অনূর্ধ্ব ১৪ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হল রানিগঞ্জ অশোক সঙ্ঘ। আসানসোল স্টেডিয়ামে ওই খেলায় তারা কল্যাণেশ্বরীকে ৫৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে অশোক সঙ্ঘ ৯ উইকেটে ১৩৭ রান করে। জবাবে কল্যাণেশ্বরীর ৮০ রানে ইনিংস শেষ হয়ে যায়। এ দিন রেল মাঠের খেলায় জয়ী হয় হরিপুর সিএ। তারা সানডে সিএকে ৩২ রানে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর ৬ উইকেটে ১৪৮ রান করে। জবাবে সানডে সব কটি উইকেট হারিয়ে ১১৬ রানের বেশি তুলতে পারেনি। |
অনূর্ধ্ব ১৭ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সিএবি আয়োজিত ৯ নম্বর গ্রুপের অনূর্ধ্ব ১৭ ক্রিকেট লিগে বুধবারের খেলায় জয় পেল রানিগঞ্জের অশোক সঙ্ঘ। ডিসিসি মাঠের খেলায় তারা শিলিগুড়ির অগ্রগামী সিসিসিকে ১০ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সব কটি উইকেট হারিয়ে ১১৩ রান তোলে অগ্রগামী। আকাশ পোদ্দার ৩১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অশোক সঙ্ঘ। রাজেশ কান্তি অপরাজিত ৬১ এবং ফরিসাল আহমেদ মিদ্দা অপরাজিত ৩৯ রান করেন। এর আগে বল করে রাজেশ কান্তি ১৫ রানের বিনিময়ে ৫ টি উইকেট তুলে নেন। ম্যাচটি পরিচালনা করেন ভবানী প্রসাদ মুখোপাধ্যায়, সুব্রত ঘোষাল। এই একই মাঠে ২৩ এপ্রিল থেকে অনুর্দ্ধ ১৭ ক্রিকেট লিগ শুরু হবে। |
জয়ী সানডে সিএ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় জয়ী হল চিত্তরঞ্জন সানডে সিএ। আসানসোল রেল মাঠের খেলায় তারা সেল আইএসপিকে ৫২ রানে হারায়। প্রথমে ব্যাট করে সানডে সিএ সব উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে ১০৬ রানে শেষ হয়ে যায় আইএসপির ইনিংস। |
পানুড়িয়া চ্যাম্পিয়ন
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
আছড়া নেতাজি ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব। আছড়া হাইস্কুল মাঠে তারা নেতাজি ক্লাবকে ৯ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৯২ রান করে নেতাজি। জবাবে ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বিবেকানন্দ ক্লাব। এ দিন ফাইনালের সেরা হন বিজয়ী দলের মহম্মদ খালেদ এবং প্রতিযোগিতার সেরা হন বিজিত দলের অখণ্ড যাদব। |