‘যে ভাল প্লেয়ার সে তিনটে ফর্ম্যাটেই ভাল খেলার ক্ষমতা রাখে’
তাঁকে পাওয়া গেল জয়পুরের হোটেলে। বুধবার রাতে। চেন্নাই আসবেন এক দিন পরে। শনিবার সিএসকে-র সঙ্গে ম্যাচটা জিতলে তাঁদের সেমিফাইনালে যাওয়ার রোডম্যাপ মোটামুটি অব্যর্থ হয়ে যাচ্ছে। তারা রাজস্থান রয়্যালস। আপাতত পঞ্চম আইপিএলের সবচেয়ে সাড়াজাগানো দল। আর তিনি অজিঙ্ক রাহানে। এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী। ৩০৪ রান নিয়ে অরেঞ্জ ক্যাপ পরে থাকা অজিঙ্ক রাহানে ফোনে একান্ত সাক্ষাৎকার দিলেন আনন্দবাজার-কে।

আচমকা আইপিএলের সোনার ছেলে বনে যাওয়া: আমি চেষ্টা করছি বিষয়টাকে খুব সহজ রাখতে। নিজেকে সব সময় বলছি কোথাও যেন জটিল না করে ফেলি। আর সহজের মধ্যে থেকেই কত রকম ভাবে ব্যতিক্রমী হতে পারি। হয়তো সেটাতেই কাজ হচ্ছে।
টি-টোয়েন্টি একটা অদ্ভুত খেলা। এটুকু বুঝতে শিখেছি যে ব্যাটিং বা বোলিং যা-ই হোক, স্রেফ দুটো ওভার একটা ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে।

দ্রাবিড়ের সঙ্গে ওপেন করতে নামার অভিজ্ঞতা: দুর্ধর্ষ। রাহুল ভাই এক জন আইকন। আর সারাক্ষণই উল্টো দিক থেকে নানা রকম পরামর্শ দেয়। যার মূল সুর সেই একটাই, অজিঙ্ক জটিল করে ফেল না।

আইপিএলের আত্মবিশ্বাস: অনেকটাই দিয়েছে অস্ট্রেলিয়া সফর। সিনিয়রদের সঙ্গে দিনের পর দিন কথা বলেছি। যেমন সচিনের কাছে শিখেছি বিভিন্ন পরিস্থিতিতে কী ভাবে খাপ খাওয়াতে হয়। কী করে অস্ট্রেলিয়ান উইকেটে মানাতে হয়। ফের কী ভাবে ইমপ্রোভাইজ করতে হয় ভারতীয় উইকেটে। অস্ট্রেলিয়া থেকে ফিরে জয়পুরে কিছু প্র্যাক্টিস ম্যাচ খেলি আমরা। সেই ম্যাচগুলোয় ক্রমাগত ইমপ্রোভাইজ করছিলাম।

আইপিএলের স্মরণীয় মুহূর্ত: সেঞ্চুরি পাওয়াটা। ৯৮ করাটাও খুব কাছাকাছি থাকবে। তবে ক্রিকেটজীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ইংল্যান্ড সফরে সুযোগ পাওয়া।

সবাই জানত টেস্ট ঘরানার ব্যাটসম্যান। সেখান থেকে টি-টোয়েন্টিতে আলোড়ন ফেলে সবাইকে আশ্চর্য করে দেওয়া: আমি খুব আশ্চর্য নই। আমি মনে করি কেউ যদি সত্যিকারের ভাল প্লেয়ার হয়, সে তিনটে ফর্ম্যাটেই ভাল খেলার ক্ষমতা রাখে। আসল কথা হল আপনার ভিতটা ঠিকঠাক আছে কিনা।

রাজস্থান রয়্যালসের সাফল্যের উৎস: আমরা এক জন আর এক জনের সাফল্য খুব উপভোগ করি। ড্রেসিংরুমে খুব মজা করি। দারুণ স্পিরিট তৈরি থাকে। সে দিন ডেকান এত রান করার পরেও আমরা বলছিলাম, জাস্ট দুটো ভাল পার্টনারশিপ হলেই রানটা বেরিয়ে যাবে। রাহুল ভাইকে আমরা ভীষণ সম্মান করি। আর উনিও আমাদের টিমটাকে একটা দারুণ সুরে বেঁধেছেন।

মুম্বইয়ের ছেলে হয়েও মুম্বই ইন্ডিয়ান্সে সুযোগ না পাওয়া: কোনও মন্তব্য নয়। প্লিজ আমাকে এ সবে জড়াবেন না।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.