অটো-রাজ নিয়ন্ত্রণে কমিটি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শহরে অটো-রাজ নিয়ন্ত্রণে রূপরেখা তৈরিতে যে কমিটি তৈরি হয়েছে, কাল, বুধবার থেকে তার শুনানি শুরু হবে। সোমবার মহাকরণে ১৭ সদস্যের ওই কমিটি তৈরি হয়। তবে তাতে নেই চালক-সমিতির কোনও প্রতিনিধি। কমিটির চেয়ারম্যান পরিবহণ দফতরের বিশেষ সচিব আশিস ঠাকুর। রাস্তায় যত্রতত্র দাঁড় করানো, ইচ্ছে মতো ভাড়া নেওয়া বন্ধ করা থেকে শুরু করে ভাড়ার ‘বিজ্ঞানসম্মত’ হার নির্ধারণ করবে কমিটি। পরিবহণমন্ত্রী মদন মিত্র এ দিন বলেন, “বেলতলায় পিভিডিতে এ জন্য আলাদা ঘর হচ্ছে। সেখানে যে কেউ অটো-সম্পর্কে তাঁর বা সংগঠনের মত জানাতে পারবেন।” কমিটিতে অটো-চালকদের কোনও সংগঠনের প্রতিনিধি নেই কেন? সরকারের ব্যাখ্যা, “প্রতিটি স্বীকৃত অটো-সমিতির প্রতিনিধিদের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা হবে।” কমিটিতে আছেন কলকাতা, হাওড়া, বিধাননগর ও ব্যারাকপুর পুলিশের ডিসি (ট্রাফিক), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার, পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি, চারটি পরিবহণ সংস্থার সরকার মনোনীত বিধায়ক-প্রতিনিধি এবং কলকাতা ও সংলগ্ন চারটি আরটিএ-র সচিব।
|
কর্মী নিয়োগে নয়া কমিশনের শীর্ষে আইএএস |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নবগঠিত পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হচ্ছেন আইএএস অফিসার কে এস রাজেন্দ্রকুমার। চলতি মাসে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে চাকরি থেকে অবসর নেওয়ার পরে নতুন পদে যোগ দেবেন ওই আমলা। রাজ্য সরকারের বিভিন্ন স্তরের চাকরির পরীক্ষা নেওয়ার ভার এত দিন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর এক্তিয়ারেই ছিল। কিন্তু পিএসসি-র উপরে বছরভর বিভিন্ন চাকরির পরীক্ষার নেওয়ার চাপ কমাতে নতুন সরকার ক্ষমতায় এসেই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। এক সরকারি মুখপাত্র সোমবার জানান, আপাতত তৃতীয় শ্রেণির সরকারি চাকরির পরীক্ষা নিতে শুরু করবে স্টাফ সিলেকশন কমিশন। তার পরে ধীরে ধীরে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির পরীক্ষাও নেবে তারা। কার্যালয় হবে বিধাননগরে। তবে প্রথম শ্রেণির সব সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার ভার থাকবে পিএসসি-র উপরেই।
|
চাকরি-প্রত্যাশীদের আশ্বাস পিএসসি-র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চাকরির পরীক্ষার জন্য টাকা দিয়ে আবেদন করে যাঁরা বসে আছেন, তাঁদের জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে বিক্ষোভকারী যুব লিগ নেতৃত্বকে আশ্বাস দিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। চাকরির নামে পিএসসি বেকার যুবক-যুবতীদের সঙ্গে ‘প্রতারণা’ করছে, এই অভিযোগে সোমবার টালিগঞ্জে পিএসসি দফতরের সামনে সমাবেশ করে ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুব লিগ। সঙ্গে ছিলেন বেশ কিছু চাকরি-প্রত্যাশী। যুব লিগের দুই রাজ্য নেতা অজয় অগ্নিহোত্রী ও অনির্বাণ চৌধুরীর দাবি, কৃষি প্রযুক্তি সহায়ক পদে পরীক্ষার জন্য ১০০ টাকার ড্রাফ্ট-সহ যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসে। তার জন্য কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে বলে পিএসসি-র তরফে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে। টাইপিস্ট পদের আবেদনকারীদের বিষয়ে অর্থ দফতরকে পিএসসি চিঠি দিয়েছে বলেও বিক্ষোভকারীদের জানানো হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মুম্বই রোডে এক ট্যাঙ্কারচালক খুনের পরে সড়কগুলিতে নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। সড়ক-ডাকাতি কী ভাবে ঠেকানো যায়, সেই পথ খুঁজতে আজ, মঙ্গলবার মহাকরণে বৈঠক ডেকেছে রাজ্য সরকার। কাল, বুধবার বৈঠক হবে তমলুকে। শৈলেন্দ্র সিংহ নামে ওই ট্যাঙ্কারচালকের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতেই এই জোড়া বৈঠক ডাকা হয়েছে। পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, “মূলত বাগনান ও হলদিয়ার মধ্যে ভোজ্য তেলের ট্যাঙ্কারগুলিতে ডাকাতেরা আঘাত হানছে।” দোষীদের ধরতে এ দিন শুভেন্দু অধিকারী এবং রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) সুরজিৎ করপুরকায়স্থের সঙ্গে কথা বলেন তিনি। পরিবহণমন্ত্রী জানান, পূর্ব মেদিনীপুরের ওসি-দের সতর্ক করা হয়েছে। শুভেন্দুবাবু বুধবার পূর্ব মেদিনীপুরে এই নিয়ে বৈঠক করবেন। |