|
|
|
|
কলেজে নিয়োগ: সভা করে বঞ্চনার নালিশ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কলেজে শিক্ষকতার সুযোগ থেকে তাঁদের একাংশকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ‘নেট’, ‘সেট’ উত্তীর্ণরা। রবিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অল বেঙ্গল নেট/স্লেট/সেট কোয়ালিফায়েড ক্যান্ডিডেটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সভা করে ওই অভিযোগ তোলা হয়। তাঁদের অভিযোগ, বর্তমানে অধিকাংশ কলেজেগুলিতে বিভিন্ন পদে অংশিক সময়ের শিক্ষক নিয়োগ করে কাজ চালানো হচ্ছে। নেট/সেট উত্তীর্ণরাই কলেজ সার্ভিস পরীক্ষার মাধ্যমে কলেজগুলিতে স্থায়ী শিক্ষক পদে নিযুক্ত হতে পারেন। অংশিক সময়ের শিক্ষকদের সেই যোগ্যতা অধিকাংশ ক্ষেত্রেই নেই। সম্প্রতি উচ্চ শিক্ষা সংসদ থেকে কলেজগুলিকে জানানো হয়েছে কোনও পদে আংশিক সময়ের শিক্ষক থাকলে সেখানে স্থায়ী শিক্ষক নিয়োগ করা হবে না। এক জন স্থায়ী শিক্ষকের জায়গায় ৩ জন আংশিক সময়ের শিক্ষক নেওয়া যেতে পারে। আংশিক সময়ের শিক্ষকদের জায়গায় স্থায়ী শিক্ষক না-নেওয়া হলে নেট, সেট উত্তীর্ণরা বঞ্চিত হবেন। ২০০৮ সালের পর থেকে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষাও নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। প্রতি বছর পরীক্ষা নেওয়ার দাবিও তুলেছেন। সমস্যা সমাধানের দাবিতে এ দিন শহরে মিছিলও করেন তাঁরা। অল বেঙ্গল নেট/স্লেট/সেট কোয়ালিফায়েড ক্যান্ডিডেটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বিশ্বজিৎ রায়, সম্পাদক পিয়াল বসু রায়দের অভিযোগ, সরকারের তরফে কলেজগুলিতে আংশিক সময়ের শিক্ষকের জায়গায় স্থায়ী শিক্ষক নিয়োগ করা হবে না বলা হচ্ছে। ৪ বছর ধরে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে না। যাঁরা নেট পাশ করে বসে রয়েছেন তাঁরা কলেজগুলিতে সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। |
|
|
|
|
|