জোট সরকারে থাকলেও তৃণমূলের ভুলের দায়’ তাঁরা নেবেন না বলে জানালেন কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর।
“কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা দিচ্ছে রাজ্যের জন্য। তবু কোনও উন্নয়নের দিশা দিতে পারছে না নতুন সরকার। ১০০ দিনের প্রকল্পে চলছে ব্যাপক দুর্নীতি। রাজ্য সরকার ওই প্রকল্পের তদারকিতে ব্যর্থ। সংবাদপত্র বয়কটের সিদ্ধান্তও গণতান্ত্রিক নয়।” এর পরেই তিনি বলেন, “আমরা সরকারে রয়েছি বলেই তৃণমূলের ভুলের দায় কিন্তু নিজেদের ঘাড়ে নেব না। বরং তৃণমূল অন্যায় করলে তার প্রতিবাদে রাস্তায় নামবে কংগ্রেস।” |
মন্তেশ্বরে মৌসম বেনজির নূর। নিজস্ব চিত্র। |
এ দিন মন্তেশ্বরে গিয়েও কার্যত একই কথা বলেছেন মৌসম। তাঁর মতে, “পুলিশ ফের দলদাসে পরিণত হয়েছে। অথচ পুলিশকে নিরপেক্ষ ভাবে কাজ করতে দেওয়ার কথা জোট সরকারের তরফে বলা হয়েছিল। পুলিশ এখন এমনই দলদাসে পরিণত যে তৃণমূলের লোকেরা কংগ্রেস কর্মী বা সর্মথকদের তাদের সামনে মারধর করলেও পুলিশ শুধু দর্শকের ভূমিকা নিচ্ছে।”
সিপিএম কর্মীদের সামাজিক ভাবে বয়কটের যে ‘ফতোয়া’ সম্প্রতি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দিয়েছেন, সে প্রসঙ্গে মৌসম বলেন, “মত ও পথের পার্থক্য থাকতেই পারে। তা বলে এই ধরনের ফতোয়া দেওয়া উচিত নয়। মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে। এটা ভয়ঙ্কর।” |