টুকরো খবর
গঙ্গায় মিলল নিখোঁজের দেহ
নববর্ষের দিন বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ দু’জনের মধ্যে একজনের দেহ মিলল সোমবার। এ দিন ভোরে সমুদ্রগড়ের কাছে জালুইডাঙা অঞ্চলে ভেসে উঠেছে অসীম ঘোষের (১৮) দেহ। তাঁর বাবা গোবিন্দ ঘোষ দেহ সনাক্ত করেছেন। তবে এখনও খোঁজ মেলেনি দেবু সাধুখাঁর। ওই দিন দুপুরে অসীমবাবু, দেবুবাবু-সহ চার বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। রবিবার বিকেলেই গোবিন্দবাবু অভিযোগ করেছিলেন, তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ অসীম ও দেবুর দুই বন্ধু এবং তাদের গুরুদেবকে গ্রেফতার করেছে। সোমবার তার এক বন্ধু ও গুরুদেবকে নবদ্বীপের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালতের সরকারি কৌসুলি নবেন্দু মণ্ডল বলেন, “ধৃতদের মধ্যে এক জনকে কৃষ্ণনগর জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে। বাকি দু’জনের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ২০ এপ্রিল আবার শুনানি হবে।”

স্ত্রীকে খুনে কারাদণ্ড
স্ত্রীকে খুনের দায়ে স্বামী রাজেশ ঘোষকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল আদালত। কৃষ্ণনগর জেলা আদালতের অ্যাডিশ্যনাল ডিস্ট্রিক্ট জজ দ্বিতীয় আদালতের বিচারক সিদ্ধার্থ রায়চৌধুরী সোমবার এই নির্দেশ দেন। সরকার পক্ষের আইনজীবী মঙ্গলময় মুখোপাধ্যায় বলেন, “কালীগঞ্জের বাসিন্দা পাপিয়া ঘোষের (২৩) মৃত্যু হয় ২০০৯ সালের ২৭ অক্টোবর। তার মাত্র বছর খানেক আগে তাঁর সঙ্গে রাজেশ ঘোষের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই পাপিয়াদেবীর উপরে পণের জন্য অত্যাচার চালাতেন তাঁর স্বামী। পাপিয়াদেবীর বাবা বিশ্বনাথ ঘোষের অভিযোগের ভিত্তিতে রাজেশকে গ্রেফতার করে পুলিশ।”

অধরা পুলিশকর্মী
পরিচারিকার মৃত্যুতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল বাড়ির মালিক বারীন্দ্র বসুর বিরুদ্ধে। পুলিশকর্মী বারীন্দ্রবাবুর বিরুদ্ধে থানায় অভিযোগও করেছিলেন মৃতা অনুপ্রিয়া বিশ্বাসের (২২) বাবা শম্ভু বিশ্বাস। তিন দিন পরেও অবশ্য গ্রেফতার হননি ব্যারাকপুর পুলিশ লাইনে কর্মরত ওই পুলিশকর্মী। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “ওই পুলিশকর্মীর ব্যাপারে উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ সুপারের কাছে খোঁজ নেওয়া হয়েছে। তার উপর নজর রাখছে পুলিশ। মঙ্গলবার ফরেন্সিক দল তদন্তে নামবে। তাদের ইঙ্গিত পেলেই ওই পুলিশকর্মীকে ধরা হবে।”

বর্ষবরণ
বার্তাবাহক পত্রিকার উদ্যোগে শনিবার কল্যাণীর সগুনায় বর্ষবরণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা ও স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন লেখক বরেন ঘোষ, পত্রিকার সম্পাদক জীবন ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী দেবযানী নিয়োগী প্রমুখ।

কবি সম্মেলন
শঙ্খধ্বনি পত্রিকার উদ্যোগে কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রানাঘাটে। রবিবারের অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি কার্তিক মোদক। এ দিন ১০০ জন কবির ১০০ টি কবিতার বই প্রকাশ করা হয়েছে।”

বিবেক মেলা
বিবেক মেলা উদ্বোধন করে সোমবার মৎস্য দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা যে কোনও সমস্যার সমাধানে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে এলাকার মানুষকে আর্জিও জানান তিনি।

টাকা চুরি
ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে তা নিয়ে পালাল দুষ্কৃতীরা। সোমবার দুপুরে রানাঘাটের স্বামী বিবেকানন্দ সরণীর ঘটনা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে মৃণালকান্তি বিশ্বাস নামে এক ব্যক্তি লক্ষাধিক টাকা তুলে মোটর সাইকেলে ফিরছিলেন। পরে টাকার ব্যাগটা বাইকে রেখেই কিছু কিনতে রাস্তায় নামেন তিনি। তখনই ওই চুরি হয়। পুলিশ জানিয়েছে, অসাবধান থাকায় ওই চুরি হয়েছে। তদন্ত চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.