|
|
|
|
দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত দম্পতি-সহ ৩ জন |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
খেজুরির ইড়িঞ্চি সেতুর কাছে ফের দুর্ঘটনায় মৃত্যু হল দিঘা-ফেরত পর্যটকদের। মারা গেলেন একই পরিবারের তিন জন।
রবিবার দুপুর ১টা নাগাদ দিঘা থেকে কলকাতা ফেরার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন গাড়ি আরোহীর। মৃতেরা হলেন বিমলেন্দু দাশগুপ্ত (৭০), তাঁর স্ত্রী রেণুকা দাশগুপ্ত (৬৫) ও তাঁদের জামাই সৌমাল্য চক্রবর্তী (৩৫)। গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন সৌমাল্যবাবুর স্ত্রী ডোনাদেবী ও তাঁদের বছর দেড়েকের শিশুপুত্র রিহান। দু’জনই কলকাতায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতার সিঁথিতে পাশাপাশিই বাড়ি দাশগুপ্ত দম্পতি ও তাঁদের মেয়ে-জামাইয়ের।
শুক্রবার নিজেদের গাড়ি নিয়ে দিঘায় বেড়াতে যায় ওই পরিবার। এ দিন ফেরার পথে ইড়িঞ্চি সেতুর কাছে বাঁকের মুখে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। স্থানীয় বাসিন্দারা ডোনাদেবী ও তাঁর ছেলেকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করান। পরে তাঁদের কলকাতায় স্থানান্তরিত করানো হয়। খবর পেয়ে হেঁড়িয়া তদন্তকেন্দ্র থেকে পুলিশ আসে। এসডিপিও (কাঁথি) ইন্দ্রজিৎ বসু জানান, ট্রাকটিকে আটক করা হলেও চালক পলাতক।
দিন ছ’য়েক আগে দক্ষিণ কলমদানের এই ইড়িঞ্চি সেতুর কাছেই ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল উত্তর ২৪ পরগনার দুই বাসিন্দার। জখম হন আরও ৭ জন। ওই সেতুর কাছে কলকাতা-দিঘা রাজ্যসড়ক ধনুকের মতো বেঁকে গিয়েছে। তার উপরে রাস্তার ধারে সামাজিক বনসৃজনের গাছ থাকায় উল্টো দিক থেকে কোনও গাড়ি আসছে কি না, বোঝা যায় না দূর থেকে। গাড়ির গতি বেশি থাকলে নিয়ন্ত্রণ করা দুষ্কর হয়ে পড়ে। এ দিন এ ভাবেই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। |
|
|
|
|
|