গাড়ি থামিয়ে ধর্ষণ নেপালি তরুণীকে |
নেপালের বাড়িতে ফেরার পথে চা-বাগানে গাড়ি থামিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নকশালবাড়িতে। শনিবার ওই তরুণী নকশালবাড়ির থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ জানান। ওই রাতেই শিলিগুড়ি মহিলা থানাতেও মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ওই তরুণীর বাড়ি নেপালের ঝাপা জেলায়। তরুণী পুলিশকে জানিয়েছেন, তিনি সৌদি আরবের রিয়াধে একটি হোটেলে রান্নার কাজ করতেন। সেখান থেকে তিনি মুম্বই হয়ে শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। সেদিন তিনি বাগডোগরায় একটি হোটেলে ছিলেন। শনিবার সকালে হোটেল মালিকের ঠিক করে দেওয়া একটি ছোট গাড়িতে নেপালের উদ্দেশে রওনা হন। পুলিশের কাছে ধর্ষিতা তরুণীর দাবি, গাড়িতে চালক ছাড়াও এক আরোহী ছিল। নকশালবাড়িতে একটি নির্জন চা-বাগানে নিয়ে গিয়ে ওই ব্যক্তিই তাঁকে ধর্ষণ করে। তদন্ত শুরু করেছেন শিলিগুড়ির ডিএসপি প্রদীপ পাল। আজ, সোমবার তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হবে। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতে তদন্ত হচ্ছে।”
|
ঝড়ে ক্ষয়ক্ষতি গোয়ালপোখরে |
ঝড় ও শিলাবৃষ্টির দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-১ ও ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা। রবিবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-১ ও ২ ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিন বিকেল ৩টা নাগাদ ঝড়ে ভেঙে পড়ে বহু কাঁচা বাড়ি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাহাপুর, ফুলবাড়ি, পাচরা, পাঞ্জিপাড়া, ধরমপুর, পোখরিয়া-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক হয়েছে। পাঞ্জিপাড়া এলাকায় ঝড়ে একটি মোবাইল সংস্থার টাওয়ার পড়ে যাওয়ায় এলাকার বাসিন্দারা ওই এলাকায় ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই টাওয়ার বসানোয় আগে থেকেই তাদের আপত্তি ছিল। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। গোয়ালপোখর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অনিতা পাল বলেন, “এলাকার বেশির ভাগ গ্রামগুলিতে ঝড়ে ঘরবাড়ির সঙ্গে প্রচুর ফসল নষ্ট হয়েছে।”
|
দলীয় কার্যালয়ের মধ্যে তৃণমূলের দুই পক্ষের মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার হায়দারপাড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল সূত্রের খবর, রাতে ২ জন তৃণমূল সমর্থক টেলিভিশন দেখছিলেন। সেই সময় ৩ জন তৃণমূল সমর্থক তাঁদের উপর হামলা চালান বলে অভিযোগ। তৃণমূলের দার্জিলিং জেলার সাধারণ সম্পাদক কৃষ্ণ পাল বলেন, “গোষ্ঠীকোন্দলের কোনও ব্যপার নেই। ব্যক্তিগত কারণ নিয়ে কয়েকজন মারপিট করেছে।”
|
সেনাবাহিনীর গাড়ির সঙ্গে অটো রিকশার সংঘর্ষে ৫ জন জখম হয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে মাটিগাড়া থানার শিবমন্দিরে। পুলিশ জানায়, জখমদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিম একটি অটো বাগডোগরা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ। চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
মালদহের সামসি-রতুয়া রাজ্য সড়কের উপর সামসি রেলগেটের উপর উড়ালপুল হচ্ছে। রবিবার মালদহের সামসিতে দলীয় কর্মিসভায় ওই কথা জানান সাংসদ মৌসম বেনজির নূর। ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রী আবু নাসের খান চৌধুরী। মৌসম বলেন, “রেল ও পূর্ত দফতরের উদ্যোগে এই উড়ালপুলের কাজ শীঘ্রই শুরু হবে।” |