টুকরো খবর
কলাবনিতে আক্রান্ত হোমগার্ড
গাড়ি চালিয়ে লোধাশুলির দিক থেকে ঝাড়গ্রামে ফেরার পথে বুধবার রাতে কলাবনির জঙ্গলপথে আক্রান্ত হলেন ঝাড়গ্রাম পুলিশ জেলার হোমগার্ড সাধন দাস। এলাকায় ছিনতাইবাজদের উপদ্রব অনেক দিনের, তবে এই ঘটনায় মাওবাদীদের যোগসাজশ থাকতে পারে বলেও মনে করছে পুলিশের একাংশ। হামলাকারীরা গাড়ি থামিয়ে সাধানবাবু পুলিশ কি না জানতে চেয়েছিল, তার পরেই অস্ত্র দিয়ে আঘাত করে বলে পুলিশের ওই অংশের দাবি। কলাবনির পথেই আসার সময়ে পুলিশের একটি গাড়ি বছর তিপান্নর সাধনবাবুকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। পুলিশকর্মীরাই তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসেন। রাজ্যে পরিবর্তনের পরে জঙ্গলমহলে কোনও পুলিশকর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম।

ছত্রধরের অভিযোগ
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন জনগণের কমিটির জেলবন্দি নেতা ছত্রধর মাহাতো। বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে ছত্রধর জানিয়েছেন, জেলবন্দিদের নানা অভাব-অভিযোগ ও দাবি দাওয়া নিয়ে ইতিপূর্বে পশ্চিম মেদিনীপুরের সিজেএম এবং ঝাড়গ্রামের এসিজেএম-এর কাছে মৌখিক ভাবে সমস্যার কথা জানানোয় অভিযোগসমূহ লিখিত পিটিশনের আকারে জেল কর্তৃপক্ষের মাধ্যমে আদালতে পাঠাতে বলেছিলেন দুই বিচারক। ছত্রধরের অভিযোগ, জেলকর্তৃপক্ষকে জমা দেওয়া সত্ত্বেও ওই পিটিশনগুলি সিজেএম, এসিজেএম ও মানবাধিকার কমিশনের কাছে পাঠানো হয়নি। নিজেদের দুর্নীতি ফাঁসের আশঙ্কায় জেল-কর্তৃপক্ষ ওই দরখাস্তগুলি আদালতে পাঠাননি বলে ছত্রধরের অভিযোগ। ছত্রধরের আইনজীবী কৌশিক সিংহের দাবি, “জেল-সংক্রান্ত বন্দির সমস্যার বিষয়টি জেল-কর্তৃপক্ষের মাধ্যমেই আদালতে পাঠানোর নিয়ম রয়েছে জেলকোডে। নতুবা পদ্ধতিগত ত্রুটি থাকে।” আইনজীবী-মহলের একাংশের বক্তব্য, সরাসরি আইনজীবীর মাধ্যমে জেল-কর্তৃপেক্ষের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের হলে প্রক্রিয়াটি বিলম্বিত হয়। কিন্তু জেল কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্তটি এলে সরাসরি শুনানি সম্ভব। এ দিকে, বুধবারই মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অনশন করলেন ছত্রধর-সহ মাওবাদী সন্দেহে বন্দি ১০৪ জন। নোনাডাঙ্গায় বস্তি-উচ্ছেদ এবং উচ্ছেদ-বিরোধী আন্দোলনের কর্মীদের গ্রেফতারের প্রতিবাদেই ছিল এ দিনের অনশন কর্মসূচি।

দুর্ঘটনায় মৃত্যু হেলমেটহীন মোটর সাইকেল আরোহীর
পিছন থেকে আসা বাসের ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। বাইক-যাত্রায় আরোহীর হেলমেট ব্যবহারের প্রয়োজন সম্পর্কে নানাস্তরে প্রচার সত্ত্বেও যে কাজ বিশেষ হচ্ছে না, প্রশাসনিক নজরদারিতেও যে থেকে যাচ্ছে প্রচুর খামতিবুধবার দুপুরে হলদিয়ার পথে শঙ্করী মান্নার (৪৫) মৃত্যুই ফের তা জানান দিয়ে গেল। পথ-নিরাপত্তার বিধি-লঙ্ঘনের খেসারত জীবন দিয়ে দিতে হল শঙ্করীদেবীকে। পরিবারটিতে নেমে এল শোকের ছায়া। ছেলে গৌতমের মোটরবাইকে স্বামী জ্যোতিন্দ্রনাথের সঙ্গে হলদিয়া থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিলেন শঙ্করীদেবী। বাড়ি হলদিয়া টাউনশিপে। দুর্ঘটনাটি ঘটে হলদিয়ারই ভবানীপুর থানা এলাকার সীমাবাঁধের কাছে ৪১ নম্বর জাতীয় সড়কে। শঙ্করীদেবীদের তিন জনের কারও মাথাতেই হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে। কিন্তু শিল্পশহরের পথে হেলমেটহীন বাইক-যাত্রা কেন চোখ এড়াল পুলিশের? এর জবাব মেলেনি। পুলিশ জানিয়েছে, পিছন থেকে হলদিয়া-মেচেদা রুটের বেসরকারি একটি বাস শঙ্করীদেবীদের বাইকে ধাক্কা মারে। পিছনে বসা শঙ্করীদেবী ছিটকে পড়ে প্রায় সঙ্গে সঙ্গেই মারা যান। তাঁর স্বামী-ছেলেও গুরুতর জখম হয়েছেন। তাঁদের দু’জনকেই তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে মিনিট ২৫ যানজটের সৃষ্টি হয় ৪১ নম্বর জাতীয় সড়কে। ওই বাস ও চালকের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

নয়াগ্রামের ব্লক কংগ্রেস সভাপতি জেল-হেফাজতে
নয়াগ্রামে পুকুর দখল নিয়ে সংঘর্ষে তৃণমূল-কর্মী খুনের ঘটনায় ধৃত কংগ্রেস ব্লক সভাপতি অসিত দাস-সহ ৫ জনকে জেল-হেফাজতে রাখার নির্দেশ দিল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। ৫ দিনের পুলিশি-হেফাজতের মেয়াদ শেষে বুধবার অসিতবাবুদের আদালতে হাজির করানো হয়। অভিযুক্তপক্ষের আইনজীবী তপন চৌধুরী আদালতে নথি দাখিল করে দাবি করেন, ঘটনার দিন অসিতবাবু নিজের কর্মস্থল--নয়াগ্রামের বাণী-বিদ্যপীঠ স্কুলের গবেষণাগারে ছিলেন। এই মর্মে স্কুলের প্রধান শিক্ষকের একটি চিঠিও আদালতে পেশ করেন তপনবাবু। তাতে প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের ল্যাবরেটরি-অ্যাসিস্ট্যান্ট অসিতবাবু গত ১২ এপ্রিল সকাল ৮টা থেকে দুপুর ১টা ৪০ পর্যন্ত স্কুলের গবেষণাগারেই ছিলেন। ওই দিনই নয়াগ্রামের আমলাডাংরি গ্রামে সংঘর্ষ বেধেছিল কংগ্রেস-তৃণমূলে। তিরবিদ্ধ হয়ে জখম তৃণমূল কর্মী কাদন হাঁসদা পরে মারা যান। বিচারক এ দিন ওই লিখিত বয়ানের প্রতিলিপি খতিয়ে দেখতে তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন। অসিতবাবু-সহ ৫ অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে তাঁদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠান বিচারক।

রাজ্য সমবায় দফতরের বিরুদ্ধে তোপ শুভেন্দুর
রাজ্যের সমবায় দফতরের এক শ্রেণির আমলার তুঘলকি আচরণে রাজ্যের সমবায় আন্দোলন মার খাছে বলে সরাসরি অভিযোগ করলেন শাসক তৃণমূলের রাজ্য যুব সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী। সাংসদ আবার কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যান। বুধবার ব্যাঙ্কের নব-নির্বাচিত পরিচালন সমিতিতে চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। রাজ্য সমবায় দফতরের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “রাজ্যে পরিবর্তন ঘটে বাম সরকারের বদলে তৃণমূল সরকার এলেও সমবায় দফতরের কোনও পরিবর্তন ঘটেনি। বাম আমলেও যেমন তুঘলকি আচরণ ছিল দফতরের কিছু আমলার, বতর্মানেও তাঁরা তেমনই করে চলেছেন। বেকার যুবকযুবতী থেকে কৃষক, শ্রমিক, ক্ষুদ্র শিল্পোদ্যোগী--সকলের কাছেই সমবায় ব্যাঙ্ক বিরাট অবলম্বন, কিন্তু রাজ্যের সমবায়-কর্তারা সেটাই নষ্ট করছেন।” তবে রাজ্যের সমবায়মন্ত্রী, দলীয় সতীর্থ হায়দার আজিজ সফির প্রশংসাই করেন শুভেন্দু। শুভেন্দু জানান, কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কে ২০০৯ সালে তিনি যখন দায়িত্ব নেন তখন ব্যাঙ্কের আমানত ছিল ৩৬১ কোটি টাকা। এখন বেড়ে হয়েছে ৬০০ কোটি টাকা। ব্যাঙ্কের অনাদায়ী ঋণও ১৮ শতাংশ থেকে কমে ৮.৩২ শতাংশ হয়েছে। দু’লক্ষ আমানতকারী আর ৭৬ হাজার সদস্য-বিশিষ্ট এই ব্যাঙ্ক আগামী কয়েক মাসের মধ্যে শিলিগুড়ি, আন্দুল, ডানকুনি, চন্দ্রকোনায় নতুন শাখা খুলবে বলেও চেয়ারম্যান ঘোষণা করেন।

শৌচাগারে বরাদ্দ ১৯ কোটি
পূর্ব মেদিনীপুর জেলায় দারিদ্র-সীমার নীচে বসবাসকারী শৌচাগারহীন পরিবারগুলির জন্য শৌচাগার বানিয়ে দেবে জেলা পরিষদ। সোমবার জেলা পরিষদে জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ২০১২-’১৩ আর্থিক বছরে নিবিড় স্বাস্থ্যবিধান প্রকল্পে ১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। তিনি জানান, শৌচাগার তৈরির জন্য প্রত্যেক পরিবারকে ৩২০০ টাকা দেওয়া হবে। উপভোক্তাকেও অবশ্য ৩০০ টাকা দিতে হবে। পঞ্চায়েত সমিতিগুলি গুচ্ছ-সমিতির মাধ্যমে শৌচাগার তৈরি করবে বলেও সিদ্ধান্ত হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশমতো আগামী ৩০ জুনের মধ্যে জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও শিশুশিক্ষা-কেন্দ্রে শৌচালয় তৈরির কাজ শেষ করার জন্য আরও ৬ কোটি টাকা অনুমোদন হয়েছে বলেও সহ-সভাধিপতি জানিয়েছেন। তিনি জানান, ৩২৫৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫০০টি প্রাথমিক বিদ্যালয়ে শৌচালয় বা শৌচালয় তৈরির জায়গা নেই। এই ৫০০টি বিদ্যালয়ে দোতলায় শৌচালয় তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া জেলার ২৪০টি বিদ্যালয়ে পরিস্রুত পানীয় জলের জন্য ফিল্টার বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে স্থায়ী সমিতির বৈঠকে।

ঝাড়গ্রামে বধূর অপমৃত্যু
ঝাড়গ্রাম শহরের পুরনো ঝাড়গ্রাম এলাকায় শ্বশুরবাড়িতে এক তরণী বধূর অপমৃত্যু হয়েছে। মলিনা আখতার (২১) নামে ওই তরুণীর মৃত্যুর জন্য শ্বশুরবাড়ির লোকেরাই দায়ী বলে অভিযোগ করেছেন মৃতার পরিজন। পুলিশ অবশ্য কাউকেই এখনও গ্রেফতার করেনি। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। আজ, বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা হাসপাতালের পুলিশ-মর্গে মৃতদেহের ময়না-তদন্ত হবে। বুধবার সকালে শ্বশুরবাড়ির একটি ঘরে মলিনাকে সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই ঘর থেকে একটি মৃত্যুকালীন জবানবন্দিও উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে। সেটি মলিনার হাতের লেখা কি-না তা খতিয়ে দেখছে পুলিশ। ঝাড়গ্রাম রাজ কলেজের বাংলা অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী মলিনার সঙ্গে স্থানীয় যুবক শেখ আব্দুল মাকসুদের মাত্র মাস দু’য়েক আগেই বিয়ে হয়েছিল। চন্দ্রির একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন মাকসুদ। মলিনার বাপের বাড়ি শহরেরই নৃপেনপল্লিতে। এ দিন স্ত্রী-র দেহ উদ্ধারের সময়ে তিনি স্কুলেই ছিলেন বলে মাকসুদের দাবি।

বন্ধুকে মারধর, ধৃত যুবক
টাকা আদায়ের জন্য বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে অপু মোঙ্গল নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুরের এগরা থানার গ্রামভুসিরির ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতকে বুধবার কাঁথি এসিজেএম আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। গুরুতর আহত অবস্থায় চৈতন্য সাউকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, চৈতন্যর কাছ থেকে অনেক দিন ধরে পঞ্চাশ টাকা পাওনা ছিল অপুর। কিন্তু বার বার টাকা চেয়েও না পেয়ে মঙ্গলবার বিকালে চৈতন্যকে আড্ডার কথা বলে বাড়ি থেকে ডেকে আনে অপু। তার পর টাকা নিয়ে বচসার মধ্যেই চৈতন্যকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে অপু। স্থানীয় ক্লাবের সদস্যরা চৈতন্যকে হাসপাতালে ভর্তি করে এবং অপুকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

গোষ্ঠীদ্বন্দ্বে অবরোধ
দলের গোষ্ঠী-দ্বন্দ্বে এক নেতা ‘আক্রান্ত’ হওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়া থানার রান্টুয়া মোড়ে ঘণ্টা-খানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল শাসক তৃণমূলের একটি গোষ্ঠী। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় বেশ কয়েক দিন ধরেই তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে গোলমাল চলছে। এ দিন রান্টুয়া-ফেঁকোর মাঝে বাহারুণাচকে ব্লক তৃণমূলের অন্যতম নেতা বালক বারিকের মোটরবাইক লক্ষ করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। তবে রক্ষা পান বালকবাবু। এর পর তাঁর অনুগামীরা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রান্টুয়ায় অবরোধ শুরু করে। বালকবাবুরা যে ৫ জনের নামে বেলিয়াবেড়া থানায় অভিযোগ দায়ের করেছেন, তাঁরাও এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত।

অভিযুক্তের জেল
চুরির চেষ্টার অভিযোগে ত্রেতা-মহেশপুর গ্রাম থেকে ধৃত স্বপন দাসকে বুধবার কাঁথি এসিজেএম আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। সোমবার রাতে ত্রেতা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শ্যামসুন্দর মাইতির বাড়ির ভিতর থেকে স্বপনকে ধরা হয়। এ দিকে, চুরি-ছিনতাইয়ের অভিযোগে এগরা থানার কল্যাণপুর গ্রামের বনমালী জানা নামে এক জনকেও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁকে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। কয়েক মাস যাবৎ তিনি এলাকার বাইরে ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।

সংখ্যালঘু কমিশনের প্রতিনিধিদল পূর্বে
সংখ্যালঘুদের উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলি ঠিক ভাবে কার্যকরী হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বুধবার পূর্ব মেদিনীপুরের জেলাসদর তমলুকে এল রাজ্য সংখ্যালঘু কমিশনের এক প্রতিনিধিদল। সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান মারিয়া ফার্নান্ডেজ, বিকাশ বড়ুয়া ছিলেন প্রতিনিধিদলে। জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে যাবতীয় তথ্য সংগ্রহ করেন তাঁরা।

জেলা-সংসদ সভা
নিজস্ব চিত্র।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ২০১১-১২ আর্থিক বছরের শেষ ষান্মাষিক জেলা-সংসদ সভা হল বুধবার। তমলুকের নিমতৌড়িতে এই দিনের জেলা-সংসদ সভায় বেশ কয়েকটি বিষয় আলোচিত হয়। ১০০ দিনের কাজের প্রকল্প, রূপনারায়ণে ভাঙন রোধ, কেলেঘাই-কপালেশ্বরী সংস্কার প্রকল্পে গুরুত্ব দেওয়ার প্রস্তাব গৃহীত হয়। এ ছাড়া বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা তৈরি ও রূপায়ণে জোর দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।

বিদ্যুৎ দফতরে দাবি
কাঁথির বিদ্যুৎ দফতরে মোমবাতি জ্বেলে বিক্ষোভ। নিজস্ব চিত্র
বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বুধবার কাঁথিতে বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়রের (ডি-ই) দফতরে ডেপুটেশন দিতে যান কংগ্রেস-কর্মীরা। মোমবাতি জ্বালিয়ে লোডশেডিং ও লো-ভোল্টেজের প্রতিবাদ জানান তাঁরা। নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডা।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে মহিষাদলের এক প্রৌঢ়ের। বুধবার কেশবপুর-জালপাই গ্রামের শ্রীকান্ত সামন্তকে (৪৪) বাড়ির মধ্যে ছটফট করতে দেখেন পরিবারের লোকজন। বাসুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পথেই তিনি মারা যান বলে পরিবারের দাবি। পরে হলদিয়া মহকুমা হাসপাতালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, পেশায় কৃষক ওই ব্যক্তির পরিবারে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল। মানসিক অবসাদে এ দিন সকালে তিনি বিষ খান বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

ডিলারদের সম্মেলন
রেশন ডিলারদের সম্মেলন। নিজস্ব চিত্র
ওয়েস্টবেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলার চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে। মঙ্গলবার থেকে শুরু হয়েছিল সম্মেলন। বুধবার বিদ্যাসাগর হলের মাঠে প্রকাশ্য সমাবেশ হয়। উপস্থিত ছিলেন রেশন-ডিলার সংগঠনের নেতা বিশ্বম্ভর বসু, খয়রুল আলম, মুকশেদ আলি প্রমুখ। রেশন ডিলারদের সরকারি কর্মচারী হিসেবে গণ্য করা অথবা এক জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে আর্থিক-সমীক্ষা করে রেশন ডিলারদের আর্থিক আয় সুনিশ্চিত করা-সহ বেশ কিছু দাবি জানিয়েছেন ডিলাররা। সম্প্রতি এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন ভেঙে জেলায় একটি নতুন সংগঠন তৈরি হয়েছে। কেন এই ভাঙন, সম্মেলনে সে নিয়েও আলোচনা হয়েছে এ দিন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.