|
|
|
|
অনুমোদন ছাড়াই নির্মাণের অভিযোগ |
সৌমিত্র কুণ্ডু • শিলিগুড়ি |
পুরসভার কোনও রকম অনুমোদন ছাড়াই কোর্ট চত্বরে নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। খোদ শিলিগুড়ি পুর কর্তৃপক্ষের তরফেই মহকুমাশাসকের দফতরে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। চিঠি দেওয়া হয়েছে বার অ্যাসোসিয়েশনকেও। বার অ্যাসোসিয়েশন সূত্রেই জানা গিয়েছে, পাঁচ তলা ভবনের ভিত করে নির্মাণ কাজ চললেও আপাতত এক তলা পর্যন্ত হবে। বার অ্যাসোসিয়েশনের বর্তমান ভবনের পাশেই ওই নির্মাণকাজের জায়গাটিও সংগঠনের মালিকানাধীন নয় বলে অভিযোগ। আইনজীবীদের একাংশের উদ্যোগে এই ধরনের কাজ নিয়ে তাই প্রশ্ন উঠেছে। পরিস্থিতি আঁচ করে সপ্তাহখানেক আগে বার অ্যাসোসিয়েশনের তরফে পুর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে চিঠি দিয়ে বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ করা হয়েছে বলে পুরসভা সূত্রেই জানা গিয়েছে।
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ মিত্রুকা বলেন, “ওই জায়গা বার অ্যাসোসিয়েশনের। তবে পুরনো ওই দলিল নেই। ওই জায়গায় আমাদের একটি ঘরও ছিল। তা ভেঙেই পরিকল্পনা মাফিক নতুন ভবন তৈরি করা হচ্ছে। আইনজীবী অনুপাতে পর্যাপ্ত বসার জায়গা বর্তমান ভবনে না থাকায় নতুন ভবনটি তৈরির সিদ্ধান্ত হয়েছে। পুরনো নকশাও রয়েছে। আপাতত একতলা ভবন তৈরি করা হচ্ছে।” মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব জানিয়েছেন সরকারি ভাবে ওই ভবন তৈরি হচ্ছে বলে তাঁর কাছে কোনও তথ্য নেই। পুরসভার তরফে এ ব্যাপারে কোনও চিঠি তাঁর দফতরে এসেছে কি না তিনি খোঁজ নেবেন। মহকুমাশাসক বলেন, “বার অ্যাসোসিয়েশনের তরফেই ওই ভবন তৈরি করা হচ্ছে। নিয়ম মেনেই তা করা উচিত। বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি।”
পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিলিগুড়ির মহকুমাশাসককে পুরসভার তরফে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে তাদের কোনও অনুমোদন ছাড়াই ওই কাজ হচ্ছে। নির্মীয়মাণ ভবনের পিছনের অংশে পুরসভার জায়গা রয়েছে। সেখানে কর্তৃপক্ষ পুরসভার নতুন ভবন গড়বেন। ডিআই ফান্ডের ওই জমি সম্প্রতি পুরসভার হাতে তুলে দেওয়া হয়েছে। আদালত চত্বরে বার অ্যাসোসিয়েশন যে নির্মাণ কাজ করছে তাতে পুরসভার ওই জমির একাংশ দখল করা হয়েছে বলেও পুর কর্তৃপক্ষের অভিযোগ। সেই ব্যাপারেও তাঁরা আপত্তি জানিয়েছেন। তার পরেও নির্মাণকাজ বন্ধ করা তো দূরের কথা প্রশাসনের তরফেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশও এ ধরনের কাজের সমালোচনা করেছেন। তাঁদের কথায়, বর্তমান যে ভবন বার অ্যাসোসিয়েশনের রয়েছে আইনজীবীদের সংখ্যা অনুপাতে তাতে বসার জায়গা হয় না ঠিকই। যে জন্যই নতুন ভবন তৈরির করা জরুরি। তাই বলে নতুন নির্মাণ কাজের ক্ষেত্রে পদ্ধতি না মেনে কাজ করা ঠিক নয়। |
|
|
|
|
|