|
|
|
|
|
|
|
ভবিষ্যতে ফিজিয়োলজি নিয়ে পড়তে চাই। কোথায় পড়া যাবে? ভবিষ্যতে উচ্চশিক্ষার সুযোগ কী রকম? স্নাতকোত্তর স্তরে এ বিষয় ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে পড়া যাবে?
প্রসেনজিৎ হালদার, হাওড়া
• কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমহার্স্ট স্ট্রিট অর্থাৎ সিটি মেন কলেজের তিনটি শাখায়, বিদ্যাসাগর কলেজের তিনটি শাখায়, সুরেন্দ্রনাথ কলেজ (সকাল), নেতাজিনগর কলেজ (সকাল), সোনারপুর কলেজ প্রভৃতিতে স্নাতক স্তরে ফিজিয়োলজি পড়ানো হয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও বিষয়টিতে অনার্স এবং এম এসসি ডিগ্রি কোর্স আছে। এ ছাড়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি-র অধীনে বসিরহাট ও অন্যান্য কলেজে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, বহরমপুর গার্লস কলেজ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন বিষ্ণুপুর, রামানন্দ, সিউড়ি, কাটোয়া কলেজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন মেদিনীপুর কলেজ, পাঁশকুড়া কলেজ, তমলুক কলেজ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন শিলিগুড়ি, জলপাইগুড়ি আনন্দমোহন কলেজ ইত্যাদিতে ফিজিয়োলজি অনার্স
পড়া যায়।
স্নাতক স্তরে বিষয়টি পড়তে হলে জীবনবিজ্ঞান-সহ রসায়ন, পদার্থবিদ্যা, অঙ্ক নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। স্নাতক স্তরের পর রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে এম এসসি, বি টেক, এম টেক এবং পিএইচ ডি করার সুযোগ আছে। রাজ্যের বাইরে যে-সব বিশ্ববিদ্যালয়ে ফিজিয়োলজি এবং আনুষঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে, সেগুলি হল দিল্লি বিশ্ববিদ্যালয় (www.du.ac.in), পণ্ডিচেরি ইউনিভার্সিটি (www.pondiuni.edu.in), বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (http://www.imsbhu.nic.in/department.htm) প্রভৃতি। এ ছাড়া স্নাতক স্তরে পাশ করার পর, এই বিষয়টি ছাড়া বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি-র মতো বিষয় নিয়েও পড়া যায়। ভবিষ্যতে গবেষণা করতে চাইলে বায়োফিজিক্স বা বায়োটেকনলজি ছাড়াও আর্গোনমিক্স, রিপ্রোডাক্টিভ ফিজিয়োলজি, এন্ডোক্রিনোলজি-র মতো বিষয় বেছে নেওয়া যায়। আইআইএসইআর (www.iiserkol.ac.in) আই আই টি, টিআইএফআর (http://www.tifr.res.in/index.php/en/)-এর মতো প্রতিষ্ঠানগুলিতে এ সব বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চাই। কোথায় পড়ানো হয়?
শোভন দাম, দার্জিলিং
• কলকাতার সল্ট লেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনলজি (০৩৩-২৩৩৫৮৮৭২/৮৩৪৮)-তে ফ্যাশন ডিজাইনিং-এর ৪ বছরের স্নাতক কোর্স আছে। ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ। এখানে টেক্সটাইল ডিজাইনিং, লেদার ডিজাইন, অ্যাক্সেসরি ডিজাইন, ফ্যাশন কমিউনিকেশন এবং নিটওয়ার ডিজাইন-এরও কোর্স আছে।
ইন্টার ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন (http://www.nifd.net/)-এ ফ্যাশন ডিজাইনিং-এ দু’বছরের অ্যাডভান্স এবং এক বছরের প্রফেশনাল কোর্স করা যায়। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলে ভর্তি হওয়া যায়। এদের কোর্সটি আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত। আমদাবাদ-এর ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (http://www.nid.edu/) এবং জয়পুরের পার্ল অ্যাকাডেমি অব ফ্যাশন-এ http://www.pearlacademy.com/) ফ্যাশন ডিজাইন সংক্রান্ত বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে এই সব প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়। |
|
|
ফোকাস
সাধন চক্রবর্তী
শিক্ষক, যাদবপুর বিশ্ববিদ্যালয় |
|
দর্শনে স্নাতক। ভবিষ্যতে এই বিষয়ে কোথায় স্নাতকোত্তর পড়তে পারি? স্নাতকোত্তর স্তরে ফিলজফি ছাড়া অন্য কিছু নিয়ে পড়া যাবে? গবেষণার সুযোগ কেমন?
রানা পালিত, কোলাঘাট
• রাজ্যের সব বিশ্ববিদ্যালয়েই ফিলজফিতে স্নাতকোত্তর পড়া যায়। আর সর্বভারতীয় স্তরে দিল্লি বিশ্ববিদ্যালয়, উৎকল বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, পুণে বিশ্ববিদ্যালয়, আইআইটি মুম্বই ও দিল্লি ইত্যাদিতে এই বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েশন করা যায়। গবেষণার ক্ষেত্রে ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শন, লজিক ছাড়াও এখন ফিলজফি অব ম্যাথম্যাটিক্স, ফিলজফি অব মাইন্ড, ফিলজফি অব সায়েন্স, ফিলজফি অব ল্যাঙ্গোয়েজ ইত্যাদি নিয়ে কাজ হচ্ছে। ফিলজফি ছাড়া স্নাতকোত্তর স্তরে ফিল্ম স্টাডিজ, মাস কমিউনিকেশন, জার্নালিজম ইত্যাদি নিয়ে পড়া যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ইউজিসি স্বীকৃত দু’টি কেরিয়ার-ওরিয়েন্টেড কোর্স করানো হয়। ফিলজফি ও সাইকলজির মেলবন্ধনে গড়ে ওঠা কোর্সগুলি করলে কাজের ক্ষেত্রে সুবিধা মেলে।
|
|
দেশের ভিতরে পড়াশোনা, ট্রেনিং-এর নানান সুযোগসুবিধের
বিষয় জানানো হবে এই কলামে। এ বিষয়ে প্রশ্ন পাঠাও।
খামের উপর লেখো:
হোম পেজ, প্রস্তুতি,
আনন্দবাজার পত্রিকা,
এ বি পি প্রাঃ লিঃ,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|