টুকরো খবর
তোলাবাজকে গণপ্রহার
চোলাই ব্যবসায়ীদের কাছে ‘তোলা’ তুলতে এসে গ্রামবাসীদের হাতে গণধোলাই খেল এক ব্যক্তি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের পিঁফা পঞ্চায়েতের কাহারপাড়ার কালীতলায়। বাসিন্দাদের অভিযোগ, এক বছর ধরে এলাকায় চোলাইয়ের ব্যবসা চলছে। এর ফলে দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছে। গ্রামের বিভিন্ন পরিবারে অশান্তি শুরু হয়েছে। এ দিন গ্রামের মহিলারা একত্রিত হয়ে ঝাঁটা-লাঠি হাতে চোলাই ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ান। অভিযোগ, বেলা ১১টা নাগাদ মোটর সাইকেলে করে এক ব্যক্তি এসে চোলাই ব্যবসায়ীদের থেকে টাকা নিচ্ছিল। তখনই মহিলারা তাকে ঘিরে ধরে। শুরু হয় মারধর। বেগতিক বুঝে চোলাই ব্যবসায়ীরা পালিয়ে যায়। গ্রামবাসী সুজাতা হালদার, সোনালি হালদারদের অভিযোগ, “চোলাইয়ের ঠেককে কেন্দ্র করে দুষ্কৃতীদের তাণ্ডব বেড়েছে। সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হওয়া যায় না। পুলিশকে জানিয়েও কিছু হয়নি।” গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের একাংশই টাকা তুলতে পাঠায় ওই ব্যক্তিকে। পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।

অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। রবিবার সন্ধ্যায় উস্তির ইয়ারপুর গ্রামের ঘটনা। মৃতের নাম রেবেকা সুলতানা (২৬)। আগুনে পুড়ে যায় বাড়িটিও। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রান্নাঘর থেকে কোনও ভাবে আগুন লাগে ওই বাড়িতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেবেকা দুই সন্তানকে নিয়ে রান্না করছিলেন। তাঁর স্বামী আব্দুর রহমান মোল্লা অন্যত্র ছিলেন। আগুন লাগা মাত্র সন্তানেরা বেরিয়ে এলেও পারলেও রেবেকা রান্নাঘর থেকে বেরোতে পারেননি। আগুন দ্রুত ছড়ানোয় গ্রামবাসীরাও তাঁকে বাঁচাতে পারেননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রেবেকার। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।

অটো উল্টে মৃত্যু
অটো উল্টে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হন ৪ জন। তাঁদের বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার বিকেলে বাসন্তীর কালিবটতলার কাছে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম ঊষা রাউত (৪৫)। বাসন্তীর মসজিদবাটির রামকৃষ্ণপুরে। পুলিশ জানায়, গদখালি থেকে ক্যানিং যাচ্ছিল অটোটি। মসজিদবাটি থেকে অটোয় ওঠেন ঊষাদেবী। কিছু দূরে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান ঊষাদেবী। পুলিশ অটোটি আটক করলেও চালক পলাতক।

আয়লা-দুর্গতদের চাল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো আয়লা-দুর্গতদের মধ্যে ২ টাকা কেজি দরে চাল বিলি শুরু হল শনিবার থেকে। ২০০৯ সালে আয়লার পরে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাসনাবাদ এবং সন্দেশখালি-১ ও ২ এই ৫টি ব্লক এবং দক্ষিণ ২৪ পরগনার ১০টি ব্লককে ‘আয়লা কবলিত’ বলে ঘোষণা করেছিল প্রশাসন। এ দিন উত্তর ২৪ পরগনার হাসনাবাদের মাখালগাছার হাটখোলা মাঠে শতাধিক দুর্গত পরিবারের হাতে ওই চাল তুলে দেন বসিরহাটের মহকুমাশাসক শ্যামল মণ্ডল।

বিষক্রিয়ায় মৃত
খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হল কিশোরের। পুলিশ জানায়, শুক্রবার রাতে বাদুড়িয়ার চাতরা গ্রামে সাবুর সঙ্গে ফল মিশিয়ে খেতে দেওয়া হয় সঞ্জু নন্দীকে (১২)। খাবার পর অসুস্থ হলে তাকে কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার তার মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.