|
|
|
|
বিপর্যয়ের পরে এক দাবি ইস্টবেঙ্গল ও করিমের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ এফ সি কাপে বিপর্যয়ের প্রেক্ষাপটে এএফসি কাপের কাঠামো বদলে ডাক দিল ইস্টবেঙ্গল, সালগাওকর। আই লিগের সময়ও বদল চাইছে তারা। সালগাওকর কোচ করিম বেঞ্চারিফারও মত, অবিলম্বে দুটো বদল দরকার।
ইদানীং এ এফ সি কাপ হলেই ভারতীয় ক্লাবগুলোর সঙ্গে খেলা পড়ছে পশ্চিম এশিয়ার দলগুলোর সঙ্গে। যারা অনেক শক্তিশালী। তাদের কাছে হেরে প্রথম রাউন্ডের বাধা পর্যন্ত বেশিবার পেরোতে পারছে না। ডেম্পো পর্যন্ত একবার ভাল খেলে হারিয়ে গিয়েছে। এ এফ সির গ্রুপ অনুযায়ী ভারতীয় ক্লাবগুলোকে রাখা হচ্ছে পশ্চিম এশিয়ার দলগুলোর সঙ্গে। করিম এখানেই বললেন, “ভারতের ক্লাবগুলোকে কেন অন্য প্রান্তের দলগুলোর সঙ্গে খেলানো হবে না? তাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ার ক্লাবগুলোর সঙ্গে থাকলে ভারতের পারফরম্যান্স অনেক ভাল হবে। এ নিয়ে কথা বলা উচিত ফেডারেশনের।”
করিমের প্রথম প্রস্তাব নিয়ে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই কথা বলেছে ফেডারেশন কর্তাদের সঙ্গে। পশ্চিম এশিয়ার দলগুলোর সঙ্গে বারবার খেলতে যাওয়ায় ইস্টবেঙ্গলের যাতায়াতের খরচও অনেক বেড়ে গিয়েছে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বললেন, “প্লেয়ারদের যেতে যেতেই চব্বিশ ঘণ্টা লেগে যাচ্ছে। এটা নিয়ে আমরা দেখতে বলেছি ফেডারেশনকে।” আই লিগের সবচেয়ে পুরনো বিদেশি কোচের ধারণা, এ এফ সি কাপে ভাল খেলতে হলে আই লিগের সময় পাল্টানো দরকার। “যখন এ এফ সি কাপ হচ্ছে, ভারতের লিগ তখন শেষ হওয়ার পথে। ক্লাব বদলের টেনশন থাকছে। ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়ছে। অথচ অন্য দেশে তখন লিগ মাঝপথে থাকায় প্লেয়াররা একেবারে ভাল ফর্মে থাকছে। আই লিগ আরও পরে শুরু করা উচিত ভারতীয় ক্লাবের স্বার্থে।” ইস্টবেঙ্গল কর্তারা লিগের সময় বদল চান। কিন্তু অন্য ভাবে। দেবব্রতবাবু বললেন, “আই লিগ এগিয়ে আনলে ভাল। তারপরে এ এফ সি কাপ হোক। সবশেষে অন্য স্থানীয় টুর্নামেন্ট। তা হলে এই সমস্যা হবে না।” |
|
|
|
|
|