বন্ধুত্বের স্মৃতি নিয়ে টাইটানিকডুবির একশো বছর
ঠিক যেন সিনেমার গল্প!
জ্যাক আর রোজ তো কাল্পনিক চরিত্র। কিন্তু টমাস উইলিয়ম জোনস এবং লুসি নোয়েল মার্থার বন্ধুত্ব হয়েছিল ডুবন্ত টাইটানিকেই। এক জন জাহাজকর্মী।
আর অন্য জন কাউন্টেস অফ রোথেস।

শতবর্ষে শ্রদ্ধার্ঘ। বেলফাস্টে।
বিলাসবহুল টাইটানিকে মার্থার সঙ্গী ছিলেন তাঁর স্বামীর দূর সম্পর্কের বোন গ্লেডিস চেরি ও তাঁর পরিচারিকা। সফর শুরু হওয়ার পাঁচ দিন পর টাইটানিক ডুবে যায়। তখন আট নম্বর লাইফবোটে ঠাঁই পেয়েছিলেন কাউন্টেস মার্থা এবং তাঁর আত্মীয়া-সহ মোট ৩৫ জন মহিলা। সেই লাইফবোটেরই দায়িত্বে ছিলেন জোনস। সেখানেই বন্ধুত্ব। তার পর কারপাথিয়া জাহাজ তাঁদের উদ্ধার করে নিউ ইয়র্ক পৌঁছে দেয়। এর পর যে যাঁর চেনা দুনিয়ায় ফিরে যান। তবে দেখা না হলেও চিঠিতে আমৃত্যু যোগাযোগ ছিল তাঁদের। আর টাইটানিকডুবির ১০০ বছর পর দেখা হল তাঁদের উত্তরসূরিদের।
নিউ ইয়র্ক থেকে আলাদা হয়ে যাওয়ার আগে প্রাণ বাঁচানোর জন্য উপহার হিসেবে জোনসকে একটি রুপোর পকেট-ঘড়ি দিয়েছিলেন মার্থা। সঙ্গে দিয়েছিলেন লাইফবোটটি থেকে খুলে আনা আট নম্বরটিও। এর পর জোনস চলে যান লিভারপুলে। সেখানে এখনও থাকেন তাঁর মেয়ে নেল। তিনিই জানান, “কাউন্টেস প্রতি বছর ক্রিসমাসের সময় আমাদের একটি করে চিঠি দিতেন। তার সঙ্গে আটকানো থাকত একটি এক পাউন্ডের মুদ্রা।”
জোনস প্রতিটি উপহার রেখে দিয়েছিলেন যত্ন করে। তবে বছর পনেরো আগে আর্থিক প্রয়োজনে ঘড়িটি নিলাম করে দিতে বাধ্য হন নেল।
টাইটানিকডুবি নিয়ে পরিবারের লোকেদের কাছে কখনও তেমন গল্প করেননি মার্থা। তবে তাঁর সঙ্গে জোনসের বন্ধুত্বের কথা জানত সবাই। তাই তাঁর নাতনির মেয়ে এঞ্জেলা ইয়ং এই নিলামের খবর পেয়ে কিনে নিয়েছিলেন রূপোর পকেট-ঘড়িটি। আর চিঠির এক গুচ্ছ সংগ্রহ তো পরিবার সূত্রে তাঁর কাছে ছিলই। আর এই সব জিনিস সঙ্গে নিয়ে লিভারপুল গিয়ে নেলের সঙ্গে দেখা করলেন এঞ্জেলা। প্রতিশ্রুতি দিলেন, পূর্বসূরিদের বন্ধুত্বের এই চিহ্নগুলি সযত্নে রক্ষণাবেক্ষণ করার।
শতবর্ষ পুরনো এই ইতিহাসকে বাঁচিয়ে রাখার!


মিলতে পারে দেহাবশেষ

সমুদ্রের তলায় আটকে থাকা
টাইটানিক যাত্রীর বুট। ছবি: এ পি
টাইটানিক ডুবে গিয়েছে ১০০ বছর আগে। তবে ডুবে যাওয়া যাত্রীদের দেহাবশেষ এখনও খুঁজে পাওয়া যেতে পারে দক্ষিণ অতলান্তিকের গভীরে। এমনই দাবি ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের মেরিটাইম হেরিটেজ ডিরেক্টর জেমস ডেলগাডো। শনিবার তিনি বলেন যেখানে টাইটানিক ডুবেছিল সেখানে এমন বহু চিহ্ন রয়েছে। ২০০৪ সালে তোলা এক ছবিতে দেখা গিয়েছে, সমুদ্রবক্ষের কাদায় আটকে আছে একটি কোট এবং এক জোড়া বুট।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.