এখনও কাজ শেষ হয়নি, ক্ষোভ নানা মহলে
নলহাটিতে জলপ্রকল্পের উদ্বোধন পুরমন্ত্রীর
লের সংযোগ পেতে পুরবাসীর কাছ থেকে এখনও পুরসভায় আবেদনপত্র জমা পড়েনি। এখনও পুর-এলাকার বেশ কিছু ওয়ার্ডে পাইপলাইন বসানোর কাজ শেষ হয়নি। পদ্ধতিগত ত্রুটির জন্য পুরসভার জলাধার থেকে জল পড়ছে বলেও এলাকাবাসীর অভিযোগ। আর এ সবের মধ্যেই বুধবার নলহাটি পুরসভার নতুন জলপ্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এবং ঘোষণা করলেন, “বৃহস্পতিবার থেকেই পুরবাসীরা চাহিদামতো জলপ্রকল্পের জল পাবেন।”
বস্তুত, এ দিন পুরমন্ত্রীর এই কর্মসূচি থেকেই কার্যত নলহাটিতে আসন্ন পুরভোটের ঢাকে কাঠি পড়ে গেল। নলহাটির তৃণমূল পুরপ্রধান বিপ্লব ওঝার সমর্থনে মঞ্চে দু-এক কথাও বললেন মন্ত্রী। বক্তৃতা শেষে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, এখনও প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি। কী ভাবে পুরবাসীরা বৃহস্পতিবার থেকে জল পাবেন? এটা কি কোনও নির্বাচনী চমক? পুরমন্ত্রীর জবাব, “চমক কেন হবে! যেটুকু ভুল-ত্রুটি আছে, তা সংশোধন করে নেওয়া হবে। যেটা ঠিক আছে, সেখান থেকেই মানুষ জল পাবেন।”
অসম্পূর্ণ জলের ট্যাঙ্ক।
মন্ত্রী এ কথা বললেও পুরপ্রধানের দাবি, “কোথাও কোনও ভুল-ত্রুটি নেই। রিজার্ভার থেকে যে জল পড়ছে, তা অপপ্রচার। তবু সেটা দেখে নেওয়া হচ্ছে। পাইপলাইন বসানোর কাজও শেষের মুখে।” মন্ত্রীর কথা রেশ ধরেই পুরপ্রধানের বক্তব্য, “জনস্বাস্থ্য কারিগরি দফতর পুরসভার রাস্তায় যে-সব কল বসিয়েছিল, বর্তমানে সেগুলি থেকে পর্যাপ্ত জল পাওয়া না। বৃহস্পতিবার থেকে আমরা জলপ্রকল্পের মাধ্যমে রাস্তার ওই কলগুলিতে (স্ট্যান্ড পয়েন্ট) পর্যাপ্ত জল দেওয়ার ব্যবস্থা করব।” আবেদনপত্রের প্রসঙ্গে বিপ্লববাবু জানান, জলপ্রকল্পের উদ্বোধন হয়ে গিয়েছে। এ বার পুরবাসীর কাছ থেকে বাড়ি বাড়ি জল সংযোগ দেওয়ার জন্য আবেদনপত্র সংগ্রহ করা হবে। তার পরেই সমীক্ষা করে জলের সংযোগ দেওয়া হবে।
এই ট্যাঙ্কের উদ্বোধন করেন মন্ত্রী।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রকল্প জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন-এর আওতায় ছোট ও মাঝারি শহরের পরিকাঠামো উন্নয়ন (ইউআইডিএসএসএমটি) কর্মসূচিতে প্রায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এই জলপ্রকল্পটি তৈরি হয়েছে। ২০০৯ সালের ১৮ মার্চ প্রকল্পটি ছাড়পত্র পায়। লক্ষ্যমাত্রা ছিল ২০১২-র মার্চ মাস। ৯টি ভূগর্ভস্থ গভীর নলকূপের সাহায্যে জল তুলে তিনটি উঁচু জলাধারে তোলা হবে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে শহরবাসীকে জল দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
নলহাটি পুরসভার বিরোধী দলনেতা, সিপিএমের আকিবুল হোসেনের দাবি, “৮ নম্বর-সহ বিভিন্ন ওয়ার্ডে পাইপলাইন বসানোর কাজ মাত্র ২৫ শতাংশ হয়েছে। অথচ পুরমন্ত্রী তাঁর বক্তৃতায় বলে গেলেন, বৃহস্পতিবার থেকেই পুরবাসী চাহিদামতো জল পাবেন। এটা নির্বাচনী চমক ছাড়া আর কী?” স্থানীয় কংগ্রেস নেতৃত্বের একই দাবি। নলহাটির কংগ্রেস বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের সরকারি তালিকায় থাকলেও তিনি দিল্লিতে থাকায় আসতে পারেননি। নলহাটি শহর কংগ্রেস সভাপতি মথুরাপ্রসাদ সাউয়ের কটাক্ষ, “তিনটি ওয়ার্ডের মধ্যে এখনও দু’টিতে রিজার্ভার তৈরির কাজ শেষ হয়নি। কাজের যা অগ্রগতি, তাতে শেষ হতে একমাসের বেশি সময়ও লেগে যেতে পারে। এখনও পর্যন্ত সব ওয়ার্ডে পাইপলাইন বসানো হল না। কী করে পুরবাসী এত তাড়াতাড়ি পরিস্রুত পানীয় জল পাবেন, তা বুঝে উঠতে পারছি না!”
এখনও বিভিন্ন ওয়ার্ডে চলছে পাইপ লাইনের কাজ।
নলহাটির বাসিন্দারাও বলছেন, না আঁচালে বিশ্বাস নেই। ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বেসরকারি সংস্থার কর্মী সৌমেন দাস এবং গৃহবধূ শিখা সিংহ বলেন, “এর আগেও পরিস্রুত জলের ব্যাপারে পুরকর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন। জল পর্যাপ্ত মেলেনি। বৃহস্পতিবার থেকে পর্যাপ্ত জল সত্যি পাওয়া যাবে কি না, সেটা এ বার আমরা দেখতে চাই।”
ছবি: সব্যসাচী ইসলাম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.