আশিস নেহরাকে নিয়ে আত্মজীবনীতে কোনও গান লিখতে হলে তাঁর অধিনায়ক কোন গানটা লিখবেন? জিন্দেগি কভি তো হাসায়ে কভি ইয়ে রুলায়ে?
বেঙ্গালুরুর মাঠে মঙ্গলবার নেহরাকে দেখে এটাই মনে আসা উচিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের। প্রথমে পুণে অধিনায়কের মুখে হাসি ফেরালেন। বিপজ্জনক ক্রিস গেইলকে দুর্দান্ত ইয়র্কারে ফিরিয়ে দিয়ে। অ্যাঞ্জেলো ম্যাথেউজ তখন ভাল বল করছিলেন। সৌরভ তাঁকে থামিয়ে নেহরার হাতে বল তুলে দিলেন। অধিনায়ককে নিরাশ করেননি নেহরা। বিপজ্জনক ক্রিস গেইলকে ফিরিয়ে দিলেন নিখুঁত ইয়র্কারে।
|
দেখেশুনে তখন মনে হচ্ছে, গেইলের সংহারে সৌরভের পুণে ওয়ারিয়র্স তো বটেই, দর্শকরা সুস্থ ভাবে বাড়ি ফিরতে পারলে হয়। যে কোনও বোলারের ওই সময় বোলিং করার নাম শুনলে শিঁরদাড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। কিন্তু দিন্দা দেখালেন পেস বোলারের হৃদয় তাঁর আছে। প্রতিপক্ষে যত নৃশংস ব্যাটসম্যানই থাক তিনি ডরান না। পনেরোতম ওভারটায় মাত্র ৫ রান দিলেন। গেইলকে পর্যন্ত মারতে দিলেন না। এ রকম হাই-প্রেশার ম্যাচ। পুরোপুরি ব্যাটিং উইকেট। ১৮২ রানও তাড়া হয়ে যাচ্ছে। সেখানে দিন্দার বোলিং হিসেব ৪-০-২৮-১।
তবু আজ ট্র্যাজিক নায়ক হয়েই ফিরতে হল। নেহরা যখন শেষ ওভারটায় মার খাচ্ছেন, তখন কী অসহায় দেখাচ্ছিল তাঁকে পুণের ডাগ-আউটে। পাঁজরের ব্যথা উপেক্ষা করে চেঁচিয়ে যাচ্ছেন। হাততালি দিচ্ছেন। ম্যাচের পর সবাই এসে প্রশংসা করে যাচ্ছেন। পিঠ চাপড়ে দিচ্ছেন। কিন্তু দিন্দাকে হারের শোকে বিহ্বল দেখাল। কথা বলার অবস্থাতেই নেই। তেমনই স্তব্ধ দেখাল তাঁর অধিনায়ককে। সৌরভ বলার চেষ্টা করলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে এ সব অভিজ্ঞতার জন্য তৈরি থাকতে হয়। বললেন ঠিকই কিন্তু এই হার তাঁকে রক্তাক্ত করবে। পরের ম্যাচ চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের সঙ্গে। এত কাছাকাছি এসে গিয়েছিলেন বেঙ্গালুরুকে বেঙ্গালুরুতে হারানোর। আজ জিতলে হয়তো আবার টেবিলের শীর্ষে চলে যেতেন। তখন কোয়ালিফায়ার্সে যাওয়ার রাস্তা অনেক বেশি উজ্জ্বল দেখাত। এখন কিছুটা হলেও সেটা থমকে দাঁড়াল। চেন্নাইয়ের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে পুণের কাছে। গেইল করে গেলেন ৪৮ বলে ৮১। আটটা ছয়। ক্রিকেটের বিচার! ‘বন্ধু’ আজ বাজি জিতে বেরিয়ে গেলেন। আর যথাসাধ্য করে, গেইলকে আটকে দিয়েও তিনিদিন্দা ফিরলেন হারের যন্ত্রণা নিয়ে। শেষের দিকে ডেভিলিয়ার্স। তিনটে তফাত গড়ে দেওয়া ছক্কা-সহকারে ১৪ বলে ৩৩। |
এমনিতে বেঙ্গালুরুর মাঠে এ দিন অভিনব দৃশ্য দেখা গেল। পুণে ওয়ারিয়র্সের জার্সি গায়ে সানিয়া মির্জার সঙ্গে বসে আছেন তাঁর স্বামী! প্রাক্তন পাক অধিনায়কের গায়েও পুণের জার্সি। শোয়েব মালিক কি শিউরে উঠেছিলেন নেহরাকে শেষ ওভার বল করতে দেখে? ক্রিকেটজীবনে তিনিও তো দেখেছেন নেহরার হাতে কী ভাবে এক জন অধিনায়কের ভাগ্য আলো-আঁধারিতে পাঁক খেতে থাকে। বিশ্বকাপে ধোনিকে ডুবিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ম্যাচে। তখন বিতর্ক হয়েছিল নেহরাকে কেন শেষ ওভার করালেন ধোনি? এ দিন সৌরভের এ ছাড়া কোনও বিকল্প ছিল না। উনিশতম ওভারটা দিন্দাকে না দিলে হয়তো শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা থাকতই না! তা ছাড়া গেইলকে আউট করা বোলার যে মুহূর্তে আবার তাঁর আত্মভোলা পৃথিবীতে ফিরে যেতে পারে কার বোঝার সাধ্যি আছে!
সৌরভ নিজে ব্যাটে রান পেলেন না। ৮ বলে মাত্র ৬ করলেন। ম্যাচটাও জিততে জিততে ফস্কে গেল। রবিন উথাপ্পা দারুণ ব্যাটিং করলেন। ৪৫ বলে ৬৯। ৯টা চার, ২টো ছয়। রকমারি সব শট খেললেন উথাপ্পা এবং জেসি রাইডার। স্যামুয়েলস অ্যাকশন-বিতর্ক ভুলে ভাল ব্যাটিং করলেন। দিন্দা শুরুতেই ফেরালেন দিলশানকে। তবু শেষ বলের আঘাতে বিজয় মাল্যর ডেরা থেকে রক্তাক্ত হয়ে ফিরতে হল পুণে অধিনায়ককে। তাঁকে কেউ কিনল না দেখে নিলামের টেবিলে বসে মাল্যর উপহাসের হাসির জবাব দিতে দিতেও দেওয়া হল না।
রাতে ম্যাচ রিপোর্ট পাঠাতে গিয়ে তবু মনে হচ্ছে, আজ দু’টো প্রশ্ন সবথেকে বেশি করে ওঠা উচিত। ক্রিস গেইলকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে না দেওয়া ব্যক্তির নাম কী? আর অশোক দিন্দাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেকেআর-এ কার নেওয়া?
|