বর্ষবরণের অনুষ্ঠান হুগলিতে
নানা অনুষ্ঠানে শনিবার নববর্ষ পালিত হল হুগলির বিভিন্ন প্রান্তে।
সকালে উত্তরপাড়ার যন্ত্রসঙ্গীত চর্চা শিক্ষা কেন্দ্র ‘বেনিয়াসহকলা’ মানকুণ্ডু, চন্দননগর এবং চুঁচুড়া স্টেশনে অনুষ্ঠান করে। উদ্যোক্তাদের তরফে ডি মধুসূদন জানান, বাঁশি, বেহালা, গিটার, ম্যান্ডোলিনের সমবেত সুরে রবীন্দ্রসঙ্গীত-সহ নানা গানের সুর ফুটে ওঠে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উত্তরপাড়া শাখা স্থানীয় বৃদ্ধাবাসের মহিলা আবাসিকদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করে। ওই শাখার ম্যানেজার বিপ্লব সরকার জানান, ব্যাঙ্কের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবেই ওই আয়োজন করা হয়।
চুঁচুড়া স্টেশনে প্রকাশ পালের তোলা।
বিকেলে উত্তরপাড়া থানা সমন্বয় সমিতির উদ্যোগে অনুষ্ঠান হয় সেখানকার গণভবনে। অনুষ্ঠান আরম্ভ হয় বেদপাঠের মধ্য দিয়ে। পরিবেশিত হয় আধুনিক গান। ভদ্রকালী শ্রী সারদামনি উচ্চ বালিকা বিদ্যালয়ের মেয়েরা ‘একান্নবর্তী’ নাটক মঞ্চস্থ করে। উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা পরিবেশন করে সঙ্গীতালেখ্য ‘শুকসারির দ্বন্দ্ব’। ছোটদের গান পরিবেশিত হয়। ছিল উত্তরপাড়া সঙ্গীতচক্রের প্রয়োজনায় ‘রাইকমলিনী’ নৃত্যনাট্য। পাশাপাশি, এভারেষ্ট শৃঙ্গ বিজয়ী দীপঙ্কর ঘোষ এবং রাজীব ভট্টাচার্যকে সম্বর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায়, বিধায়ক অনুপ ঘোষাল, আই সি অসিত সাউ প্রমুখ।
চুঁচুড়া রবীন্দ্রভবনের মুক্তমঞ্চে ছবিটি তুলেছেন তাপস ঘোষ।
বৈদ্যবাটির বঙ্গভাষা ও সংস্কৃতি চেতনা মঞ্চের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠান হয় শহরের চ্যাটার্জিপাড়া দুর্গামণ্ডপে। সংগঠনের সম্পাদক ব্রততী মজুমদার জানান, পঞ্চকবি-র (রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বীজেন্দ্রলাল রায়, রজনিকান্ত সেন, অতুলপ্রসাদ সেন, কাজি নজরুল ইসলাম) সঙ্গীত পরিবেশিত হয়। ছিল আবৃত্তি, নৃত্য। নৃত্য পরিবেশন করে বৈদ্যবাটিরই উপাসনা সাংস্কৃতিক সংস্থা এবং রিদিম নৃত্যগোষ্ঠী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.