|
|
|
|
কলেজে কর্মী নিয়োগে ‘দুর্নীতি’, তৃণমূলের রাস্তা অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
পুরুলিয়ার জয়পুরের বিক্রমজিৎ গোস্বামী স্মৃতি মহাবিদ্যালয়ে শিক্ষাকর্মী পদে নিয়োগ নিয়ে ফের দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ তুলল তৃণমূল। অভিযোগের তদন্তের দাবিতে বুধবার তৃণমূল কর্মীরা জয়পুরে, পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করলেন। মঙ্গলবার তাঁরা পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা মান্নার কাছে স্মারকলিপিও দেন। |
|
ছবি: প্রদীপ মাহাতো। |
তৃণমূল যুব কংগ্রেসের জেলা কাযর্করী সভাপতি সমীরণ মুখোপাধ্যায়ের অভিযোগ, “২০১০-এর নভেম্বর মাসে ওই কলেজ কর্তৃৃপক্ষ সংবাদ পত্রে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেন। কিন্তু বহুল প্রচারিত সংবাদ পত্রে বিজ্ঞাপন দেওয়া হয়নি। তখন আমরাই কলেজে নিয়োগের খবর এলাকায় প্রচার করেছিলাম।” তৃণমূল সূত্রে জানানো হয়েছে, হিসাবরক্ষক, কোষাধ্যক্ষ, করণিক ও ক্লার্ক কাম টাইপিষ্ট (প্রতিটি পদে একজন করে) নিয়োগে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেওয়ার কথা ছিল। আর চতুর্থ শ্রেণীর তিনটি পদে শুধু মৌখিক পরীক্ষার নেওয়ার কথা ছিল। পরবর্তীকালে অবশ্য কলেজ কর্তৃপক্ষ নতুন করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেন। সংগঠনের অভিযোগ, ওই চারটি পদে মৌখিক পরীক্ষা আর নেওয়া হয়নি। তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি কীর্তণ মাহাতোর অভিযোগ, “কলেজের পরিচালন সমিতির সদস্যদের ঘনিষ্ঠজনেরা চাকরি পাওয়ায় প্রশ্ন উঠেছে। বিভিন্ন জায়গায় দুর্নীতির তদন্ত দাবি করে অভিযোগ জানালেও কাজ হয়নি। ফের উপাচার্যের কাছে তদন্ত দাবি করেছি।”
কলেজের অধ্যক্ষ শ্রীমন্তলাল মাঝি বলেন, “চারটি পদের জন্য শুধু লিখিত পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। নিয়োগ প্রক্রিয়ার সময় বিক্ষোভ ও আন্দোলন হওয়ায় মৌখিক পরীক্ষা নেওয়ার পরিস্থিতি ছিল না।” তাঁর দাবি, “বিধি মেনেই সমস্ত নিয়োগ হয়েছে।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা মান্না বলেন, “ওঁদের অভিযোগ পেয়েছি। ওই কলেজের অধ্যক্ষের কাছে রিপোর্ট চাইব।” পরিচালন সমিতির সভাপতি তথা জয়পুরের প্রাক্তন বিধায়ক ফরওয়ার্ড ব্লকের বিন্দেশ্বর মাহাতোর সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। |
|
|
|
|
|