বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন বাসের ২০ জন যাত্রী। রবিবার কালনার লিচুতলায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে এক শিশু-সহ সাত জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে একটি বেসরকারি বাস আসানসোল থেকে কালনা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। যাত্রীরা প্রত্যেকেই কালনা শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দা। লিচুতলা মোড়ের কাছে একটি লরি বাসটিতে ধাক্কা মারে। জখম হন চালক-সহ অন্য যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ দিকে, এই ঘটনার জেরে দীর্ঘ ক্ষণ এসটিকেকে রোডে যানজট হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাস ও লরিটিকে আটক করেছে। লরির চালক ও খালাসি পলাতক।
|
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আয়োজিত দু’দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দেওয়াল পত্রিকা প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। দ্বিতীয় প্রাণিবিদ্যা বিভাগ। যুগ্ম ভাবে তৃতীয় বাংলা ও মাইক্রোবায়োলজি বিভাগ। এই অনুষ্ঠান উপলেক্ষে গোলাপবাগ ক্যাম্পাসে বসেছিল গানবাজনার আসর। ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক সন্তু ক্ষেত্রপাল বলেন, “প্রত্যেক শিল্পীকে এই প্রথম স্মারক উপহার দেওয়া হয়েছে।” |