তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ গড়াল আদালত পর্যন্ত
নিজস্ব সংবাদদাতা • রিষড়া |
রিষড়ায় দলীয় কার্যালয় নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ এ বার আদালত পর্যন্ত গড়াল। লক্ষ্মীপল্লিতে এক ভাড়াটের থেকে ঘরটি নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অফিস খোলে। রবিবার ঘরটি খালি করা নিয়ে দু’পক্ষের মারামারি বাধে। ‘দখল’ নিয়ে পার্টি অফিস করার বিরোধিতা করেছিল যারা, তৃণমূলের সেই গোষ্ঠী ওই দিন ঘরে তালা মেরে দেয়। দীপ্তি আইচ নামে ওই ভাড়াটে সোমবার ম্যাজিস্ট্রেটের কাছে দরবার করেন। পুলিশ জানায়, ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই মহিলা তালা খুলে ঘরে ঢোকেন। ঘর খোলার ক্ষেত্রে ওই মহিলা যাতে বাধা না পান, তা পুলিশকে দেখতে বলা হয়। তৃণমূলের দুই নেতা-সহ আরও কয়েক জনের নামোল্লেখ করে ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন, তাঁরা যাতে ওই চত্ত্বরে না যান। বস্তুত, পুরসভায় চেয়ারম্যানের পদ কোন গোষ্ঠীর হাতে যাবে, সেই বিবাদ নিয়ে এখন আড়াআড়ি ভাবে বিভক্ত রিষড়ার তৃণমূল শিবির। গোষ্ঠী রাজনীতির কার্যকরী কোনও মেরামত না হওয়ায় রিষড়ায় প্রকাশ্যে চলে এসেছে দ্বন্দ্ব। বাড়ি ভাড়াকে কেন্দ্র করে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সুদীপ্ত রায়ের গোষ্ঠীর মধ্যে বিরোধ প্রকাশ্য আসে। যদিও দু’জনের কেউই গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানেননি। গোটা বিষয়টি নিয়ে বিব্রত তৃণমূলের জেলা নেতৃত্ব দলীয় স্তরে তদন্ত করছে। দলের জেলা কার্যকরী সভাপতি দিলীপ যাদব অবশ্য বলেন, “এ নিয়ে সংবাদমাধ্যমে কিছু বলব না।” |
হাওড়ায় জাল নোট, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়ায় শালিমার পাঁচ নম্বর গেট থেকে জাল নোট-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম বাশার শেখ ও আবুল হাসান। তারা মুর্শিদাবাদের বাসিন্দা। রবিবার তারা ওই গেটের কাছে ব্যাগ নিয়ে অপেক্ষা করছিল। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তাদের কাছ থেকে এক লক্ষ ১২ হাজার টাকার জাল নোট উদ্ধার করেন। গোয়েন্দা দফতর সূত্রের খবর, ধৃতদের জেরা করে হাওড়ার বাসিন্দা ৫ জনের নাম জানা গিয়েছে। |
হাওড়া আদালতে আত্মসমর্পণ করল কুখ্যাত দুষ্কৃতী রামুয়া দেবর। সোমবার স্ত্রী, পুত্রকে সঙ্গে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আসে রামুয়া। পুলিশ জানায়, হেরোইন পাচারের অভিযোগে ১০ বছর জেল খাটার পরে ২০১০-এ সে ছাড়া পায়। তার পর থেকে সে ফেরার ছিল। কিন্তু কলকাতা ও অন্যান্য জেলা থেকে হাওড়ায় বিভিন্ন অপরাধমূলক কাজে সে মদত দিত বলে পুলিশের কাছে খবর ছিল। গত বছর সাঁতরাগাছি ঝিল থেকে চারটি কাটা হাত উদ্ধারের ঘটনাতেও রামুয়া জড়িত রয়েছে বলে জানে পুলিশ। তারাপীঠ ও বধর্মানে দু’বার পুলিশের হাতে ধরা পড়েও সে পালিয়ে যায়। এ দিন রামুয়া জানায়, জেল থেকে ছাড়া পেয়ে চেন্নাইয়ে বাড়ি চলে গিয়েছিল সে। কিন্তু খবর পায় পুলিশ তাকে মিথ্যে মামলায় জড়ানোর চেষ্টা করছে। তার স্ত্রী কাজল দেবর বলেন, “ও ভাল পথেই গিয়েছিল। কিন্তু পুলিশ ফের ওকে ফাঁসাচ্ছে দেখে আত্মসমর্পণ করল।” |
রবিবার রাতে হাওড়ার বাগনানের মুর্গাবেড়িয়া গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময়ে একটি দিন-রাতের ফুটবল প্রতিযোগিতা চলছিল। বোমাবাজির ফলে কিছু ক্ষণের জন্য প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। ফের প্রতিযোগিতা শুরু হয়। পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। উলুবেড়িয়ার এসডিপিও শ্যামলকুমার সামন্ত বলেন, “পুরনো বিবাদকে কেন্দ্র করেই দু’দল গ্রামবাসীর মধ্যে বোমাবাজি হয়।” |
১৪১৯-এর প্রথম সূর্য তখনও উদিত হয়নি। চুঁচুড়া শহরে গঙ্গাতীরে আম-জাম-কৃষ্ণচূড়া গাছের ফাঁকে শঙ্খধ্বনি ও স্তোত্রপাঠের মাধ্যমে নববর্ষকে বরণ করল চুঁচুড়া আবৃত্তি সংসদের (চুঁআস) শতাধিক ছাত্রছাত্রী। বাঙালির চিরন্তন সংস্কৃতির ধারাকে আধুনিক মননের সঙ্গে যুক্ত করে টানা ২৯ বছর ধরে এমন প্রভাতী রম্য বাসরের আয়োজন করে আসছে সংস্থাটি। আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, নাটক ও রূপক অনুষ্ঠানে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল কচিকাঁচাদের দল। অনুষ্ঠান পরিবেশন করেন সংস্থার কর্ণধার উৎপল গঙ্গোপাধ্যায়। |