এই ম্যাচটার দিকে তাকিয়ে ছিল ইস্টবেঙ্গল, পুণে এফ সি, সালগাওকরের মতো অন্য সব দাবিদার। যদি ডেম্পো হারে, এই প্রার্থনায়। কিন্তু বুধবার মারগাওতে চার্চিল ব্রাদার্সকে নাটকীয় ভাবে ৪-২ গোলে হারিয়ে আই লিগ খেতাব প্রায় মুঠোয় নিল ডেম্পো।
সুব্রত ভট্টাচার্যর মোহনবাগানের মতো লিগ দৌড়ে একেবারে ছিটকে গেল সুভাষ ভৌমিকের চার্চিলও। অঙ্কের বিচারে দুটো দলের আর সুযোগ রইল না। আর্মান্দো কোলাসো তাঁর পঞ্চম লিগ জয়ের দিকে এগিয়ে গেলেন।
ম্যাচটা টিভিতে দেখছিলেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান। তখনই ৪-২ স্কোর, খেলা শেষ হওয়ার মুখে। মর্গ্যান বলছিলেন, “আমরা যদি ডেম্পোকে হারাতে পারি, তা হলে আমাদের লিগ জয়ের আশা থাকবে। আমাদের শেষ চারটে ম্যাচ জিততে হবে।” কিন্তু ইস্টবেঙ্গলের অন্যরা প্রায় আশা ছেড়ে দিয়েছেন। |
মর্গ্যানের মিডিয়ার উপর নিষেধাজ্ঞা আজই উঠে যাচ্ছে কর্তাদের হস্তক্ষেপে। মোহনবাগান আজ সালগাওকরের সঙ্গে খেলতে যাচ্ছে গোয়ায়, আনোয়ারকে ছাড়া। সবই কার্যত গুরুত্বহীন হয়ে পড়ল ডেম্পোর জয়ে।
এ দিনের দুর্দান্ত জয়ের পরে ডেম্পোর পয়েন্ট দাঁড়াল ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট। তাদের তিনটি ম্যাচ বাকি স্পোর্টিং ক্লুব দ্য গোয়া, ইস্টবেঙ্গল ও প্রয়াগের সঙ্গে। তিনটি ম্যাচে ৪ পয়েন্ট পেলেই তাদের অন্যদের দিকে তাকাতে হবে না। সে ক্ষেত্রে স্পোটির্ংকে হারিয়ে, ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করলেই তারা সরকারি ভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে ২০ এপ্রিল।
ডেম্পোর সঙ্গে অঙ্কের বিচারে খেতাবের লড়াইতে শুধু থাকল পুণে এফ সি (২৩ ম্যাচে ৪৩), ইস্টবেঙ্গল (২২ ম্যাচে ৪১), সালগাওকর (২২ ম্যাচে ৩৯)। তবে করিম বেঞ্চারিফা নিজে প্রায় হাল ছেড়ে দিয়েছেন।
রবিবার চার্চিল-ডেম্পো ম্যাচে দুর্দান্ত লড়াই হল। প্রাধান্য ছিল ডেম্পোরই। আর্মান্দোর টিমগেমের পাশে সুভাষের ভরসা ছিলেন একা বেটো। ক্লিফোর্ড মিরান্দার গোলে ১-০ করেছিল ডেম্পো। বেটো পরপর দুটো গোল করে ২-১ এগিয়ে দেন। র্যান্টি মার্টিন্স ২-২ করেন। বেটো লালকার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরে চার্চিল আত্মসমর্পণ করে। পরপর গোল করে দেন কোকো ও রোয়িলসন। লিগ জয়ের উৎসব প্রায় সেরেই ফেলল ডেম্পো। ট্রেভর মর্গ্যান বললেন, “২০ এপ্রিলই ঠিক হবে, লিগ কলকাতায় আসবে না গোয়ায় থাকবে। আমাদের একটা সুবিধে, ডেম্পোর পরে খেলব। ওরা কী করছে, বুঝে খেলব।” কিন্তু গোয়ায় ডেম্পো শিবিরে কিন্তু লিগ জয় নিয়ে সংশয় নেই কোনও। মর্গ্যানদের চ্যাম্পিয়ন হতে হলে ডেম্পোকে শুধু ইস্টবেঙ্গল ম্যাচ নয়, আর একটি ম্যাচ হারতে হবে। |