টুকরো খবর
মোটরবাইক চুরি বাড়ছে শিল্পশহরে
হলদিয়া টাউনশিপের এক আবাসনে গ্যারাজের শাটার ভেঙে মোটরবাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোমবার সকালে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই টাউনশিপের মতো এলাকায় চুরি, ডাকাতির প্রবণতা বাড়ছে। পুলিশ থেকেও নেই। হলদিয়া মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়েই মোটরবাইক চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ। এমনকী পুলিশে অভিযোগ জানাতে গিয়েও হয়রান হতে হয় বলে অভিযোগ একাংশ এলাকাবাসীর। অন্য দিকে, পুলিশের দাবি, মোটরবাইক চুরির মামলায় ইতিমধ্যে নন্দীগ্রামের জনৈক কালু, মনি, সুতাহাটার রেজাউল, আমিরুল-সহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে বর্তমান আইনে অভিযুক্তকে বেশি দিন জেলে আটকে রাখা যায় না। এক-দেড় মাস পর জেল থেকে বেরিয়ে পুরনো অভিযুক্তরাই ফের চুরি করছে বলে পুলিশের ধারণা। পুলিশ সূত্রের বক্তব্য, নন্দীগ্রাম, সুতাহাটার কুকড়াহাটির একটি চক্র এই চুরি-ছিনতাইয়ে যুক্ত। যাদের সঙ্গে আবার নদী পেরিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার দুষ্কৃতীদেরও যোগাযোগ রয়েছে। এক সময়ে নন্দীগ্রামের গোপালপুরে এই চক্র চোরাই গাড়ির গুদাম তৈরি করেছিল। ফের সমস্যা বাড়ছে স্বীকার করে মহকুমা পুলিশ আধিকারিক অমিতাভ মাইতি বলেন, “নিয়মমাফিক টহলদারি চলছেই। ঘুরে-ফিরে একই চোর ধরা পড়ছে।”

দেশপ্রাণে তৃণমূলের সম্মেলন
পঞ্চায়েত ভোটের লক্ষ্যে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। রবিবার কাঁথি দেশপ্রাণ ব্লকের ধোবাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাঠে সম্মেলন করে তারা। সম্মেলনের প্রধান বক্তা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী বলেন, “রাজ্যে পালাবদলের পর সাধারণ মানুষের আশা-আকাঙ্খা বেড়েছে। মানুষ উন্নয়ন চায়। আর উন্নয়নের জন্য দরকার শান্তির পরিবেশ।’’ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে শিশিরবাবু বলেন, “পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে হবে। যারা স্বচ্ছতা বজায় রাখতে পারবে না, তাদের সরে যেতে হবে।’’ আগামী পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূল কর্মীদের সক্রিয় হওয়ার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজকর্মের পরিসংখ্যান সাধারণ মানুষদের কাছে তুলে ধরার পরামর্শ দেন তিনি। দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা, জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, বিধায়ক বনশ্রী মাইতি, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামলী মাইতি, অঞ্চল সভাপতি মলয় গিরি প্রমুখ উপস্থিত ছিলেন সম্মেলনে।

কাল ছত্রধরদের অনশন জেলে
মেদিনীপুর আদালতে ছত্রধর মাহাতো
নোনাডাঙ্গায় বস্তি-উচ্ছেদ এবং উচ্ছেদ-বিরোধী আন্দোলনের কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে কাল, বুধবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অনশন করবেন ‘মাওবাদী সন্দেহে’ ধৃত বন্দিরা। সোমবার একটি মামলার সূত্রে মেদিনীপুর আদালতে হাজিরা ছিল জনগণের কমিটির জেলবন্দি নেতা ছত্রধর মাহাতো, লালগড় আন্দোলন সংহতি মঞ্চের জেলবন্দি নেতা রাজা সরখেল, প্রসূন চট্টোপাধ্যায়দের। এজলাস থেকে বেরিয়ে প্রিজন-ভ্যানে ওঠার সময়ে ছত্রধর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, “নোনাডাঙ্গার ঘটনার প্রতিবাদে আমরা অনশন করব।” মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা-দায়রা বিচারক অভিজিৎ সোমের এজলাসে ইউএপিএ মামলায় ছত্রধর, রাজা, প্রসূন-সহ ৬ জনের বিচার চলছে। গত ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ। এই মামলার সূত্রেই এ দিন আদালতে হাজির করা হয়েছিল ছত্রধরদের।

মৎস্যজীবীদের বঞ্চনা নিয়ে সরব বিধায়ক
রাজ্য সরকার মৎস্যজীবীদের উন্নয়নের জন্য নানা প্রকল্প নিলেও মৎস্য দফতরের একশ্রেণির আধিকারিক ও কর্মীদের অবহেলা আর উদাসীনতার কারণেই সেই সব প্রকল্পের সুবিধা সকলের কাছে পৌঁছচ্ছে না বলে মন্তব্য করলেন খেজুরির তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাধিপতি রণজিৎ মণ্ডল। রবিবার খেজুরির পূর্ব পাঁচুড়িয়ায় কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্মেলনে রণজিৎবাবু আরও অভিযোগ করেন, ‘‘মৎস্যজীবীদের জন্য মৎস্য দফতর ‘সোলার লাইটে’র ব্যবস্থা করলেও তাঁদের বঞ্চিত করে ওই ‘সোলার লাইট’ মৎস্য দফতরের বিভিন্ন অতিথিশালায় লাগানো হয়েছে।’’ নিজেদের দাবি-দাওয়া আদায় করতে মৎস্যজীবীদের সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বান জানান বিধায়ক। বক্তব্য রাখেন ন্যাশনাল ফিশ ওয়ার্কার্স ফোরামের সহ-সম্পাদক প্রদীপ চট্টোপাধ্যায়, খেজুরি ২ ব্লক তৃণমূল সভাপতি লুৎফর রহমান, খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি চঞ্চল রায়, শশাঙ্ক প্রধান প্রমুখ।

কুলটিকরিতে বর্ষবরণ
সাঁকরাইলে স্বরলিপি’র অনুষ্ঠান
সাঁকরাইলের কুলটিকরি-র ‘স্বরলিপি সঙ্গীত অ্যাকাডেমি’র উদ্যোগে তিন দিন ধরে সংস্থার রজতজয়ন্তী ও বর্ষবরণ উৎসব পালিত হল। শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ‘তাসের দেশ’। সঙ্গীত পরিবেশন করেন পল্লব কীর্তনীয়া ও সম্প্রদায়। শনিবার পয়লা বৈশাখে প্রভাতী, বৈকালিক ও সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষবরণের আয়োজন করা হয়। রবিবার শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি, স্বরচিত ছড়া, কবিতা ও অণুগল্প পাঠে অংশ নেন শতাধিক ছড়াকার, কবি-লেখক। একাধিক পত্রিকা ও গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ হয়। প্রদীপকুমার মাইতি সম্পাদিত ‘স্বরলিপির পঁচিশটা বছর’ও প্রকাশিত হয়। সমাপ্তি সন্ধ্যায় আবৃত্তি ও শ্রুতি-নাটক পরিবেশন করেন জগন্নাথ বসু ও ঊর্মিমালা বসু। মঞ্চস্থ হয় ছোটদের নৃত্যগীতি-আলেখ্য ‘আরব্য রজনী’।

পানীয় জল, শৌচাগার প্রকল্পের উদ্বোধন
পটাশপুরের বাঙ্গুচক মোড়ে রবিবার পানীয় জল ও শৌচাগার প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, পটাশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণালকান্তি দাস প্রমুখ। ৭ লক্ষ ৭০ হাজার টাকার এই প্রকল্পটির জন্য কেন্দ্রীয় সরকারের নিবিড় স্বাস্থ্যবিধান প্রকল্প থেকে জেলা পরিষদ দিয়েছে ৩ লক্ষ ২০ হাজার টাকা। বাকি ৪ লক্ষ ৫০ হাজার টাকা পঞ্চায়েত দিয়েছে গ্রাম পঞ্চায়েত স্বশক্তি যোজনা থেকে। বাঙ্গুচক মোড়ে পূর্ত দফতরের (রাস্তা) জায়গায় প্রকল্পটি নির্মিত হয়েছে। দরপত্রের মাধ্যমে বছরে প্রায় ৩৯ হাজার টাকা নিজস্ব তহবিলে জমা করবে পটাশপুর পঞ্চায়েত।

গ্রেফতার স্বামী
বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে বিষক্রিয়ায় এগরা মহকুমা হাসপাতালে মারা যান দুবদা গ্রামের কল্পনা সাউ। রবিবারই থানায় অভিযোগ দায়ের করেন মৃতার ভাই অশোক জানা। অভিযোগের ভিত্তিতে রবিবার মৃতার ননদ এবং সোমবার স্বামী মদন সাউকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দু’জনকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এ দিনই স্ত্রীকে নির্যাতন ও খুনের ঘটনায় ধৃত পটাশপুর থানার তুপচিবাড় গ্রামের বাসিন্দা শেখ কালুকে ১৪ দিন জেল হেফাজতে পাঠায় কাঁথি এসিজেএম আদালত। গত ৮ এপ্রিল রাতে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিলেন তাঁর স্ত্রী রায়না বিবি।

সৌন্দর্যায়নে উদ্যোগ শিল্পশহরে
শিল্পশহরের সৌন্দর্যায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে বাহারি পথবাতির ব্যবস্থা করল হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ)। সোমবার সন্ধ্যায় হলদিয়ার পাতিখালি থেকে কুমারচক পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার পথবাতি উদ্বোধন করেন এইচডিএ-এর চেয়ারম্যান তথা সাংসদ শুভেন্দু অধিকারী। এক্সাইড ও শা-ওয়ালেস মোড়ে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থারও সূচনা হয় এ দিন। দুপুরে হলদিয়া আদালত চত্বরের বাইরে এইচডিএ-এর লিজে দেওয়া জমিতে হলদিয়া বার অ্যাসোসিয়েশনের নতুন ভবনেরও শিলান্যাস করেন সাংসদ। ভবন-নির্মাণে এইচডিএ-এর তরফে ১০ লাখ টাকা সাহায্যেরও প্রতিশ্রুতি দেন সাংসদ।

স্কুলে ভোট
দাসপুরের খেপুত ননীবালা বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে খুব অল্প ব্যবধানে নিজেদের প্রভাব ধরে রাখতে পারল তৃণমূল। রবিবার তৃণমূলের দখলে থাকা এই স্কুলের ভোটে ছ’টি আসনের মধ্যে তৃণমূল সমর্থিত চার জন এবং সিপিএম মনোনীত দু’জন প্রার্থী জয়ী হয়েছেন। তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত দাসপুরের ওই স্কুলে দলের দু’জন জয়ী হওয়ায় খুশির হাওয়া সিপিএম শিবিরে। তৃণমূল সূত্রের খবর, প্রার্থী নিয়ে দলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই দশা।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম কার্তিক দোলই (২৪)। বাড়ি দাসপুর থানার রঘুনাথপুরে। রবিবার বিকালে ঘাটাল শহরের কুশপাতায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, কার্তিকবাবু দাসপুর থেকে মোটর সাইকেলে চেপে ঘাটালের দিকে আসছিলেন। পথে দাসপুরগামী একটি লরি তাঁকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘাটাল হাসপাতালে ভর্তি করেন। রাতে সেখানেই মৃত্যু হয়। লরি ও চালকের খোঁজ পায়নি পুলিশ।

রাস্তার ধারে দেহ
বিষক্রিয়ায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম স্বপন মণ্ডল (৩২)। সোমবার সকালে হলদিয়ার পূর্ব রঘুনাথচকে রাস্তার ধারে পড়ে থাকা দেহটি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের বাড়ি ওই এলাকাতেই। পুলিশের অনুমান, মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।

তৃণমূলের সম্মেলন
বরদা-চৌকানে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মেলন হল সোমবার। সম্মেলনে অজিত দে ফের ব্লক সভাপতি পদে নির্বাচিত হন। ৪ জন সাধারণ সম্পাদক-সহ (পঞ্চানন মণ্ডল, নিমাই জানা, বিকাশ কর ও দিলীপ মাঝি) ৪৫ জনের ব্লক কমিটি গঠন হয়েছে। ছিলেন দীনেন রায়, শ্যাম পাত্র প্রমুখ।

স্কুলে কবিতা উৎসব
বর্ষবরণ উপলক্ষে দাসপুরের রাজনগর হাইস্কুলে কবিতা উৎসব হল। কোরাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ১৫০ জন কবি-সহিত্যিক কবিতা পাঠ করেন। আলোচনা, গান, চিত্র প্রদর্শনী হয়। কবি অনিল ঘোড়ই, চিত্রশিল্পী প্রসেনজিৎ মুলাকে সংবর্ধনা জানানো হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.