জোড়া খুনে ধৃতেরা হাজতে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সিপিএম নেতা প্রদীপ তা ও কমল গায়েন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ধৃত ১১ জন তৃণমূল সমর্থককে ফের আগামী ২ মে পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিল বর্ধমান সিজেএম আদালত। বুধবার সিজেএম ইয়াসমিন আহমেদের এজলাসে ধৃত তৃণমূল নেতা পতিতপাবন তা-সহ ১১ জনকে হাজির করানো হয়। অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেন, ধৃতদের কাছ থেকে আর কিছু উদ্ধারের কথা পুলিশ বা সিআইডি বলছে না। তাঁদের নতুন করে জেরা করার বা হেফাজতে নেওয়ার আবেদনও তদন্তকারীরা করছেন না। তাই ওঁদের জামিন দিলে মামলার ক্ষতির সম্ভাবনা নেই।” তবে সরকারি কৌঁসূলি নূপুর দাস অগ্রবাল অভিযুক্তদের জামিনের আবেদনের বিরোধিতা করেন। |
‘প্রতারণা’, পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
‘মাইক্রোফিনান্স কোম্পানি’ থেকে ঋণ পাইয়ে দেওয়ার নামে মশাগ্রাম বাজারের কিছু গরিব মহিলার থেকে তিন-সাড়ে তিন হাজার টাকা নিয়েছিলেন হাওড়ার বাগনানের বাসিন্দা গৌরাঙ্গ মান্না ওরফে সন্দীপ কুন্ডু। পরে তিনি গা ঢাকা দেন। কয়েক দিন পরে মঙ্গলবার বর্ধমান-হাওড়া কর্ড লাইনে কামারকুন্ডু স্টেশনে ওই যুবককে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখে সন্ধ্যা বালা নামে এক ‘প্রতারিত’ মহিলা লোক ডেকে তাঁকে আটকে রাখেন। পরে এই ঘটনার খবর পেয়ে জামালপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। বুধবার অভিযুক্তকে সিজেএম আদালতে হাজির করিয়ে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চায় পুলিশ। বিচারক চার দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। |
এনটিপিসি-র তাপবিদ্যুৎ প্রকল্প |
কাটোয়ায় প্রস্তাবিত এনটিপিসি-র তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য চলছে মাটি পরীক্ষার কাজ। বুধবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কাটোয়ার ওই ৫০০ একর জমি এনটিপিসি-কে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ওখানে ‘সুপার ক্রিটিক্যাল’ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য সরকারের সঙ্গে চুক্তি করেছে এনটিপিসি। সরকার অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, অধিগৃহীত ৫০০ একরের বাইরে জমি লাগলে তা সরাসরি কিনতে হবে এনটিপিসি-কেই। নতুন করে জমি অধিগ্রহণ করা হবে না। বুধবার কাটোয়ায় ছবিটি তুলেছেন অসিত বন্দ্যোপাধ্যায়। |