্ধান্ত। বাবাকে জানাইনি। তবে বাবা জানেন।” পুত্রের সিদ্ধান্তে ‘ক্ষুব্ধ’ প্রদীপবাবুর প্রতিক্রিয়া, “সম্পাদক হিসেবে কংগ্রেসের সংগঠন শক্তিশালী করার দায়িত্ব সজলের উপরেও ছিল। তা না-করে কিছু পাওয়ার আশায় তৃণমূলে কেউ চলে গেলে কংগ্রেসের একটুও ক্ষতি হবে না। মানুষ বুঝতে পেরেছে, তৃণমূল তাদের বঞ্চিত করছে।” প্রদীপবাবুর দাবি, “অতীতেও মধ্য কলকাতা থেকে তাবড় নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেও কংগ্রেস দুর্বল হয়নি।” বরং বাবা হিসেবে তাঁর আক্ষেপ, “এই ভুল সিদ্ধান্ত নেওয়াটা সজলের জীবনে দুঃখজনক দিন ডেকে আনবে।” দলে সজলের ভূমিকা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তৃণমূল নেতা তাপস রায়। তৃণমূলে সজলের যোগদানের ঘোষণা করে তাপসবাবু বলেন, “সজলকে কোন দায়িত্ব দেওয়া হবে, তা কয়েক দিনের মধ্যে ঠিক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

কৃষক পেনশন চালুর দাবি সিপিআইয়ে
রাজ্যে মাসিক দু’হাজার টাকা করে কৃষক পেনশন চালু করার জন্য ‘মা-মাটি-মানুষে’র সরকারের কাছে দাবি জানাল সিপিআইয়ের কৃষক সভা। কৃষি ক্ষেত্রে সঙ্কটের প্রতিবাদে ২৩-২৭ এপ্রিল জেলায় মিছিলের কথা সিপিএমের কৃষক সভার। তার আগেই কৃষক পেনশনের দাবি তুলেছে সিপিআইয়ের কৃষক সংগঠন। রানি রাসমণি অ্যাভিনিউয়ে কৃষক সভার সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক, অতুল আনজান বলেন, “এই সরকার তো পরিবর্তনের! কৃষক-দরদি বলে যারা দাবি করছে, তারা দু’হাজার টাকার কৃষক পেনশন চালু করুক। মুখে কৃষক-দরদি বলে দাবি করে কৃষকের স্বার্থবিরোধী পদক্ষেপ করছেন।” এই সূত্রে শিল্পপতিদের স্বার্থে জমির ঊর্ধ্বসীমা শিথিল করার আইনের কথা বলেন অতুলেরা। প্রবোধ পণ্ডা, মঞ্জুকুমার মজুমদার প্রমুখের প্রশ্ন, বিষ মদ থেকে শুরু করে এত ঘটনায় রাজ্য ক্ষতিপূরণ দিলে ফসলের দাম না-পেয়ে কৃষকের আত্মহত্যা বা অভাবি বিক্রির ক্ষতিপূরণ দিতে রাজি হচ্ছে না কেন?

স্কুলে নিয়োগের পরীক্ষা ২২ জুলাই
এ বছর স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র পরীক্ষা হবে ২২ জুলাই। ওই দিন বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে। প্রাথমিক ভাবে এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল ৩ জুন। কিন্তু ওই দিন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকায় এসএসসি-র দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কমিশন-কর্তৃপক্ষ। কমিশনের চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল বুধবার জানান, এ বছর ৭ লক্ষ ১৫ হাজারেরও বেশি ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষা দেবেন। এ বার শূন্য শিক্ষক-পদের সংখ্যা ৫৫ হাজার। একসঙ্গে এত পদে শিক্ষক নিয়োগ করেনি এসএসসি।

স্কুল-বিবাদ মেটাতে নয়া কমিশন রাজ্যে
স্কুলের নানা ধরনের বিরোধের নিষ্পত্তি, শিক্ষক ও শিক্ষাকর্মীদের অধিকার রক্ষার লক্ষ্যে নতুন একটি কমিশন গঠন করেছে রাজ্য সরকার। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়েছে, নতুন কমিশনের নাম ‘পশ্চিমবঙ্গ প্রশাসনিক (স্কুল বিবাদ নিষ্পত্তি) কমিশন’। বস্তুত গত ১ এপ্রিল থেকেই এই কমিশনের কার্যবিধি বলবৎ হয়ে গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.