টুকরো খবর
শিক্ষকের বিরুদ্ধে সই জালের নালিশ
প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সম্পাদকের সই জাল করে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি পাড়া থানার ভাগাবাঁধ হাই স্কুলের। স্কুলের প্রধান শিক্ষক শ্রীদাম গরাই এই মর্মে সহ শিক্ষক সদানন্দ মোদকের বিরুদ্ধে পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে।” যদিও সদানন্দবাবু অভিযোগ অস্বীকার করেছেন। ২০০৯ সালে সদানন্দবাবু আনাড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে বাড়ি নির্মাণের জন্য সাড়ে সাত লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। প্রধান শিক্ষকের অভিযোগ, “আয়কর জমা দেওয়ার জন্য সদানন্দবাবুর জমা দেওয়া নথি থেকে তাঁর ব্যাঙ্ক ঋণ নেওয়ার কথা জানতে পারি। অথচ, তাঁর ঋণ পাওয়ার ব্যাপারে আমি বা পরিচালন সমিতির তৎকালীন সম্পাদক দুর্গাদাস মণ্ডল সই করিনি। সদানন্দবাবু আমাদের সই জাল করেছেন বলে পুলিশ ও ব্যাঙ্কের কাছে অভিযোগ জানিয়েছি।” সদানন্দবাবুর দাবি, “প্রধান শিক্ষক ও সমিতির সম্পাদক আমার ব্যাঙ্ক ঋণের জন্য সই করেছিলেন। এখন প্রধান শিক্ষক মিথ্যা অভিযোগ করছেন।” তাঁর পাল্টা অভিযোগ, “স্কুল পরিচালনায় দুর্নীতির প্রতিবাদ করাতেই আমাকে ফাঁসানো হচ্ছে।” তবে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আনাড়া শাখা এ ব্যাপারে মন্তব্য করতে চায়নি।

ভাষা সেনানী প্রয়াত
ভাষা সেনানী শিশির গুপ্তের মৃত্যু হল। সম্প্রতি তিনি ঝালদার আনন্দবাজার এলাকায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বয়স হয়েছিল ৮২। ছেলে বিপুল গুপ্ত বলেন, “বাবা মানভূমের ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। পুরুলিয়ার বঙ্গভুক্তির দাবিতে ১৯৫৬-র এপ্রিলে পুঞ্চার পাকবিড়রা থেকে কলকাতা পযন্ত পদযাত্রায় যোগ দেন।” এলাকার কৃষি উন্নয়ন সমিতির প্রতিষ্ঠা-সহ নানা ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। স্বামীজি ট্রেন। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে এক দিনের জন্য রেলের বিশেষ প্রদর্শনী ট্রেন আজ, সোমবার জয়চণ্ডী পাহাড় স্টেশনে আসছে। আদ্রার ডিআরএম অমিতকুমার হালদার বলেন, “স্বামীজির জীবন-দর্শন, চিন্তা, কাজ সংবলিত ছবি ও লেখা ওই ট্রেনে প্রদর্শিত করা হবে।”

দুঃস্থদের সহায়তা
নববর্ষ উপলক্ষে শনিবার বড়জোড়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার সঙ্ঘের মন্দিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী নিরন্তরানন্দ। অনুষ্ঠানে মেজিয়ার বানজোড়া ও বড়জোড়ার ওয়াড়া গ্রামের সাতটি দুঃস্থ পরিবারকে নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত হতে সাহায্য করা হয়। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের বাঁকুড়া, বর্ধমান ও পুরুলিয়ার আহ্বায়ক সমীর পাণ্ডে জানান, শ্রী রামকৃষ্ণের ১৭৫তম আবির্ভাব বর্ষ উপলক্ষে রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে বাঁকুড়া জেলার ১৭৫টি গ্রাম পরিদর্শন করে ১৭৫টি দুঃস্থ পরিবারকে নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত হতে সাহায্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। রবিবার দুপুরে পুরুলিয়া সদর থানার রাঘবপুর এলাকায়, পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সঞ্জয় মাহাতো (২৫)। পুরুলিয়া মফস্সল থানার চয়নপুরে তাঁর বাড়ি। এলাকায় যান নিয়ন্ত্রণের দাবিতে স্থানীয় বাসিন্দারা কিছু ক্ষণ রাস্তা অবরোধ করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.