টুকরো খবর
মাটি কাটা রুখতে বিক্ষোভ গ্রামবাসীদের
নদীর বাঁধের নিচ থেকে অবৈধ ভাবে মাটি কাটা রুখতে সোমবার একটি মাটিবোঝাই লরি ও ৬টি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ধুবুলিয়ার বাহাদুরপুরের এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। পরে আটক করা লরি ও ট্রাক্টর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় রেল সেতুর কাছে জলঙ্গির ধার থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ বহু দিনের। গ্রামবাসী কৃষ্ণ ঘোষ বলেন, “যে ভাবে বাঁধের ধার থেকে প্রতি দিন মাটি কেটে নেওয়া হচ্ছে, তাতে নদীর গ্রাস থেকে গ্রামকে বাঁচানো যাবে না।” ধুবুলিয়া-১ পঞ্চায়েত প্রধান সিপিএমের পার্থ ঘোষ বলেন, “প্রশাসনকে বহু বার এ ব্যাপারে জানানো হয়েছে। কিন্তু আখেরে কাজের কাজ কিছুই হয়নি। এ ভাবেই দিনের পর দিন মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।” কৃষ্ণনগর (সদর) মহকুমাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “এ ভাবে নদীর পাড় থেকে মাটি কাটা বিপজ্জনক। বিএলআরও-কে এ ব্যাপারে অভিযোগ করতে বলা হয়েছে।” অতিরিক্ত জেলাশাসক (ভূমি রাজস্ব) দেবাশিস সরকার বলেন, “আমি বিএলআরও-কে বলেছি ওই গাড়ির মালিককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে।”

খড়্গপুর শিল্পতালুকে দূষণ-বিরোধী সভা
সোমবার দূষণ-বিরোধী এক সভা হল খড়্গপুর শিল্পতালুকে। গোকুলপুরের কাছে আম্বা এলাকায় এই সভার আয়োজন করা হয়। এখানে একটি স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে। এই কারখানা থেকে বেরোনো কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। তাঁদের বক্তব্য, দূষণ ঠেকাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ করেননি। আম্বা দূষণ-প্রতিরোধ সমিতি ও মেদিনীপুর সুরক্ষা সমিতি-র যৌথ উদ্যোগে এ দিন বিকেলে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গৌতম বন্দ্যোপাধ্যায়, পাচু রায়, দেবদূত দত্ত, জগবন্ধু অধিকারী, অমল মাইতি প্রমুখ। সমিতির বক্তব্য, ধোঁয়া থেকে গোটা এলাকায় দূষণ ছড়াচ্ছে। প্রশাসনকেও বলেও সুরাহা হয়নি। দূষণের শিকার গ্রামবাসীরাই প্রতিবাদে সরব হয়েছেন।

হনুমানের কামড়ে জখম
ফের হনুমানের কামড়ে জখম হয়েছেন এক জন। রবিবার সন্ধ্যায় আরামবাগের হরিণখোলা-১ পঞ্চায়েতের ওই ঘটনায় জখম যুবককে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, হরিণখোলা- ১ ও ২ পঞ্চায়েতের শ্যামগ্রাম, মজফ্ফরপুর, আমগ্রাম-সহ আশপাশের গ্রামগুলিতে মাস দু’য়েক ধরে ২০-২২টি হনুমান তাণ্ডব চালাচ্ছে বলে এলাকার লোকের অভিযোগ। এ পর্যন্ত অন্তত ২৬ জন হনুমানের আক্রমণে জখম হয়েছেন বলে বাসিন্দারা জানান। দিন কুড়ি আগে জখম ৪ জনকে দক্ষিণ নারায়ণপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। বন দফতরের পক্ষ থেকে এক সপ্তাহ আগে এলাকায় খাঁচা পাতা হলেও কোনও লাভ হয়নি। বন দফতরের আরামবাগ রেঞ্জ অফিসার চন্দ্রশেখর মাহাতো বলেন, “একটি হনুমানই তাণ্ডব চালাচ্ছে। সেটিকে ধরার চেষ্টা চলছে।”

প্রাণী স্বাস্থ্য শিবির
প্রাণী চিকিৎসক সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি এলার্জিং অ্যাসোসিয়েশন’-এর হুগলি জেলা শাখার তরফে প্রাণী স্বাস্থ্য শিবির হল পুড়শুড়ার দক্ষিণ বৈকুণ্ঠপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে। কয়েকশো গবাদি পশুর বিনামূল্যে টিকাকরণ, চিকিৎসা হয়।

বিক্ষোভ
৯ দফা দাবিতে বন্যপ্রাণ বিভাগের ডিএফও’র দফতরে বিক্ষোভ দেখালেন ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সদস্যরা। সোমবার কোচবিহার আইটিআই মোড় এলাকার ওই অফিসে তারা বিক্ষোভ দেখান। ফেডারেশনের অভিযোগ, ওই বন্যপ্রাণ বিভাগের আওতাধীন অবসরপ্রাপ্ত কর্মীদের অনেকেই পেনশনের সুবিধে পাচ্ছেন না।

পেঁচা উদ্ধার
একটি বাড়িতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার করল বন দফতর। সোমবার কোচবিহার শহর লাগোয়া ২ নম্বর কালীঘাট রোডে ওই ঘটনা ঘটে। বন দফতর জানায়, পেঁচাটি পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

বিক্ষোভ
পচা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ক্ষোভ দেখালেন যাত্রীরা। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে এনজেপি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে। পরে রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পচা মাছ প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেন রেল কর্তৃপক্ষ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.