বি আর অম্বেডকরের ১১০তম জন্মজয়ন্তী পালিত হল পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে। শনিবার গাঁধী পার্কের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অবনীন্দ্র সিংহ, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের আধিকারিক বিধান রায় প্রমুখ। অন্য দিকে, শ্রমিকদের অধিকার সম্পর্কে তাঁদের সচেতন করতে পথে নেমেছে মানভূম মজদুর বিকাশ মোর্চা।. সংগঠনের পক্ষে অজিত মাহাতো জানিয়েছেন, পিছিয়ে পড়া মানুষের নেতা বি আর অম্বডকরের জন্মদিন উপলক্ষে তাঁরা শ্রমিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে ১৫ দিন ব্যাপী জেলার বিভিন্ন প্রান্তে প্রচার শুরু করেছেন।
|
মাওবাদী নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারিকুল থানা এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মনোরঞ্জন সর্দার। বেলপাহাড়ি থানার কেঁদিশোল গ্রামে তাঁর বাড়ি। বুধবার ভোরে বারিকুলের মাজগেড়িয়া গ্রাম থেকে তাঁকে ধরা হয় বলে পুলিশের দাবি। এ দিন ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। জেলা পুলিশের এক আধিকারিক দাবি করেন, “২০১০-এর ১ ফেব্রুয়ারি জনগণের কমিটি ও মাওবাদীরা বারিকুল থানা আক্রমণের চেষ্টা করে। ওই ঘটনায় মনোরঞ্জন জড়িত। ঘটনার পর থেকেই তিনি এলাকাছাড়া ছিলেন। পরে মাওবাদী নেতা মদন মাহাতোর স্কোয়াডে তিনি যোগ দেন।” মাওবাদীদের গতিবিধি জানার জন্য তাঁকে জেরা করা হবে বলে পুলিশ জানিয়েছে।
|
তৃণমূলের অপপ্রচার ও রাজ্য সরকারের ‘দুর্নীতি’র প্রতিবাদে বুধবার বিকালে সোনামুখী শহরে মিছিল করল সিপিএমের বিভিন্ন গণ সংগঠন। তাঁদের দাবি, বামফ্রন্ট পরিচালিত সোনামুখী পুরসভার বিরুদ্ধে বহু কটুক্তি ও বোর্ড ভেঙে যাওয়ার অপপ্রচার শুরু হয়েছে। এই সবই উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী তৃণমূল কাউন্সিলররা করছেন জানিয়ে সিপিএমের পুরপ্রধান কুশল বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের ঐক্য অটুট রয়েছে। এ দিনের মিছিলই তারই প্রমাণ।”
|
রঘুনাথপুর আইটিআই কেন্দ্রের অচলাবস্থা বুধবারেও কাটল না। এ দিনও এখানে ভর্তির আবেদন পত্র জমা করতে দেয়নি টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদ। এ দিন তাঁরা ক্লাস বয়কটও করেন। বন্ধ হয়ে যাওয়া চারটি বিভাগ চালু করার দাবি ও তিনটি বিভাগে আসন সংখ্যা কমানোর প্রতিবাদে মঙ্গলবার থেকে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। টিএমসিপি’র জেলা সভাপতি গৌতম রায়ের অভিযোগ, “বামফ্রন্ট সরকারের গাফিলতির জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। কারিগরি শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।” আজ বৃহস্পতিবার অধ্যক্ষের সমস্যা নিয়ে কথা বলতে কলকাতায় যাওয়ার কথা।
|
ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার রাতে উরমা ও কাঁটাডি স্টেশনের মাঝে সোমরা রায়টো (৫০) নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। তবে তাঁর পুরো ঠিকানা পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, ওই ব্যক্তি গুয়াহাটি-চেন্নাই ট্রেনের যাত্রী ছিলেন। কোনওভাবে ট্রেন থেকে পড়ে যান।
|
বাঁকুড়ার প্রয়াত বিধায়ক কাশীনাথ মিশ্রের স্মরণসভা হল বাঁকুড়ার রবীন্দ্র ভবনে। উদ্যোক্তা বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতা শোভনদেব চট্টোপাধ্যায়-সহ জেলা নেতারা।
|
সম্প্রতি ঝালদায় একটি শ্রমিক আবাসনের শিলান্যাস করেন শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিল্প প্রতিষ্ঠানের পক্ষে বিষ্ণু অগ্রবাল জানান, আবাসনে ৯৬০ জন শ্রমিকের থাকার ব্যবস্থা করা হবে। |