স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় প্রাণ বাঁচল এক দম্পতির। অনঙ্গ সরকার (৭৫) ও বেলা সরকার (৬২) নামে ওই দু’জনের বাড়ি কালনার নান্দাই পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। তাঁরা আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টে নাগাদ ওই দম্পতিকে কালনা শহরের মহিষমর্দিনীতলা ঘাটে ঘোরাফেরা করতে দেখা যায়। বাসিন্দারা ভেবেছিলেন, হয়তো স্নানের জন্য ঘাটে এসেছেন তাঁরা। হঠাৎই নজরে পড়ে, জলে তলিয়ে যাচ্ছেন ওই দম্পতি। স্থানীয় মানুষজন তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কালনা থানায় খবর দেওয়া হয়। পুলিশ ও বাসিন্দাদের চেষ্টায় অচৈতন্য অবস্থায় জল থেকে তোলা হয় দু’জনকে। পুলিশের দাবি, জ্ঞান ফেরার পরে ওই দম্পতি জানিয়েছেন, তাঁরা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। জলে ঝাঁপ দেওয়ার আগে তাঁরা ঘুমের ওষুধও খান। তাঁদের কালনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু কেন তাঁরা আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তা এখনও জানতে পারেনি পুলিশ। বৃদ্ধের কাছ থেকে তাঁদের নাতির ফোন নম্বর পেয়ে ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
|
সাক্ষ্য দিতে না আসায় গ্রেফতারি পরোয়ানা জারি হল দুই সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা যায়, মাধবডিহির দামিন্যার একটি ডাকঘরে কয়েক জন গ্রাহকের জমা দেওয়া টাকা কর্মীরা আত্মসাত করেন বলে অভিযোগ উঠেছিল। এ নিয়ে বিভাগীয় তদন্তের পরে মাধবডিহি থানায় মামলা হয়। বি কে পাঠক ও এ কে সিংহ নামে ওই দুই এসআই তখন মাধবডিহি থানায় ছিলেন। কিন্তু বারবার ডাকা হলেও তাঁরা সাক্ষ্য দিতে আসেননি। তাই আর্থিক দুর্নীতি সংক্রান্ত আদালত তাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে। পুলিশ সূত্রে জানা যায়, প্রথম জন ভবানী ভবনের আইবি দফতরে বহাল রয়েছেন, অন্য জন অবসর নিয়ে বাঁকুড়ায় রয়েছেন। আদালত আইজি (পশ্চিমাঞ্চল) ও বাঁকুড়ার পুলিশ সুপারকে ওই দু’জনকে হাজির করানোর নির্দেশ দিয়েছে। |