সুযোগ পাচ্ছিলেন না বলে মুম্বই ছেড়ে তিনি আইপিএল খেলতে চলে এসেছিলেন রাজস্থানে। গত বার থেকেই রাজস্থানে। এ বার দ্রাবিড় তাঁকে দিয়ে ওপেন করাচ্ছেন এবং প্রথম ম্যাচে ৯৮ করেছিলেন তিনি। আর আজ আইপিএল ফাইভের প্রথম সেঞ্চুরি পাওয়া গেল তাঁর থেকে। তিনিঅজিঙ্ক রাহানে। টস জিতে আগে ব্যাটিং নিয়ে রাজস্থান অধিনায়ক দ্রাবিড় আউট হওয়ার পর হঠাৎ এক সাইক্লোন আছড়ে পড়ল চিন্নাস্বামীতে। সাইক্লোনের নাম রাহানে। সঙ্গে ছিলেন ওয়েইশ শাহও (২৬ বলে ৬০)। রাহানে এবং শাহ মিলে ১২১ রান তুললেন আট ওভারে।
বেঙ্গালুরু জবাবটা ভালই দিচ্ছিল শুরুতে। আবার ব্যাটে-বলে হচ্ছিল মায়াঙ্ক অগ্রবালের (৩৪)। কিন্তু গেইলের (৮) ব্যাট চলেনি। ব্যর্থ কোহলিও (২২)। সিদ্ধার্থ ত্রিবেদীর (৪-২৫) সামনে ভেঙে পড়ল বেঙ্গালুরু। ইনিংস শেষ ১৩৬ রানে।
রাজস্থানের দুর্ধর্ষ জয়ের দিনে আরও একটা নাটকীয় ঘটনা ঘটে থাকল। বিতর্ক বেধে গেল সহারা পুণে ওয়ারিয়র্সের অলরাউন্ডার মার্লন স্যামুয়েলসের অ্যাকশন নিয়ে। চেন্নাই ম্যাচের পর আম্পায়াররা রিপোর্ট পেশ করেছেন যে, কয়েকটা ডেলিভারির সময় স্যামুয়েলসের অ্যাকশন আইনসিদ্ধ ছিল না। যা নিয়ে ক্ষুব্ধ পুণে শিবির থেকে বলা হচ্ছে, স্যামুয়েলস তো আন্তর্জাতিক ক্রিকেট খেলে এসেছেন। কোথায়, তখন তো এ রকম কোনও অভিযোগ ওঠেনি। চেন্নাই ম্যাচ হেরে যাওয়ায় কী এই অভিযোগ উঠছে? যা খবর, তাতে স্যামুয়েলসকে বসানোর রাস্তায় হাঁটছে না পুণে। তবে আইপিএলের নিয়ম অনুযায়ী দ্বিতীয় বার তাঁর নামে রিপোর্ট জমা না পড়লে, খেলতে বাধা নেই স্যামুয়েলসের। |