|
|
জমি হস্তান্তর হল কি না, খোঁজ নিচ্ছিলাম।
এখন ‘জমি নেব’ বলে তাড়াতাড়ি
চিঠি দিক এনটিপিসি।
গোলাম মহিউদ্দিন শেখ কৃষক, শ্রীখণ্ড |
আগেও ২২ বিঘা জমি দিয়েছি।
গত বারের চেয়ে
বেশি দাম পেলে এ বারও
দিতে আপত্তি হবে না।
রাষ্ট্রপতি ঘোষ কৃষক দেবকুণ্ডু |
জমি কেনার ছাড়পত্র পেতে রাজ্যের কাছে আবেদন
করা হয়েছে।
তা এখন চূড়ান্ত পর্যায়ে।
ছাড়পত্র পেলেই
জমি কেনার প্রক্রিয়া শুরু হবে।
কারও মাধ্যমে
নয়,
চাষিদের কাছ থেকে সরাসরি জমি কিনব।
রামানুজ মিশ্র
জিএম কাটোয়া প্রকল্প, এনটিপিসি |
ওই এলাকায় কংগ্রেসের তিন পঞ্চায়েত।
সরকারি প্রক্রিয়া শেষ হলে চাষিদের
উৎসাহিত করতে পথে নামব।
দীপক মজুমদার,
কংগ্রেস প্রধান শ্রীখণ্ড |
স্বার্থত্যাগ করে এলাকা উন্নয়নে
সবাই আসবে।
এনটিপিসি চাইলে আমরাও
মানুষকে বোঝাতে পারি।
নাসিরউদ্দিন মোল্লা, কাটোয়া ১ উত্তর লোকাল, সিপিএম |
বাজার অনুযায়ী দাম পেলে জমি দিয়ে দেব।
এখন তো চাষ করে লাভ হচ্ছে না বললেই চলে!
রমজান শেখ,
কৃষক গাঙ্গুলিডাঙা |
আন্দোলনকারীদের সঙ্গে বসেছিলাম। জমি দেওয়া
নিয়ে আপত্তির কথা তাঁরা আমাকে জানাননি।
শেখ সাহানেওয়াজ, তৃণমূল বিধায়ক কেতুগ্রাম |
|