ভারতের কনিষ্ঠ মুষ্টিযোদ্ধা হিসাবে অলিম্পিকে যাওয়ার যোগ্যতা অর্জন করলেন অসমের শিব থাপা। বুধবার কাজাখস্তানে ৫৬ কেজি ওজনের শিব, জাপানি মুষ্টিযোদ্ধা সাতোশি সিমিজুকে ৩১-১৭ পয়েন্টে হারিয়ে এশীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে যান। শিবের বয়স এখন ১৮। ভারতীয় দলের বক্সার গুরবক্স সিংহ সাঁধু জানান, প্রথম রাউন্ডে এক পয়েন্টে পিছিয়ে পড়েও জাপানি মুষ্টিযোদ্ধার আক্রমণাত্মক মনোভাবের সামনে ভেঙে পড়েননি তরুণ শিব। উল্টে, দ্বিতীয় রাউন্ডের শেষে শিবের পক্ষে স্কোর দাঁড়ায় ১৫-৬। শেষ অবধি বড় ব্যাবধানে জিতে লন্ডন অলিম্পিকের ছাড়পত্র আদায় করে নেন তিনি। উত্তর-পূর্বের অপর মুষ্টিযোদ্ধা ১৯ বছর বয়সী এল দেবেন্দ্র সিংহ গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপের পরেই লন্ডন অলিম্পিকের ছাড়পত্র পেয়ে গিয়েছেন। আজ হেরে গেলেও ৭৫ কেজি বিভাগে বিজেন্দ্র সিংহ ইতিমধ্যেই লন্ডনের টিকিট পাকা করে ফেলেছেন। এই তিনজন বাদে, জয় ভগবান (৬০ কিলো), মনোজ কুমার (৬৪ কিলো) ও বিকাশ কৃষ্ণ (৬৯ কিলো) লন্ডন অলিম্পিকে যাচ্ছেন। শিবকে অভিনন্দন জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, “এই কৃতিত্বের জন্য রাজ্য তথা দেশবাসী গর্বিত। শিবের জন্য সব রকম সাহায্য দেবে রাজ্য।” গুয়াহাটিবাসী ক্যারাটে প্রশিক্ষক পদম থাপার ছয় সন্তানের মধ্যে শিব সব থেকে ছোট। শিবের কৃতিত্বে গুয়াহাটিতেও আনন্দের ঢল। আলফার তরফেও শিবকে অভিনন্দন জানানো হয়েছে।
|
একটানা বৃষ্টিতে যাতে মাঠ ঢাকতে আর না বিপদে পড়তে হয়, তাই তড়িঘড়ি বিদেশ থেকে পিচ কভার আনতে চলেছে সিএবি। বুধবার এক মার্কিন সংস্থার পিচ কভারের কার্যকারিতা সিএবি সদস্যদের দেখিয়েও দেওয়া হল। নিউ ইয়র্ক ইয়াঙ্কিস বা ডালাস কাউবয়ের মতো মার্কিন বেসবল টিমের মাঠ ঢাকার ব্যবস্থা যারা করে থাকে, সিএবিও তাদের মারফতই পিচ কভারের ব্যবস্থা করতে চাইছে। নেপথ্য কারণ হিসাবে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। যা গত ৫ এপ্রিল তিনি করেছিলেন ইডেনের পরিকাঠামো দেখে। এ দিকে, প্রচারমাধ্যমের কাছে নিয়মবিরুদ্ধ ভাবে মুখ খোলার জন্য আইপিএলের ইডেনের টুর্নামেন্ট অপারেশনস ম্যানেজার ক্লাইভ জাগলালের কাছে কৈফিয়ত চাইল সিএবি। ইডেনের সাংগঠনিক ত্রুটি নিয়ে বারো দফা অভিযোগ তুলেছিলেন ক্লাইভ।
|
অভিনব ঘটনা। আই লিগে ভাইচুং ভুটিয়ার ইউনাইটেড সিকিমকে সমর্থনের জন্য সরকারি কর্মী ও অফিসারদের ম্যাচের দিন সবেতন ছুটি ঘোষণা করেছে সিকিম সরকার। রীতিমতো সার্কুলার দিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর-- ভাইচুংদের ম্যাচের টিকিট দেখালেই ছুটি। সব ম্যাচে। বুধবার গ্যাংটকে লিগ শীর্ষে থাকা ওএনজিসিকে ২-১ হারিয়ে লিগের লড়াই জমালেন ভাইচুংরা। দুটি ম্যাচ বাকি থাকতে প্রথম ডিভিশনে লড়াই সীমাবদ্ধ মূলত তিনটি দলের মধ্যে। ওএনজিসি (২০), মহমেডান (১৯) এবং সিকিম (১৮)।
|
গোল নষ্টের বদভ্যাসে আই লিগে আবার পয়েন্ট নষ্ট করল প্রয়াগ ইউনাইটেড। বুধবার পুণেতে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে নিশ্চিত জেতা ম্যাচ গোলশূন্য ড্র করলেন ইয়াকুবুরা। একা জোসিমারই তিনটে সিটার নষ্ট করলেন। পুণে থেকে ফোনে প্রয়াগ কোচ সঞ্জয় সেন বললেন, “ গোলকিপার অভিজিতকে গোটা ম্যাচে একটাও বল ধরতে হয়নি। দুর্ভাগ্য, শুধু গোলটাই হল না।”
|
সিথি রাসবিহারি আদর্শ বিদ্যামন্দিরের ফুটবল ট্রায়াল ১২-১৪ এপ্রিল সকালে টালাপার্কে। বালি মিলন চক্রের ফুটবল উৎসবে চ্যাম্পিয়ন হল সেন্ট লুক চাচর্। তারা ৩-০ হারায় স্যান্টোসকে। উপস্থিত ছিলে ওডাফা, টোলগে। চিমা ও ইয়াকুবু। |