|
|
|
|
টুকরো খবর |
সিপিএম অফিসে হামলা, নালিশ তৃণমূলের নামে
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
বৈঠক চলাকালীন সিপিএমের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল চন্দ্রকোনায়। অভিযুক্ত শাসকদল তৃণমূল। মঙ্গলবার বিকেলে চন্দ্রকোনা-১ ব্লকের তাতারপুরে সিপিএমের লোকাল কমিটির অফিসে বৈঠক চলছিল। সিপিএমের অভিযোগ, বৈঠক চলাকালীনই তৃণমূলের লোকজন হামলা চালায়। চেয়ার-টেবিল, মোটরবাইক ভাঙচুর করে। দলীয় নেতা-কর্মীদের মারধরও করা হয়। আব্দুল রেজ্জাক নামে লোকাল কমিটির এক সদস্য-সহ তিন জন আহত হয়েছেন। আব্দুল রেজ্জাক রামজীবনপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। তাঁর মাথায় চোট লেগেছে। সিপিএমের চন্দ্রকোনা-১ জোনাল কমিটির সম্পাদক সুমিত চক্রবর্তী বলে, “মে দিবসের প্রস্তুতি নিয়ে বৈঠক চলছিল। আমিও উপস্থিত ছিলাম। হঠাৎই তৃণমূল কর্মীরা অফিসে ঢুকে হামলা চালায়। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।” ব্লক তৃণমূল সভাপতি চিত্ত পালের অবশ্য বক্তব্য, “সিপিএমের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা। তৃণমূলের কেউ এতে জড়িত নয়। ওই ঘটনার সময় আমাদের এক সমর্থক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সিপিএম কর্মীদের ছোড়া ইটে তিনি জখম হন।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। |
স্কুলভোটে দ্বন্দ্ব মিটল ক্ষীরপাইয়ে
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
জেলা নেতৃত্বের হস্তক্ষেপে স্কুলভোটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আপাতত দাঁড়ি পড়ল। ক্ষীরপাই হাইস্কুলে পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। দুই গোষ্ঠী পৃথক মনোনয়ন জমা দেয়। ২২ এপ্রিল নির্বাচন। সম্প্রতি দলের জেলা যুব সভাপতি দেবাশিস চৌধুরীর সামনেই ক্ষীরপাই সংলগ্ন বওড়ায় দলীয় কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শেষে তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় কোন্দল বন্ধে তৎপর হন। মঙ্গলবার সকালে বিধায়ক শঙ্কর দোলই, শ্যাম পাত্র-সহ জেলা নেতৃত্ব দুই গোষ্ঠীর লোককে নিয়ে বৈঠকে বসেন। এর পর দু’পক্ষই তিনটি করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। এর ফলে, ওই স্কুলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে চলেছেন তৃণমূল সমর্থিতরাই। |
|
|
|
|
|