|
|
|
|
‘সরকারের এই অসহিষ্ণুতা বিপজ্জনক’ |
নোনাডাঙার প্রতিবাদ পথে পরিবর্তনপন্থীরা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
১০ মাস আগে বাম সরকারের পরিবর্তন চেয়ে রাস্তায় নেমেছিলেন যে বিদ্বজ্জনেরা, বুধবার তাঁরাই সরব হলেন তৃণমূল নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে। সম্প্রতি কলকাতার নোনাডাঙ্গায় উচ্ছেদ এবং প্রতিবাদীদের গ্রেফতার করা হয়। ওই ঘটনার প্রতিবাদে এদিন বিকালে নাগরিক কমিটির ডাকে মিছিল হয় শিলিগুড়িতে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে মিছিল বার হয়। মিছিলে হাঁটেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তথা সাংস্কৃতিক সংগঠন সৃজনের সদস্য অজিত রায়, নাট্যকার পার্থ চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠনের দীপঙ্কর চক্রবর্তী, এপিডিআরের সদস্য অসীম চক্রবর্তী। এ ছাড়াও সিপিআই (এমএল) লিবারেশনের নেতা অভিজিৎ মজুমদার সহ উত্তর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রও মিছিলে যোগ দেন। নন্দীগ্রাম, সিঙ্গুরের ঘটনার পর অজিতবাবু, দীপঙ্করবাবু সহ অনেককেই পরিবর্তনের পক্ষে রাস্তা হাঁটতে দেখা যায়। রাজ্যে পরিবর্তনের পর দশ মাসের মধ্যে কী এমন পরিস্থিতি তৈরি হল আবার নতুন সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে হল? |
|
নোনাডাঙা বস্তির বাসিন্দাদের উচ্ছেদ এবং তাদের গ্রেফতারের প্রতিবাদে
শিলিগুড়িতে মিছিল নাগরিক কমিটির। ছবি: বিশ্বরূপ বসাক। |
অজিতবাবু জানান, রাজ্যে পরিবর্তনের প্রয়োজন ছিল, সেটা হয়েছে। দশ মাসের নতুন সরকার এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন তা মেনে নেওয়া যায় না। নোনাডাঙ্গায় বস্তি উচ্ছেদ করা হল অথচ তাঁদের কোনও পুর্নবাসন করা হয়নি। অথচ উচ্ছেদের প্রতিবাদ করেই নতুন সরকার ক্ষমতায় এসেছে। গ্রন্থাগারে সরকারি নির্দেশিকায় কিছু সংবাদপত্র রাখার কথা বলা হয়েছে। বেশ কয়েকটি বহুল প্রচলিত পত্রিকার ওই নির্দেশিকায় নাম নেই। তিনি বলেন, “সরকারি ওই নির্দেশের জেরে ওই সংবাদপত্রগুলির কোনও ক্ষতি হবে বলে আমরা মনে করি না। কিন্তু সরকারের এই অসহিষ্ণুতা বিপজ্জনক। এর প্রতিবাদ করতে হবে। এ জন্যই নাগরিক কমিটির মিছিলে যোগ দিয়েছি।” যে আশা নিয়ে সরকারের পরিবর্তন চেয়েছিলেন, তা পূরণ হচ্ছে না বলে পথে নামতে হয়েছে বলে দীপঙ্করবাবু জানান। তিনি বলেন, “নন্দীগ্রাম, সিঙ্গুরের পরে পরিবর্তন প্রয়োজন ছিল। এখনও বাম আমলের সেই ধারা বজায় রয়েছে। বস্তির বাসিন্দাদের উচ্ছেদ, গ্রেফতার করা হচ্ছে। বাসিন্দাদের পুলিশ লকআপে আটকে রাখা হচ্ছে। এর বিরোধিতা আমরা বরাবর করে আসছি। তা ছাড়া রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি সহ যে সব কথা বলা হয়েছিল তা মানা হচ্ছে না। আমরা এর পরিবর্তন চাইছি। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই তা করতে হবে।” এপিডিআরের সদস্য অসীমবাবু বলেন, “পুর্নবাসন না দিয়ে উচ্ছেদের প্রতিবাদ করছি। বাম আমলেও আমরা রাস্তায় ছিলাম, এখনও আছি। শাসকের বিরুদ্ধে আন্দোলন ছাড়া কোনও পথ নেই।” মিছিলটি হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড হয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। |
|
|
|
|
|