সাহেব বাঁধের আয়তন কমে যাওয়া ঠেকাতে ও পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় পুকুর ভরাট করা বন্ধের দাবিতে জেলাশাসককে স্মারকলিপি দিল সিপিএম। সিপিএমের পুরুলিয়া জোনাল কমিটির সম্পাদক কৌশিক মজুমদার বলেন, “সাহেব বাঁধ জাতীয় সরোবর। বিভিন্ন সূত্রে খবর আসছে সংস্কার করতে গিয়ে সাহেববাঁধের আয়তন কমে যাচ্ছে। বাসিন্দাদের অন্ধকারে রেখে কাজ হচ্ছে।” তাঁদের দাবি, সাহেববাঁধের আয়তন কোনওভাবেই কমানো যাবে না। একই সঙ্গে শহরে জলাভূমি ভরাটের কাজও আটকাতে হবে। এ দিন দলের পক্ষ থেকে মিছিল করে জেলা শাসকের দফতরে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সবুজবরণ সরকার বলেন, “তাঁদের অভিযোগ খতিয়ে দেখা হবে।”
|
প্রহরী বিহীন রেল গেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। বুধবার দুপুর ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আদ্রার জিয়াড়া গ্রামের কাছে। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম রণেন্দ্রনাথ সরকার (৪২) ওরফে বাপি। আদ্রার সুভাষনগর এলাকায় তাঁর বাড়ি। আদ্রায় তাঁর ক্যুরিয়ারের ব্যবসা ছিল। এ দিন দুপুরে মোটরবাইকে বাড়ি থেকে ব্যবসার কাজে রঘুনাথপুর যাচ্ছিলেন।.জিয়াড়া গ্রামের কাছে প্রহরী বিহীন রেল গেট পার হওয়ার সময়ে টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জারের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত জিয়াড়া গ্রামের অদূরে ওই রেলগেটে আগেও ট্রেনের ধাক্কায় জীবনহানির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরবাইক নিয়ে রেল লাইনের উপরে উঠতেই ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় বাপি মোটরবাইক-সহ ছিটকে পড়েন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা।.পরে রেলপুলিশ দেহটি উদ্ধার করে।
|
তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগে এক সিপিএম সমর্থককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম উত্তম বাগদি। পাত্রসায়র থানার পারুলিয়া গ্রামে তাঁর বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে বিষ্ণুপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে স্থানীয় দুই তৃণমূল কর্মী রাম বাগদি ও সুনীল মণ্ডলকে সিপিএমের লোকেরা মারধর করে বলে অভিযোগ। সুনীলবাবু পুলিশের কাছে উত্তম বাগদি-সহ পাঁচ জন সিপিএম কর্মী-সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সিপিএমের পাত্রসায়র জোনাল কমিটির সম্পাদক লালমোহন গোস্বামীর দাবি, “তৃণমূলের কিছু লোকজন পটকা ফাটিয়ে আমাদের দলের কর্মী-সমর্থকদের বাড়ি আক্রমণের চেষ্টা করে। তখন আমাদের দলের কর্মীরা তা প্রতিরোধ করে। তৃণমূল মিথ্যা অভিযোগ করেছে।” তৃণমূল নেতৃত্ব অবশ্য সিপিএমের কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ মানতে চাননি। তাঁদের অভিযোগ, “সিপিএমের লোকেরাই আমাদের কর্মীদের মারধর করেছে।”
|
অবশেষে চাল পেলেন পুরুলিয়া ২ ব্লকের বোঙাবাড়ি গ্রামের ওই পরিবার। মঙ্গলবার অসুস্থ বিনন্দ গরাঁইয়ের স্ত্রী টুসু গরাঁইয়ের হাতে সাহায্য তুলে দেয় প্রশাসন। বিডিও প্রদীপকুমার দাস বলেন, “আজ ওই গ্রামে ব্লকের প্রতিনিধিরা গিয়েছিলেন। কিন্তু ততক্ষণে টুসুদেবী ব্লকে চলে এসেছিলেন। তাঁর হাতে এক হাজার টাকার একটি চেক ও ২৪ কেজি চালের একটি টোকেন দেওয়া হয়েছে। স্থানীয় রেশন ডিলারের কাছ থেকে ওই টোকেন দেখালেই তিনি চাল পাবেন।” অন্য দিকে, ব্লক তৃণনূলের পক্ষ থেকেও এ দিন ঐ পরিবারের হাতে চাল ও অর্থ তুলে দেওয়া হয়। টুসুদেবীর কথায়, “খুব কষ্টে ছিলাম। আপাতত ভাতটা জুটবে।” তাঁর অভিযোগ ছিল, স্বামীর আয় বন্ধ হওয়ায় পরে তাঁরা লোকের কাছে চেয়ে খাবার জোগাড় করছিলেন। কিছুটা চাল চেয়ে সম্প্রতি রাঘবপুর পঞ্চায়েতের প্রধান ও বিডিও-র কাছে আবেদন জানিয়েও তাঁরা চাল পাচ্ছিলেন না।
|
বিড়ি শ্রমিকদের গৃহ নির্মাণ প্রকল্পে অর্থ সাহায্য করল শ্রম দফতর।. পুরুলিয়া জেলার সহকারি শ্রম মহাধ্যক্ষ (পশ্চিম) সবুজ ঢালি জানিয়েছেন, বুধবার আড়শায় ৫২ জন বিড়ি শ্রমিককে গৃহ নির্মাণ প্রকল্পের টাকা দেওয়া হয়। |