মারগাওতে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে আজ বৃহস্পতিবার হাজির হচ্ছেন টোলগে ওজেবে। মারগাওতে খেলতে গিয়েই স্টেডিয়ামের কর্মীদের সঙ্গে ঝামেলা করেছিলেন অস্ট্রেলীয় স্ট্রাইকার। তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল।
ডেম্পো ম্যাচকে আই লিগের ফাইনাল ধরেই মাঠে নামতে চায় ইস্টবেঙ্গল। শুক্রবারের ওই ম্যাচটি জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবেন র্যান্টি মার্টিন্সরা। বুধবার মারগাওতেও কলকাতার মতোই প্রথম পনেরো মিনিট সাংবাদিকদের প্র্যাক্টিস দেখতে দিয়েছেন ট্রেভর জেমস মর্গ্যান। তিনি বলে দিয়েছেন, “আমাদের উপর কোনও চাপ নেই। চাপ রয়েছে ডেম্পোর উপর। এই ম্যাচে আমাদের ডু অর ডাই।” পুণে এফ সি এ দিন ২-০ হারাল সালগাওকরকে। গোল করেন কেইটা ও সুভাষ সিংহ। এই জয়ের ফলে পুণে লিগ টেবিলের দু’নম্বর জায়গাটা দখল করে নিল। মোহনবাগান, ইস্টবেঙ্গলকে আরও পিছনে ঠেলে দিয়ে।
খেতাবের প্রশ্নে সুতোর উপর ঝুলে থাকা ইস্টবেঙ্গল গোয়ার এই ম্যাচটিকে গুরুত্ব দিলেও তাদের বিদেশি স্টপার উগা ওপারা এই ম্যাচে কার্ডের জন্য নেই। র্যান্টি মার্টিন্স-কোকোদের আটকাতে গুরবিন্দর সিংহের সঙ্গে রাজু গায়কোয়াড়-কে স্টপারে নামানোর কথা ভেবে রেখেছেন ইস্টবেঙ্গলের ব্রিচিশ কোচ। মর্গ্যান এ দিন বলেছেন, “কলকাতার চেয়ে গোয়ায় গরম বেশি হলেও রাতে খেলা থাকায় খুব একটা অসুবিধা হবে না।” গোয়ার ম্যাচটি খেলেই জর্ডনে এ এফ সি কাপের ম্যাচ খেলতে যাবেন টোলগে-রবিনরা। ডেম্পোর হয়ে এই ম্যাচে নাও খেলতে পারেন মহেশ গাউলি। তিনি চোট পেয়ে আগের ম্যাচেও খেলেননি।
এ দিকে মোহনবাগানে এখন ছুটি চলছে। দশ দিন পর আবার অনুশীলন শুরু করবেন সুব্রত ভট্টাচার্য। কর্তারা এখনই টিডি-কোচ বা দলবদল নিয়ে সরকারিভাবে কিছু বলছেন না। মোহন সচিব অঞ্জন মিত্র বললেন, “আমরা যা করার মরসুম শেষের পরই করব। এখনও দু’টো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেগুলো হওয়ার পরই নতুন মরসুমের দলগঠন নিয়ে সিদ্ধান্ত হবে।”
ক্লাব সূত্রের খবর, অন্য বিষয় নিয়ে সরকারিভাবে কিছু না বলা হলেও হোসে ব্যারেটোর সঙ্গে কয়েক দিনের মধ্যেই আলোচনায় বসতে চলেছেন সবুজ-মেরুন কর্তারা। কর্তারা চান, পুণে এফ সি-র বিরুদ্ধে আই লিগের শেষ ম্যাচেই ব্যারেটোকে বিদায়-সংবর্ধনা জানাতে। ব্যারেটো মোহন-কর্তাদের প্রস্তাবে রাজি হলেই সংবর্ধনা দেওয়া হবে। তবে শোনা যাচ্ছে ব্যারেটো পরের মরসুমে ভবানীপুর ক্লাবে খেলতে পারেন। এ দিন শিল্টন পালের সঙ্গে সামনের মরসুমের জন্য চুক্তি করল মোহনবাগান। চার্চিলের অরিন্দম ভট্টাচার্যকে ইতিমধ্যেই নিয়েছে মোহনবাগান। ফলে সংগ্রাম মুখোপাধ্যায়ের ভবিষ্যৎ অনিশ্চিত। দল গঠনের জন্য ইউ বি-র কাছে প্রায় ১৪ কোটি টাকা চেয়েছে মোহনবাগান। |
বৃহস্পতিবারে আই লিগ
পৈলান অ্যারোজ : চার্চিল (যুবভারতী, ৩-৩০) |