যুবভারতীর নামের আগে বিবেকানন্দ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নাম পরিবর্তনের উদ্যোগ এ বার ঢুকে পড়ল ক্রীড়া ক্ষেত্রেও। অবিলম্বেই যুবভারতীর নাম বদলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন হতে চলেছে। কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশনের নাম বিখ্যাত ব্যক্তিত্বদের নামে রাখা হয়েছে। এ বার তেমনই এক মনীষীর নামে বদলে যেতে চলেছে বহু পুরনো যুবভারতী ক্রীড়াঙ্গনের নাম। মঙ্গলবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বললেন, “স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ চলছে। স্বামীজিকে সম্মান জানাতেই আমরা যুবভারতীর নাম বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন করছি। খুব তাড়াতাড়ি নতুন নাম নথিভুক্ত করতে পাঠাচ্ছি।”
|
মোহনবাগান জিতল, হার ইস্টবেঙ্গলের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অনূর্ধ্ব-২০ আই লিগের শুরুতেই অঘটন। মঙ্গলবার কল্যাণীতে মোহনবাগান জিতলেও, প্রয়াগ ইউনাইটেডের কাছে ০-১ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। প্রয়াগের হয়ে একমাত্র গোল রাজেন বর্মনের। লাজংয়ের বিরুদ্ধে অবশ্য ১-০ গোলে জিতল মোহনবাগান। গোলদাতা রিকি। অন্য দিকে, গোয়ায় সালগাওকরকে ৭-০ গোলে হারাল স্পোর্টিং ক্লুব।
|
উঠে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি
সংবাদসংস্থা • দুবাই |
ইংল্যান্ডে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই শেষ হতে চলেছে টুর্মামেন্টের চোদ্দো বছরের ইতিহাস। ২০১৫ থেকে তিনটে ফর্ম্যাটের জন্য তিনটে আলাদা চ্যাম্পিয়নশিপ হবে। এ দিন আইসিসি-র বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ১৯৯৮-তে আইসিসি নক আউট টুর্নামেন্ট হিসাবে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি ২০০৯ পর্যন্ত প্রত্যেক দু’বছর অন্তর হত। ২০১৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর কথা থাকলেও পিছিয়ে ২০১৭ হয়েছে।
|
ব্যাঁতর স্পোর্টিং ক্লাবের ট্রায়াল ১৯ -২১ এপ্রিল সকালে, জনাইয়ে আদান ক্লাবের মাঠে। |