টুকরো খবর
মেডিক্যালে লিফট বিকল, ভোগান্তি
লিফট বিকল হয়ে পড়ায় সমস্যা দেখা দিয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। গুরুতর অসুস্থ রোগীদেরও সিঁড়ি দিয়ে দোতলা-তেতলার ওয়ার্ডে নিয়ে যেতে হচ্ছে। সমস্যার কথা স্বীকার করে কর্তৃপক্ষ জানিয়েছেন, লিফট মেরামতের চেষ্টা চলছে। মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে দু’টি লিফট রয়েছে। একটি ছোট। অন্যটি বড়। হাসপাতাল সূত্রে খবর, রবিবার রাত থেকে বড় লিফটটি বিকল হয়ে পড়েছে। গুরুতর অসুস্থ রোগীদের ট্রলিতে রেখে এই লিফটেই ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। আবার ওয়ার্ড থেকে নীচেও নামানো হয়। কিন্তু সোমবার সকাল থেকে তা সম্ভব হচ্ছে না।
নিজস্ব চিত্র।
এর ফলে রোগীর পরিবারের লোকজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ক’মাস আগেও এই সমস্যা তৈরি হয়েছিল। কেন এ ভাবে বার বার লিফট বিকল হয়ে পড়ছে, রোগীর আত্মীয়েরা সেই প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, এ ক্ষেত্রে কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না। ঠিকমতো দেখভাল হলে এ ভাবে বার বার লিফট বিকল হয়ে পড়ত না। নতুন ভবনে মেল মেডিক্যাল, ফিমেল মেডিক্যাল ওয়ার্ড রয়েছে। লিফট বিকল থাকায় অগত্যা সিঁড়ি দিয়েই ওঠানো-নামানো হচ্ছে গুরুতর অসুস্থ রোগীদের। অনেকে আবার রোগীকে দু’হাতে ধরে ছোট লিফট-ই ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। সমস্যার কথা মেনে হাসপাতাল সুপার যুগল কর বলেন, “দ্রুত লিফট মেরামতের চেষ্টা চলছে।”

হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী
হাসপাতাল চত্বরে বহিরাগতদের দাপট রুখতে ফের এগিয়ে এলেন মন্ত্রী। রবিবার রাতে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে হানা দেন রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এর আগেও একাধিকবার জেলা প্রশাসনের কর্তারা এ ভাবে আচমকা হাসপাতালে পৌঁছে গিয়েছেন। ধরা পড়েছে একাধিক বহিরাগতও। কিন্তু তারপরেও পরিস্থিতি বিশেষ বদলায়নি। এ দিন রাতে পুলিশকে সঙ্গে নিয়ে উজ্জ্বলবাবু হাসপাতালে যান। ঘুরে দেখেন প্রতিটি বিভাগ। রোগী ও তার পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলেন। মন্ত্রীর আসার খবর ছড়িয়ে পড়তেই অবশ্য ফাঁকা হয়ে যায় হাসপাতাল চত্বর। তবে তার মধ্যেও ৩ বহিরাগতকে ধরে ফেলেন মন্ত্রী। এ যাত্রায় তাদের কেবলমাত্র হুঁশিয়ারি দিয়েই অবশ্য ছেড়ে দেওয়া হয়। উজ্জ্বলবাবু বলেন, “রাত বাড়ার সঙ্গে সঙ্গে মদের ঠেকের পাশাপাশি হাসপাতাল চত্বরে নানা অসামাজিক কাজকর্ম চলে। এ সব বন্ধ করেই ছাড়ব।”

স্বাস্থ্য বিধান দিবস
সর্বশিক্ষা মিশনের উদ্যোগে এবং ফকির মহম্মদ হাই মাদ্রাসার পরিচালনায় স্বাস্থ্য বিধান দিবস পালিত হল। শুক্রবার রানাঘাটের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমাশাসক সুমনকুমার ঘোষ, প্রাক্তন বিধায়ক অলোককুমার দাস, আইনজীবী দিলীপ চট্টোপাধ্যায় প্রমুখ।

স্বাস্থ্যবিধান দিবস
সপ্তাহব্যাপী স্বাস্থ্যবিধান দিবস উদযাপিত হল। খানাকুল উত্তরচক্রের রাধাবল্লভপুর হাটতলা প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের দিনগুলিতে বসে আঁকো, লেখা প্রতিযোগিতার আয়োজন হয়। বিশুদ্ধ পানীয় জলের ব্যবহার-সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে পড়ুয়ারা শোভাযাত্রা করে।

শিবির
এক সংস্থার উদ্যোগে সোমবার খড়্গপুর শহরের গোলবাজারের সভাগৃহে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ১১০ জন রক্ত দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.