|
|
|
|
আন্দোলনে বন্ধ কাজ |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
নিম্নমানের কাজের অভিযোগ তুলে পুকুরে গার্ডওয়াল তৈরি বন্ধ করে দিল তৃণমূল। মালদহের চাঁচলের কলিগ্রামে রবিবার সকালে ঘটনাটি ঘটেছে। দাবিমতো তোলা না পেয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ নির্মীয়মান গার্ডওয়াল ভাঙচুর করে কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। কলিগ্রামে ইমামবাড়ি পুকুরে ওই গার্ডওয়াল তৈরির কাজ চলছিল। ১০০ দিনের প্রকল্পে ৭ লক্ষ ৭৩ হাজার টাকা বরাদ্দে কাজ করছিলেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। তৃণমূলের নেতৃত্বে একদল বাসিন্দা কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তোলেন। এরপর কাজ বন্ধ করে নির্মীয়মান অংশ ভেঙে দেন বলে অভিযোগ। পুকুরটির চারদিকেই ঘরবাড়ি রয়েছে। কয়েক বছর ধরেই পুকুরের পাড় ভাঙতে শুরু করায় বেশ কয়েকটি বাড়ি পুকুরে তলিয়ে যায়। বাসিন্দাদের দাবি মতোই ওই পুকুরে ১০০ দিনের প্রকল্পের টাকায় গার্ডওয়াল তৈরির কাজ শুরু হয়। বাসিন্দাদের অভিযোগ, পরিমাণের তুলনায় অনেক কম সিমেন্ট বালি ব্যবহার করা হচ্ছে। যে কোনও সময় গার্ডওয়াল ভেঙে পড়বে। বারবার বলার পরেও পঞ্চায়েত ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়েই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের অভিযোগ, কয়েকদিন আগে কাজ শুরু হওয়ার পর থেকেই স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী ঠিকাদারের কাছে ৫ হাজার টাকা দাবি করেন। ঠিকাদার তা দিতে রাজি না হওয়ায় দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমিনুল ইসলাম বলেন, “ঠিকাদারের কাছে জেনেছি, কয়েকজন বাসিন্দা তার কাছে ৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। সোমবার প্রশাসনের কাছে লিখিতভাবে বিস্তারিত জানাব।” চাঁচল-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মজিবর রহমান বলেন, “ওখানে কাজের মান খুব খারাপ বলে শুনেছি। সেজন্যই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।” পাশাপাশি সভাপতি বলেন, “ দলের কোনও কর্মী টাকা চেয়েছেন বলে যদি প্রমাণ হয় তাহলে দল ছেড়ে কথা বলবে না।” |
|
|
|
|
|