শিলিগুড়ির বাঘা যতীন পার্কের এক কোণে বেড়ার ঘরে ক্লাব শুরু হয়েছিল গুটি কয়েক সদস্য সমর্থককে নিয়ে। সেই থেকে ক্রমেই শহরের অন্যতম ক্লাবগুলির মধ্যে জায়গা করে নিয়েছে শিলিগুড়ির বাঘা যতীন ক্লাব।
রবিবার এই ক্লাবেরই সুবর্ণ জয়ন্তী পালন করলেন কর্মকর্তারা। যেখান থেকে শুরু হয়েছিল সেই বাঘা যতীন পার্ক থেকে বর্ণাঢ্য মিছিল বার করা হয়। শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করেন। ক্লাব সদস্য এবং তাঁদের পরিবারের লোকেরাও মিছিলে সামিল হন। |
সন্ধ্যায় ক্লাবের হল ঘরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাও হয়। ফি বছর মহালয়ার সকালে বাঘা যতীন ক্লাবের রোড রেস জনপ্রিয়তা পেয়েছে। শুধু এই রাজ্যে থেকেই নয় ভিনরাজ্যের প্রতিযোগীরাও তাতে অংশ নিতে আসেন। বিভিন্ন সময়ে ক্রীড়া জগতের অনেক দিকপালরাও এসেছেন রোড রেসের উদ্বোধন অনুষ্ঠানে। এখনও সেই একই ধারা বজায় আছে।
ক্লাব সচিব শিবনাথ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ক্লাবের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এ দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্সের মতো বিভিন্ন খেলায় আরও বেশি করে বাসিন্দাদের উৎসাহী করতে ক্লাবের তরফে উদ্যোগ গ্রহণ করা হবে। সারা বছর ধরে ওই কাজ চলবে।” শুরুতে বাঘা যতীন পার্কে বেড়ার ঘরে ক্লাব চালু হলেও বর্তমানে শিলিগুড়ি কলেজের কাছে কলেজপাড়ায় ক্লাবের নিজস্ব ভবন, হল ঘর সমস্ত রয়েছে। সেখানেই এ দিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। |