|
|
|
|
ভোটগ্রহণ কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পুনর্বিন্যাসের পরে প্রকাশিত খসড়া তালিকায় পূর্ব মেদিনীপুরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ৪২৮৯। আগে জেলায় বুথের সংখ্যা ছিল ৩১৬০। অর্থাৎ পুনর্বিন্যাসের পরে জেলায় ১১২৯টি বুথ বাড়তে চলেছে। জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রস্তাবিত ভোটগ্রহণ কেন্দ্রগুলির খসড়া তালিকা দেওয়া হয়েছে প্রতিটি রাজনৈতিক দলকে। এ ছাড়াও জেলাশাসক, মহকুমাশাসকের দফতর ও ব্লক অফিসে খসড়া ভোটার তালিকা রাখা হয়েছে। ২৫ এপ্রিল পর্যন্ত এই সংক্রান্ত মতামত নেওয়া হবে। তারপর চূড়ান্ত ভোটগ্রহণ কেন্দ্রের তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হবে।
জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বুথে যাতে নির্বিঘ্নে ও দ্রুত ভোট প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সেই জন্যই অতিরিক্ত ভোটার থাকা বুথ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১ হাজার ১০০ জনের বেশি ভোটার থাকলেই সেই বুথকে ভেঙে দু’টি বুথ করতে হবে দু’টি পৃথক এলাকায়। যাতে সব ভোটারই কাছাকাছি এলাকায় গিয়ে ভোট দিতে পারেন। এই বিষয়ে মতামত জানতে জেলার সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক হয়েছে আগে। গত বছর বিধানসভা নির্বাচনে জেলায় মোট বুথের সংখ্যা ছিল ৩১৬০। খসড়া তালিকায় বুথ সংখ্যা বাড়িয়ে ৪২৮৯টি করার প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ জেলায় ১ হাজার ১২৯টি বুথ বাড়তে চলেছে। একই ভাবে ভোটগ্রহণ চত্বরের (প্রেমিসেস) সংখ্যা ২৯৬১ থেকে বাড়িয়ে ৩৫২৬টি করার প্রস্তাব রাখা হয়েছে। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মলয় হালদার বলেন, “নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী বুথ ও ভোটগ্রহণ চত্বরের পুনর্বিন্যাস করার পরে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ২৫ এপ্রিল পর্যন্ত মতামত নেওয়া হবে। তারপর চূড়ান্ত তালিকা তৈরি করে আগামী ৯ মে রাজ্য নির্বাচন কমিশনে পাঠানো হবে।” |
|
|
|
|
|