টুকরো খবর
ইএসআই-এ ভাঙচুর, অভিযোগ
এক কিশোরীকে ভর্তি না নেওয়ায় দুর্গাপুরে ইএসআই হাসপাতালের দরজার কাচ ভাঙার অভিযোগ উঠল তার পরিবারের বিরুদ্ধে। কিশোরীর নাম সোমা সিংহ। বাড়ি দুর্গাপুরের সগরভাঙায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জ্বর নিয়ে হাসপাতালে এসেছিল ওই কিশোরী। হাসপাতালের বহির্বিভাগে দেখিয়ে নিতে বলা হয় তাকে। তাতে সঙ্গে থাকা লোকজন উত্তেজিত হয়ে দরজার কাচ ভেঙ্গে দেয়। বিষয়টি নিয়ে নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

সরকারি নিয়ন্ত্রণের দাবি, প্রতিবাদ
৩ ঘন্টার উপর ওষুধের দোকান বন্ধ রেখে বুধবার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রানিগঞ্জে একটি প্রতিবাদ মিছিল ও সভা করেন রানিগঞ্জের ওষুধ ব্যবসায়ীরা। নেতাজি সুভাষ বসু রাস্তায় নেতাজি মূর্তির পাদদেশে হওয়া ওই সভায় তাঁদের দাবি ছিল, ওষুধের মূল্য নির্ধারণে সরাসরি সরকারি নিয়ন্ত্রণ রাখতে হবে, অতিরিক্ত করের বোঝা লাঘব করতে হবে, বিদেশ থেকে আমদানি করা ওষুধের গুণমান খতিয়ে দেখার পরই তা ব্যবহার করার অনুমতি দিতে হবে ইত্যাদি।

সংখ্যালঘু সেলের বিক্ষোভ পাণ্ডবেশ্বরে
বিনা অপরাধে গ্রেফতার করে তৃণমূলের সংখ্যালঘু সেলের পান্ডবেশ্বর ব্লক কার্যকরী সভাপতি জাসিম আনসারির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ, এই অভিযোগে পাণ্ডবেশ্বর থানায় বিক্ষোভ দেখালেন সংগঠনের সদস্যরা। বুধবার ওই বিক্ষোভের নেতৃত্ব দেন তৃণমূলের সংখ্যালঘু সেলের বর্ধমান জেলা (পশ্চিম) সভাপতি আবু বনেন সাদার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পান্ডবেশ্বরের বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে এক সপ্তাহ আগে বুধবার একটি নকশালপন্থী সংগঠনের সদস্যদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হয়। সেই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা এখন জেল হাজতে। অভিযোগ, সংঘর্ষে জড়িত না থাকা সত্ত্বেও জাসিম আনসারিকে গ্রেফতার করা হয়।

আবাসনে চুরি
ডিপিএলের আবাসনের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে পালাল দুষ্কৃতীরা। পুলিশ জানায়, গৃহকর্ত্রী অনিতা ঠাকুর বাড়ি তালাবন্ধ রেখে ব্যক্তিগত কাজে রবিবার কলকাতা গিয়েছিলেন। বুধবার সকালে বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। কিছু সোনার গয়না ও নগদ টাকা খোওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

রক্তের শ্রেণি নির্ণয়
তৃণমূলের হরিপুর অঞ্চল কমিটির উদ্যোগে হরিপুরে ৭০ জনের রক্তের শ্রেণি নির্ণয় করা হল। কমিটির পক্ষে শিবনাথ ঘোষ জানান, রক্ত সম্পর্কে সাধারণ মানুষজনের সচেতনতা বাড়াতেই এই শিবিরের আয়োজন করা হয়।

লরিরি ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় জখম হলেন ৩ জন। দুগার্পুর পুলিশ জানায়, বুধবার সকালে জাতীয় সড়কে ওয়ারিয়া ফাঁড়ির কাছের ঘটনা।

কোথায় কী
বুদবুদ

একাঙ্ক নাটক প্রতিযোগিতা। ক্লাব প্রাঙ্গন। সন্ধ্যা ৭ টা। উদ্যোগ: আমরা ক’জন স্পোর্টিং ক্লাব।

আসানসোল

মায়ের কথা পাঠ ও ব্যাখ্যা: স্বামী গণধীশানন্দ। সন্ধ্যা পৌনে সাতটা। রামকৃষ্ণ মিশন আশ্রম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.