টুকরো খবর |
হাড়গোড় উদ্ধার গোঘাটে |
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
|
— নিজস্ব চিত্র। |
একশো দিনের কাজ প্রকল্পে রবিবার সকালে গোঘাটের লক্ষ্মীপুরের একটি পুকুরের মাটি কাটার সময়ে কিছু হাড়গোড় মিলল। পুলিশ এসে সেগুলি উদ্ধার করে। গোঘাট ১ বিডিও জয়ন্ত মণ্ডল বলেন, “পুকুরের একটি জায়গায় কিছু হাড় পাওয়া গিয়েছে। পরীক্ষার জন্য হাড়গুলি ফরেন্সিক দফতরে পাঠানো হবে।” হাড় উদ্ধারের পরে পুকুর সংস্কারের কাজ বন্ধ হয়ে যায়।
|
নদীতে ডুবে মৃত্যু ছাত্রের |
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
স্নান করতে নেমে দামোদর নদে ডুবে মৃত্যু হল পুড়শুড়ার দেউলপাড়া গ্রামের বাসিন্দা, নবম শ্রেণির ছাত্র অরিজিৎ পোড়েলের (১৫)। শনিবার দুপুরের দুর্ঘটনা। পুলিশের অনুমান, স্নান করতে নেমে নদীর বালি খাদের গর্তে পড়ে যায় ছাত্রটি। ঘণ্টা চারেক পরে স্থানীয় বাসিন্দারাই দেহটি উদ্ধার করেন। ওই নদ থেকে বিক্ষিপ্ত ভাবে যন্ত্রের সাহায্যে বালি তোলা হয়। লোকজনের অভিযোগ, জলের নীচে কোথায় কত গভীর খাদ রয়েছে, তা উপর থেকে দেখে বোঝা সম্ভব নয়। আগেও এমন দুর্ঘটনা হয়েছে। বিডিও সম্রাট মণ্ডল বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” দেহটি ময়না-তদন্তে পাঠায় পুলিশ।
|
হাওড়ায় বাড়ি ভেঙে মৃত্যু মহিলার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার যোগেশ মুখার্জি রোডে জীর্ণ বাড়ি ভেঙে এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম দীপ্তি গোস্বামী। আহত হন তাঁর বোন রুবি গোস্বামী। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশি সূত্রের খবর, বহু পুরনো বাড়িতে বোনের সঙ্গে থাকতেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা দীপ্তিদেবী। রবিবার রাত ১১টা নাগাদ তাঁরা শুয়ে ছিলেন। তখনই বাড়িটি ভেঙে পড়ে। চাপা পড়ে মারা যান দীপ্তিদেবী।
|
তারকেশ্বর এস্টেটের কর্মীর ঝুলন্ত দেহ |
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
তারকেশ্বর এস্টেটের এক কর্মীর ঝুলন্ত দেহ মিলল তাঁর ঘর থেকে। রবিবার সকালে তারকেশ্বরের পদ্মপুকুরে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিবরাম চৌধুরী (৪৮) নামে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে। মৃতের ছেলে শীর্ষেন্দু পুলিশকে জানিয়েছেন, বাবা ‘কোনও এক কারণে’ দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
শ্লীলতাহানি, ধৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • ধনেখালি |
এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে রবিবার ৩ যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ধনেখালির বাগনান গ্রামে। পুলিশ জানায়, ধৃতদের নাম শেখ মনোহর আলি, শেখ মফিজুল এবং শেখ রাজু। উলুবেড়িয়ার চেঙ্গাইলের ওই তরুণী শনিবার ধনেখালিতে আত্মীয়ের বাড়িতে আসেন। জলসা দেখে ফেরার পথে তাঁর শ্লীলতাহানি হয় বলে অভিযোগ।
|
দুধপুকুরে মৃতদেহ |
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
রবিবার সকালে তারকেশ্বরের দুধপুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা দেহটি জলে ভাসতে দেখে পুলিশে খবর দেন। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মৃতের বয়স ৩৫ বছর। পরনে লাল গেঞ্জি, হাফ প্যান্ট।
|
বিজেপি-র মিছিল |
নিজস্ব সংবাদদাতা • হরিপাল |
সরকারি গ্রন্থাগারে সংবাদপত্র রাখা নিয়ে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা-সহ কিছু ঘটনার প্রতিবাদে রবিবার হরিপালে বাইক মিছিল করল বিজেপি। অন্য দিকে, হাওড়ার বাউড়িয়ার বিশিষ্ট মানুষেরা সংবাদপত্র নিয়ে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে এ দিন মিছিল করেন।
|
সুরাঙ্গনের সমাবর্তন |
শ্রীরামপুরের ‘সুরাঙ্গন অভিজ্ঞান’-এর উনচল্লিশতম বার্ষিক সমাবর্তন উৎসব গত ৭-৮ এপ্রিল অনুষ্ঠিত হল। শ্রীরামপুর টাউন হলে ওই অনুষ্ঠান হয়। সাম্মানিক প্রদানের পাশাপাশি লোকগীতি, রবীন্দ্রসঙ্গীতের আঙ্গিক নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, সত্তর দশকের আধুনিক গান পরিবেশিত হয়। ছিল কত্থক, ভরতনাট্যম। শাস্ত্রীয় সমবেত যন্ত্রসঙ্গীত প্রভৃতি। |
|