তিনসুকিয়ায় গ্রেনেড-সহ ধরা পড়ল তিন জঙ্গি |
প্রধানমন্ত্রীর অসম সফরের আগে পরেশ অনুগামী আলফা গোষ্ঠীর বিস্ফোরণের ছক ভেস্তে দিল পুলিশ। কাল রাতে তিনসুকিয়া জেলায় তিন জঙ্গি ধরা পড়ে। আটক করা হয়েছে দুটি শক্তিশালী গ্রেনেড। পুলিশের দাবি, ধৃতদের জেরা করে জানা গিয়েছে, সেগুলি গুয়াহাটি নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরণ ঘটানোর জন্য। আগামী শুক্রবার প্রধানমন্ত্রী মনমোহন সিংহের গুয়াহাটি আসার কথা। পৃথক ঘটনায় গোয়ালপাড়া জেলাতেও আজ ধরা পড়েছে তিন হারো জঙ্গি।
তিনসুকিয়ার পুলিশ সুপার পি পি সিংহ জানান, ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে। তবে বিস্ফোরণের মূল দায়িত্ব ছিল পবন দাস নামে এক কট্টর জঙ্গির। প্রধানমন্ত্রীর সফরের আগেই গ্রেনেড দু’টি ফাটানো হত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কাল পবনকে তিনসুকিয়া বাস টার্মিনাস থেকে গ্রেফতার করে। গুয়াহাটিগামী বাসে বসে ছিল সে। গ্রেনেড দু’টি তার সঙ্গেই ছিল। পরে একই বাস টার্মিনাস থেকে আটক করা হয় জয়া বড়ো এবং গণেশ দাসকে। গোয়ালপাড়ার বাসিন্দা পবন স্বীকার করেছে, গ্রেনেড আনতেই সে তিনসুকিয়া গিয়েছিল। পুলিশের দৃষ্টি এড়াতে জয়া সেগুলি বাস টার্মিনাস পর্যন্ত পৌঁছে দেয়। গণেশ এ কাজে সহায়তা করে।
পুলিশ তথা রাজ্য প্রশাসন পরেশ গোষ্ঠীর বন্ধের ডাককে ব্যর্থ করার জন্য প্রস্তুত। পদস্থ এক অফিসার জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তারক্ষীরা পুরো প্রস্তুত। তবে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ এই বন্ধ নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে নারাজ। তাই ১১টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সময়সূচিতে বদল ঘটানো হয়েছে আরও চারটি ট্রেনের।
কলংপার প্যাসেঞ্জার (আপ-ডাউন), গুয়াহাটি-শিলঘাট টাউন প্যাসেঞ্জার (আপ-ডাউন), চাপারমুখ-শিলঘাট টাউন প্যাসেঞ্জার (আপ-ডাউন), তিনসুকিয়া-লামডিং প্যাসেঞ্জার (আপ-ডাউন), সিমলাগুড়ি-ডিব্রুগড়-সিমলাগুড়ি প্যাসেঞ্জার, তিনসুকিয়া-ডাংরি প্যাসেঞ্জার, মরিয়নি-জোরহাট-মরিয়নি প্যাসেঞ্জার, কামাখ্যা-ধুবুরি প্যাসেঞ্জার ২০ এপ্রিল পর্যন্ত চলবে না বলে রেলের মুখ্য জনসংযোগ অফিসার এস হাজং জানিয়েছেন।
অন্য দিকে ডাউন লিডু-গুয়াহাটি কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস আজ ও কাল বিকেল পাঁচটার বদলে রাত সওয়া আটটায় রওানা হচ্ছে। ২০ তারিখ ছাড়বে রাত সাতটা দশ মিনিটে। ডাউন মরিয়ানি-গুয়াহাটি কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস আজ থেকে দু’দিন রাত সাড়ে ছ’টার বদলে সাড়ে ন’টায় মরিয়নি থেকে রওয়ানা হবে। ২০ তারিখ ছাড়বে রাত আটটা চল্লিশ মিনিটে। ডাউন ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস রাত ৬টা ১৫ মিনিটের জায়গায় ৮টা ৪৫ মিনিটে ছাড়ছে। ডাউন মরিয়নি-গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস চার দিন ভোর সাড়ে তিনটের বদলে ছ’টায় যাবে বলে হাজং জানিয়েছেন। |