অপরাধীদের থানায় ডেকে মুচলেকা
পরাধ কমাতে ‘অভিনব’ ব্যবস্থা চালু করল বিহারের পুলিশ প্রশাসন। যে সব সমাজবিরোধীদের নাম পুলিশের খাতায় আছে, অথচ তারা জেলের বাইরে, এমন ব্যক্তিদের থানায় ডেকে এনে মুচলেকা দেওয়ার ব্যবস্থা করছে রাজ্যের পুলিশ। প্রশাসনের আশা, তাতেই সমাজবিরোধী কার্যকলাপ অনেকটা কমতে পারে।
কী ভাবে এটা করা হবে তা জানিয়ে রাজ্য পুলিশের ডিজি অভয়ানন্দ বলেন, “সিআরপিসি-র ১১০ (জি) ধারার মাধ্যমে এটা করা হচ্ছে। মহকুমা আদালতে তাদের বন্ডের ২৫ শতাংশ টাকা জমা দিয়ে ‘অপরাধ করব না’এই প্রতিশ্রুতি দিতে হচ্ছে। ভবিষ্যতে তারা আইন বিরোধী এবং সমাজবিরোধী কাজ করবে না এমনই সেখানে লিখতে হচ্ছে।”
মুচলেকা আদায়ের জন্য ইতিমধ্যেই প্রতিটি জেলাকে নির্দেশ পাঠানো হয়েছে। বেশ কিছু থানায় অপরাধী চিহ্নিত করণের কাজও শুরু হয়ে গিয়েছে। বন্ডে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কেউ যদি অপরাধ করে তা হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা জানিয়ে মগধ রেঞ্জের ডিআইজি এন এইচ খান বলেন, “আমরা চেষ্টা করছি এর মাধ্যমে তাদের আচরণের পরিবর্তন ঘটানোর। এর পরেও যদি কেউ অপরাধ করে তা হলে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে পরোয়না জারি হবে।” এতে আদৌ কোনও লাভ হবে? ওই পুলিশ কর্তার কথায়, “এর মাধ্যমে পুলিশ ওই সব ব্যক্তিদের সতর্ক করার চেষ্টা করছে। আইন ভাঙার আগে সে যাতে দশবার ভাবে সেটাই নিশ্চিত করা হচ্ছে।”
ডিজিপি বলেন, “আগে থেকেই এই আইন ছিল। কিন্তু তেমন ভাবে গুরুত্ব দিয়ে এই আইন কার্যকর করা হয়নি।” পটনার সিনিয়ন পুলিশ পুলিশ সুপার অলোক কুমার বলেন, “ইতিমধ্যে সারা রাজ্যে ৭০০ জনকে বন্ডে সই করানো হয়েছে।” তাঁর দাবি, “পটনারই একটি থানা এলাকায় গত কয়েক মাস ধরে লাগাতার চুরি, ছিনতাই, ডাকাতি এবং লুঠের ঘটনা ঘটছিল। এই ব্যবস্থা চালুর পরে সেটা অনেকটাই কমেছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.