বিমান থেকে মালপত্র খালাস করাই তাঁদের কাজ। তাঁদেরই কেউ কেউ উল্টে যাত্রীদের ব্যাগের তালা ভেঙে টাকা খালাস করে দিয়েছেন বলে অভিযোগ। ক্লোজ্ড সার্কিট টিভি বা সিসিটিভি এই ধরনের কয়েক জন চোরকে ধরিয়ে দিয়েছে। কলকাতা বিমানবন্দরে ঘটনাটি ঘটে শনিবার রাতে।
বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ জানায়, সিসিটিভি বা নজরদার টিভি-র ফুটেজ দেখে দুই মালবাহককে চিহ্নিত করা হয়েছে। ওই দু’জন এবং তাদের আরও দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেখিয়ে দেওয়া লকার থেকে ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আদালত ধৃত চার জনের মধ্যে মূল দুই অভিযুক্তকে পুলিশি হাজতে এবং তাদের দুই সহযোগীকে জেল-হাজতে রাখার নির্দেশ দিয়েছে।
বিমানবন্দর সূত্রের খবর, অভিনব জয়সোয়াল নামে এক যাত্রী শনিবার জেট এয়ারওয়েজের বিমানে ইম্ফল থেকে কলকাতায় আসেন। মালপত্র নিতে গিয়ে দেখেন, তাঁর ব্যাগের তালা ভাঙা। সেই ব্যাগ থেকে দু’লক্ষ ১০ হাজার টাকা উধাও। সিআইএসএফের কাছে অভিযোগ জানান তিনি। যাঁরা মালপত্র খালাস করেন, তাঁদের মধ্যে চার জনকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইএসএফ। তার পরে সিসিটিভি-র ফুটেজ দেখা হয়। নজরদার টিভি-তেই দেখা যায়, নেপাল তুরি ও আশি আলি আনসারি নামে দুই মালবাহক ব্যাগ খুলছে। সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করা হয়। ওই দু’জনকে সাহায্য করার অভিযোগে দ্যুতীশ দাস ও রাজকুমার বসু নামে আরও দুই মালবাহককে গ্রেফতার করে পুলিশ।
ধৃত চার জনই জেট এয়ারওয়েজের কর্মী। তাদের বাড়ি বাগুইআটি ও দমদম এলাকায়। পুলিশ জানায়, এর আগেও তারা এই ধরনের কাজ করেছে। বিমানবন্দর সূত্রের খবর, ইতিমধ্যেই ওই চার জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা যাতে আর কোনও মতেই বিমানবন্দরে ঢোকার অনুমতিপত্র না-পায়, সেই ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সব মহলকেই। |