টুকরো খবর |
হিকাকা-মুক্তি, সময় বাড়াল মাওবাদীরা
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
বিজেডি বিধায়ক ঝিনা হিকাকাকে মুক্তি দেওয়ার সময়সীমা বাড়াল মাওবাদীরা। ১৮ এপ্রিল বিকেল পাঁচটার মধ্যে ২৯ জন জঙ্গিকে মুক্তি দিলে হিকাকা মুক্তি পাবেন বলে জানিয়েছে ওড়িশা-অন্ধ্র সীমানা কমিটি। হিকাকার অপহরণকারীদের সঙ্গে যে ভাবেই হোক যোগাযোগ করতে গত কাল নির্দেশ দেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মাওবাদীদের হয়ে বেশ কয়েকটি মামলা লড়েছেন আইনজীবী নীহাররঞ্জন পট্টনায়ক। তাঁর মাধ্যমে নতুন সময়সীমার কথা জানিয়েছে মাওবাদীরা। নিজেদের অবস্থান থেকে কিছুটা সরেওছে । কুখ্যাত মাওবাদী নেতা ঘাসির মুক্তির দাবি নিয়ে সমস্যায় পড়েছিল ওড়িশা সরকার। ঘাসিকে মুক্তি দিলে মাওবাদী দমন অভিযান বয়কট করার হুমকি দিয়েছিল রাজ্য পুলিশ। নীহাররঞ্জন জানিয়েছেন, আপাতত ঘাসির মুক্তি চাইছে না মাওবাদীরা। অন্ধ্র-ওড়িশা সীমানা কমিটি জানিয়েছে, মুক্ত ২৯ জন জঙ্গির সঙ্গে আসতে হবে হিকাকার স্ত্রী কৌশল্যা ও নীহাররঞ্জনকে। তবে হিকাকা মুক্তি পাবেন।হিকাকা ও দুই ইতালীয়ের অপহরণের সময়েই মাওবাদীদের গোষ্ঠীদ্বন্দ্বের কথা শোনা গিয়েছিল। ইতালীয়দের মুক্তির বিষয়ে মুখ্য ভূমিকা পালন করলেও হিকাকার অপহরণকারীদের উপরে নিয়ন্ত্রণ ছিল না অন্যতম মাওবাদী নেতা সব্যসাচী পণ্ডার। আজ একেবারে প্রকাশ্যে চলে এসেছে এই দ্বন্দ্ব। সিপিআই(মাওবাদী)-র এক ‘বিদ্রোহী’ মুখপাত্র নিখিল দাবি করেছে, দলের ওড়িয়া সদস্যদের উপরে অত্যাচার করছে ছত্তীসগঢ় ও অন্য রাজ্য থেকে আসা সদস্যরা। ওড়িয়া সদস্যদের ছেঁড়া উর্দি, জুতো পরতে বাধ্য করা হয়। র প্রতিবাদ করায় রবি নামে এক ওড়িয়া মাওবাদীকে খুন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন নিখিল। |
আগ্নেয়াস্ত্র-সহ হাফলংয়ে ধৃত ৩ নাগা জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
হাফলংয়ে অস্ত্রশস্ত্র-সহ নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ল মুইভা গোষ্ঠীর এক নাগা জঙ্গি এবং তার দুই সঙ্গী। গ্রেফতার করা হয়েছে তিনজনকেই। এদের হাফলং থানায় আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানায়। ডিমা হাসাও জেলার পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত জানান, ধৃত কেসিলুইঙ জেমি এনএসসিএন (আই এম) গোষ্ঠীর স্বঘোষিত সেকেন্ড লেফটেনোন্ট এবং হাফলং টাউন কমিটির কমান্ডার। তার দুই সহযোগীর নাম সুমনথেং নিউমে এবং দেথুয়া নিউমে। গোপন সূত্রে খবর পেয়ে কাল পুলিশ এবং অসম রাইফেলস বড় হাফলংয়ে অভিযান চালায়। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি গ্রেনেড, দু’টি নাইন এম এম পিস্তল, এক ৪৭-এর ১৪ রাউন্ড গুলি এবং টাকা তোলার হুমকিপত্র। মহন্ত বলেন, কেসিলুইঙ অনেক দিন ধরে হাফলং শহরে থেকে ভয় দেখিয়ে চাঁদা তুলছিল। নাগা জঙ্গি সংগঠনটি নাগাল্যান্ডে সংঘর্ষ বিরতি মেনে চললেও অসমের ডিমা হাসাও জেলায় অর্থ আদায় ও অশান্তি সৃষ্টির চেষ্টা করে চলেছে বলে অভিযোগ। |
ডাকাতের হাতে বাবা খুন, গুলিতে জখম মেয়ে
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গুলিতে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিহতের ১১ বছরের মেয়ে। ঘটনাটি ঘটেছে কাল রাতে পটনার বেউর থানার নট্টয়াপুর এলাকায়। নিহতের নাম মনোজ কুমার শর্মা (৪০)। এরপরেই ডাকাতেরা মনোজের পড়শি রেবতীরমণের বাড়িতেও হানা দিয়ে লুঠপাট চালায়।
পুলিশ জানিয়েছে, কাল রাত দু’টো নাগাদ ৮ জনের সশস্ত্র একটি দল মনোজবাবুর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়। মনোজ পেশায় গ্রিল তৈরির মিস্ত্রি। ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন মনোজ। দুষ্কৃতীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। দুষ্কৃতীরা সকলে মিলে তাঁকে মারধর করলেও সাহসী মনোজ তখনও একাই লড়ে যেতে থাকেন। লোক জানাজানির আশঙ্কায় ডাকাতেরা তখন মনোজুকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই সময় তাঁর মেয়ে অর্চনা কুমারীকেও দুষ্কৃতীরা গুলি করে। গুরুতর জখম হয়ে পটনা মেডিক্যাল কলেজে সে চিকিৎসাধীন। ফুলওয়াড়ির ডিএসপি রাকেশ দুবে বলেন, “ডাকাতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।” |
মাওবাদী বন্ধে ঝাড়খণ্ডে গ্রামে ভালই সাড়া
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
মাওবাদীদের ডাকা ৪৮ ঘণ্টার বন্ধের প্রথম দিনে ঝাড়খণ্ডে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এ দিনের বন্ধে রাজ্যের গ্রামাঞ্চলে ভাল সাড়া মিলেছে। বিশেষ করে পূর্ব সিংভূম, চাইবাসা, সিমডেগা, গুমলা, পলামু, লাতেহার, গঢ়বা প্রভৃতি মাওবাদী প্রভাবিত জেলায়।
মাওবাদীদের ডাকা ৪৮ ঘণ্টার বন্ধের প্রথম দিনে আজ রাজধানী রাঁচি থেকে দূরপাল্লার যাত্রী পরিবহণের বাস চলাচল করেনি। বন্ধ ছিল সড়ক পথে দূরপাল্লার পণ্য পরিবহণ ব্যবস্থাও। তবে রাজধানী-সহ রাজ্যের শহরাঞ্চলের প্রায় সব দোকানপাট এবং বাজার ছিল খোলা। একই সঙ্গে অটো এবং রিকশা চালু থাকায় এ দিন শহরে বন্ধের উল্লেখযোগ্য কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি। রবিবার ছুটির দিন থাকায় শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস কাছারি এমনিতেই ছিল বন্ধ।
পুলিশ জানায়, কেন্দুপাতার মূল্য বৃদ্ধির দাবিতে ওই বন্ধের ডাক দিয়েছে সিপিআই (মাওবাদী)। এ দিন রাজ্য পুলিশের মুখপাত্র আইজি রাজকুমার মল্লিক জানিয়েছেন, বরাবরের মতই এ দিনও মাওবাদীদের ডাকা বন্ধ মূলত জেলার গ্রামাঞ্চলেই হয়েছে। শহরে বন্ধের প্রভাব পড়েনি। বন্ধকে ঘিরে রাত পর্যন্ত পর্যন্ত কোনও রকম অপ্রীতিকর ঘটনার খবরও মেলেনি। তবে, প্রশাসন যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। |
সম্পত্তি, বিধায়কের নামে মামলা
নিজস্ব সংবাদদাতা • পটনা |
আয় বর্হিভূত সম্পত্তি বাজেয়াপ্তের জন্য বিজেপি বিধায়ক সোনেলাল হেমব্রমের বিরুদ্ধে মামলা দায়ের হল ভিজিল্যান্সের বিশেষ আদালতে। গত শুক্রবার এই মামলা দায়ের হয়। আদালত ১৭ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
আদালত সূত্র জানানো হয়েছে, ওই বিধায়ক-সহ তাঁর ছেলে রমেশ হেমব্রম এবং অন্য চার আত্মীয়ের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। সোনেলাল আবগারি দফতরের প্রাক্তন ডেপুটি কমিশনার। ১৯৭২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি এই দফতরে কর্মরত ছিলেন। ইন্সপেক্টর পদে যোগ দিয়ে পরবর্তী কালে ডেপুটি কমিশনার হন। অবসর নেওয়ার পরে তিনি রাজনীতিতে যোগ দেন। বাঁকা জেলার কাটোরিয়ার সংরক্ষিত আসন থেকে তিনি বিজেপি-র বিধায়ক নির্বাচিত হন। অভিযোগ পেয়ে ’৯৭ সালে আয়কর দফতর তাঁর বাড়িতে তল্লাশি চালায়। খোঁজ মেলে ২ কোটি ৬৭ লক্ষ টাকার আয় বর্হিভূত সম্পত্তির। একই সঙ্গে ভিজিল্যান্স থেকেও তদন্ত শুরু হয়। তখনই বেনামি সম্পত্তির হদিশ মেলে। পটনা এবং রাঁচিতে জমি ও বাড়ির খোঁজ পাওয়া যায়। ভিজিল্যান্স দফতর থেকে বলা হয়েছে, ওই বিধায়কের মেনপুরা (ফুলওয়াড়ি) এলাকায় একটি বহুতল ও পটনায় পটেল নগরে অন্য একটি বাড়ির হদিশ মেলে। সোনেলালের আত্মীয়দের নামেও রাঁচিতে ২৭ কাঠা জমির সন্ধান পাওয়া গিয়েছে। |
গণ্ডকে নৌকাডুবি মৃত ১, নিখোঁজ ৬
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারে নৌকো উল্টে এক ব্যক্তির ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার বৈকুণ্ঠপুরে গণ্ডক নদীতে। পুলিশ জানিয়েছে, আজ সকাল ১১টা নাগাদ ফাজিলাপুর গ্রামের লোকজন নদীর ওপারে চরভূমির খেতে কাজ করতে যাচ্ছিলেন। নৌকোয় অতিরিক্ত যাত্রী তোলায় সেটি উল্টে যায়। জেলাশাসক পঙ্কজ কুমার জানান, মাঝনদীতে প্রবল হাওয়ায় ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে গেলে ১১জন যাত্রী জলমগ্ন হন। দীনেশ্বর মণ্ডল নামে (৪০) নামে এক যাত্রীর দেহ পরে উদ্ধার হয়। ৬ জন যাত্রীর এখনও সন্ধান মেলেনি। সরকারি সূত্রে একজনের মৃত্যুর কথা বলা হলেও যদিও অসমর্থিত সূত্রে খবর, এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। বৈকুণ্ঠপুর থানার ওসি সুধীর কুমার বলেন,“একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর বেশি খবর আমাদের কাছে নেই। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।” প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অধিকাংশ সময়েই নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা হয়। সে জন্যই এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে। |
দুর্ঘটনায় জখম আইবি-কর্তার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
চলতি মাসের ৯ তারিখে নুমালিগড় শোধনাগারে বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ডের তদন্ত সেরে ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর অতিরিক্ত অধিকর্তা আর এন বেহুরা। ওই দিন গুয়াহাটির কাছাকাছি সোনাপুরে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। সঙ্গে ছিলেন আসাম পুলিশের অতিরিক্ত পুলিশ প্রধান পল্লব ভট্টাচার্য। গুরুতর জখম অবস্থায় দুজনকেই গুয়াহাটির এক বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে মৃত্যু ঘটেছে বেহুরার। নুমালিগড় তৈল শোধনাগারে বিস্ফোরণ ঘটেছিল ৭ এপ্রিল। তারই তদন্ত সেরে ৯ তারিখ গুয়াহাটি ফিরছিলেন ১৯৭৯ সালের ত্রিপুরা-মণিপুর ক্যাডারের আইপিএস অফিসার বেহুরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। রেখে গিয়েছেন স্ত্রী ও এক পুত্র। আজই মরদেহ ওড়িশায় তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নার্সিংহোমে গিয়ে প্রয়াত বেহুরার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। হেহুরাকে মুখ্যমন্ত্রী অন্যতম সেরা অফিসার বলে উল্ল্খে করেন এ দিন। |
হেডলির প্রাক্তন স্ত্রীকে জেরা করতে চায় ভারত
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
লস্কর-ই-তইবা জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির প্রাক্তন স্ত্রীকে জেরা করতে চায় ভারত। মরক্কোর বাসিন্দা ওই মহিলাকে জেরা করার জন্য সে দেশের সরকারের কাছে অনুমতি চেয়েছে নয়াদিল্লি।
মুম্বই হামলার ছক কষার জন্য মুম্বইয়ে নজরদারি চালিয়েছিল হেডলি। তখন দু’বার ভারতে এসেছিলেন তার মরক্কোবাসী স্ত্রী উতালহা। পাকিস্তানেও দীর্ঘদিন হেডলির সঙ্গে ছিলেন তিনি। নিজের দায় স্বীকার করে হেডলি এখন মার্কিন গোয়েন্দাদের হেফাজতে। কিন্তু, তার কার্যকলাপ ও জঙ্গিদের সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক তথ্য মার্কিন গোয়েন্দাদের জানিয়েছিলেন উতালহা। পাকিস্তানে লস্কর প্রধান হাফিজ সইদের সঙ্গেও পরিচয় হয়েছিল উতালহার। তাই হেডলির প্রাক্তন স্ত্রীকে গুরুত্ব দিচ্ছেন ভারতীয় গোয়েন্দারা। সম্প্রতি হাফিজ সইদ সম্পর্কে তথ্য দিলে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকা। নয়াদিল্লির ধারণা, হাফিজ ও লস্করের কাজকর্ম সম্পর্কে অনেক গোপন তথ্য জানেন উতালহা। সেই তথ্য পাওয়া গেলে সইদকে জঙ্গি প্রমাণ করা সহজ হবে। |
দিল্লিতে গাড়ির সঙ্গে ছেঁচড়ানো হল যুবককে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দু’টি গাড়ির রেষারেষির জেরে দিল্লিতে বেসবল ব্যাট দিয়ে মারা হল এক যুবককে। তার পরে চলন্ত গাড়ির সঙ্গে ছেঁচড়ে নিয়ে যাওয়া হল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে দিল্লির অভিজাত এলাকায় পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিলেন পুনিত টন্ডন। তখন তাঁদের গাড়ির পিছনে এসে অনবরত হর্ন দিতে থাকে অন্য একটি গাড়ি। কিছু ক্ষণের মধ্যেই শুরু হয় ঝগড়া। পিছনের গাড়ির দুই আরোহী পুনিতের বাবা সুনীলকেও অপমান করেন। গাড়ি থেকে নেমে আসেন পুনিত। তাঁর সঙ্গে অন্য গাড়ির আরোহীদের ধ্বস্তাধ্বস্তি হয়। পুনিতকে বেসবল ব্যাট দিয়ে মারা হয় বলে অভিযোগ। তার পরে তাঁকে চলন্ত গাড়ির সঙ্গে বেশ কিছুদূর ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, একটি সিসিটিভি ক্যামেরায় ঘটনায় জড়িত গাড়িগুলির ছবি উঠে যায়। সেই ছবির সূত্র ধরে আশিস সহগল ও সার্থক সহগল নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। |
বায়ুসেনায় বিমানের ঘাটতি, জানাল কমিটি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভারতীয় বায়ুসেনায় শিক্ষানবিশদের জন্য প্রয়োজনীয় যুদ্ধবিমানের যথেষ্টই অভাব রয়েছে বলে আজ জানাল প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। বিমান নামা-ওঠার জন্য যথেষ্ট জায়গারও অভাব রয়েছে বলে জানানো হয়েছে।
শিক্ষানবিশদের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ৪২টি ফাইটার স্কোয়াড্রন অনুমোদন করা হলেও রয়েছে ৩৪টি। বায়ুসেনার ১২তম পরিকল্পনা রূপায়ণের পর সেই সংখ্যাও কমে ৩১-এ দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। কমিটি জানিয়েছে, যুদ্ধবিমানগুলির আয়ু ফুরিয়ে যাওয়ার পর নতুন বিমান আনা হচ্ছে না। তাই ঘাটতি থেকেই যাচ্ছে। বায়ুসেনার ১২ ও ১৩তম পরিকল্পনা রূপায়ণের পর মিগ-২১ এবং মিগ-২৭ বিমানগুলি বাতিল করা হতে পারে। সেই জায়গায় সু-৩০ বিমান আনার কথা। কিন্তু তার দেখা নেই। আর নতুন প্রযুক্তির বিমান চালাতে শেখানোর মতো উপযুক্ত প্রশিক্ষকেরও অভাব আছে বলে মনে করছে কমিটি। |
দিল্লিতে ভোট পড়ল ৫৮%
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আজ দিল্লি পুরসভা নির্বাচনে ভোট পড়ল ৫৫ থেকে ৫৮ শতাংশ। পূর্ব, দক্ষিণ এবং উত্তর দিল্লির ২৭২টি ওয়ার্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২,৪২৩ জন প্রার্থী। ভোট গণনা হবে মঙ্গলবার। জেতার বিষয়ে আশাবাদী কংগ্রেস এবং বিজেপি দু’পক্ষই। আজকের ভোট শান্তিপূর্ণ ভাবেই হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার রাকেশ মেটা। তবে দিল্লির তিনটি গ্রাম এই নির্বাচন বয়কট করেছে। কাজিপুরের কাছে খেড়া গ্রাম, কাঞ্ঝাওলার লাদপুর এবং আলিপুরের সানোথ গ্রামের কয়েক হাজার বাসিন্দা বুথের বাইরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, গত ৩০ বছরে এই গ্রামগুলির কোনও উন্নয়ন হয়নি। রাস্তা, নিকাশি ব্যবস্থার অবস্থা বেহাল। একটা ওষুধের দোকান নেই। |
সরকারি ভর্তুকিতে হজ এক বার
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আর পাঁচ বছরে এক বার নয়। জীবনে একবারই সরকারি ভর্তুকিতে হজ করতে যেতে পারবেন মুসলিমরা। এই সিদ্ধান্তের কথা জানিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে কেন্দ্র। পাশাপাশি এ কথাও বলা হয়েছে, এ বার থেকে হজ যাত্রায় ভর্তুকির জন্য অগ্রাধিকার দেওয়া হবে সত্তরোর্ধ্ব ব্যক্তিদের। এবং যাঁরা এর আগে তিন বার আবেদন করেও ব্যর্থ হয়েছেন, তাঁদের। একটি মামলার ভিত্তিতে হজযাত্রীদের সঙ্গে সরকারি অফিসারদের প্রতিনিধি হিসেবে পাঠানোর কেন্দ্রীয় রীতির সমালোচনা করে হজ যাত্রীদের ভর্তুকি দেওয়ার সমস্ত বিবরণ চেয়েছিল সুপ্রিম কোর্ট। তার জবাবেই এই হলফনামা দিল কেন্দ্র। |
সরকারি ভর্তুকিতে হজ এক বার
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আর পাঁচ বছরে এক বার নয়। জীবনে একবারই সরকারি ভর্তুকিতে হজ করতে যেতে পারবেন মুসলিমরা। এই সিদ্ধান্তের কথা জানিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে কেন্দ্র। পাশাপাশি এ কথাও বলা হয়েছে, এ বার থেকে হজ যাত্রায় ভর্তুকির জন্য অগ্রাধিকার দেওয়া হবে
সত্তরোর্ধ্ব ব্যক্তিদের। এবং যাঁরা এর আগে তিন বার আবেদন করেও ব্যর্থ হয়েছেন, তাঁদের। |
শ্রীলঙ্কার বৈঠকে প্রতিনিধি পাঠাবে না ডিএমকে
সংবাদসংস্থা • চেন্নাই |
বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে কাল শ্রীলঙ্কায় যে সাংসদ দল যাচ্ছে সেখানে ডিএমকে-র প্রতিনিধি থাকবে না বলে রবিবার জানালেন ডিএমকে সুপ্রিমো করুণানিধি। ১৬ থেকে ২২ এপ্রিল শ্রীলঙ্কায় তামিলদের পুনর্বাসন এবং অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা চালাবে একটি সংসদীয় প্রতিনিধি দল। আজ করুণানিধি বলেন, “এর আগেও প্রতিনিধি দল পাঠানো হয়েছে। তাতে কোনও লাভ হয়নি।” |
|