দুই পাচারকারী ধৃত গাইঘাটায়
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
বিএসএফের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশে গরু পাচারের সময়ে হাতেনাতে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে ৩৯টি গরু। মঙ্গলবার গভীর রাতে গাইঘাটার জলেশ্বর এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃত মহম্মদ রশিদ হক হরিণঘাটার এবং মহম্মদ শরিফ বাদুড়িয়ার বাসিন্দা। বাদুড়িয়ার বাগজোলা থেকে তিনটি ট্রাকে করে গরুগুলিকে বাংলাদেশের আংড়াইল সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। ট্রাক ৩টি আটক করা হয়েছে। ট্রাকে থাকা বাকিরা পালায়। |
অধ্যক্ষের ঘরে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
প্রথম বর্ষের এক ছাত্রীকে দ্বিতীয় বর্ষের এক ছাত্র কটূক্তি করেছেন, এই অভিযোগে বুধবার উত্তেজনা ছড়ায় অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে। ওই ছাত্রী অধ্যক্ষ সুধানাথ চট্টোপাধ্যায়কে ঘটনার কথা জানান। এ নিয়ে উত্তেজনা ছড়ালে পুলিশ এসে ওই ছাত্রকে থানায় নিয়ে যায়। এই ঘটনার পরেই এক দল ছাত্র অধ্যক্ষের ঘরে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। অধ্যক্ষ বলেন, “বহিরাগতদের উপস্থিতিতে ঘরে ভাঙচুর চালানো হয়।” অন্য দিকে, এ দিনই হাবরা শ্রীচৈতন্য কলেজে গরিব ছাত্রছাত্রীদের ভর্তির ‘কনসেশন’ দেওয়া নিয়ে দু’দল ছাত্রের হাতাহাতি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। |
বারুইপুরে মহিলাকে শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় বুধবারও কেউ গ্রেফতার হয়নি। অভিযোগ, রবিবার বাড়িতে ঢুকে ওই মহিলা ও তাঁর বাবা অপরেশ ভট্টাচার্যের উপরে হামলা করে একদল যুবক। অভিযোগকারিণীর দাবি, বাড়ির মালিক গৌতম পাল স্থানীয় ক্লাবের সদস্যদের নিয়ে হামলা চালান। আরও অভিযোগ, বারুইপুর থানার পুলিশ এলেও অভিযোগ নিতে অস্বীকার করে। পরে আইনজীবী মারফত জেলার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠীর সঙ্গে যোগাযোগ করা হয়। এসপি-র হস্তক্ষেপে মঙ্গলবার পুলিশ ওই মহিলার অভিযোগ নেয়। পুলিশ সূত্রের খবর, অপরেশবাবু এবং তাঁর মেয়ের বিরুদ্ধে গৌতমবাবুও তাঁর স্ত্রী এবং বোনকে মারধরের অভিযোগ দায়ের করেছেন। বুধবার প্রবীণ ত্রিপাঠী বলেন, “ঘটনার তদন্ত হচ্ছে। অভিযুক্তেরা শীঘ্রই ধরা পড়বে।” তিনি আরও জানান, বারুইপুর থানার অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হলেও এখনও গাফিলতির কোনও প্রমাণ মেলেনি। |
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে অশোকনগরের কচুয়া মোড় থেকে শঙ্কর দাস ওরফে কালু নামে ওই দুষ্কৃতীকে ধরা হয়। সে ওই এলাকারই বাসিন্দা। তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। |