বাবার অত্যাচারে গুরুতর জখম তিন মাসের আফরিন আজ সকালে মারা গেল। মঙ্গলবার থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বলে জানিয়েছিলেন বেঙ্গালুরুর একটি সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। তার চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস থেকে সাহায্যও চাওয়া হয়েছিল। সরকারি হাসপাতালটির শিশু বিভাগের চিকিৎসক আর প্রেমলতা জানান, আজ সকাল থেকেই আফরিনের একাধিক বার খিঁচুনি হয়। বেড়ে যায় রক্তক্ষরণের পরিমাণও। তার ফলেই হৃদরোগে আক্রান্ত হয় আফরিন। সকাল ১১টা ১০ নাগাদ মারা যায় সে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন তার মা রেশমা। স্বামীকে কঠিনতম শাস্তি দেওয়ার আবেদনও জানান তিনি। |
গত রবিবার সারা দেহে সিগারেটের ছ্যাঁকা এবং কামড়ের দাগ নিয়ে গুরুতর আহত অবস্থায় আফরিনকে হাসপাতালে নিয়ে আসে তার মা রেশমা বানো। তার ঘাড়ের হাড়ও সরে গিয়েছিল। আফরিনের মা অভিযোগ করেন, তার স্বামী কন্যা-সন্তান চাননি। তাই তিন মাসের আফরিনকে এ ভাবে অত্যাচার করে হত্যা করার চেষ্টা করেছেন। রেশমার অভিযোগের ভিত্তিতে ৮ এপ্রিল গ্রেফতার করা হয় তাঁর স্বামী উমর ফারুককে। পুলিশ জানিয়েছে, জেরার মুখে উমর তাঁর অপরাধ স্বীকার করেছেন। আপাতত ২১ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে তাঁকে। তিন মাসের কন্যা-সন্তানকে হত্যার অভিযোগের ভিত্তিতে উমর ফারুকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী খুনের মামলা করা হবে।
জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন শান্তা সিংহ বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই মামলাটি যুক্তিযুক্ত ভাবে শেষ হওয়া উচিত। শিশুটির মা’কে পূর্ণ সহযোগিতা এবং নিরাপত্তা দিতে হবে।” আফরিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কিছু ক্ষণের মধ্যেই টুইটারে ক্ষোভ প্রকাশ করেন বহু খ্যাতনামা ব্যক্তি। ফারহান আখতার, মেঘনা গুলজার প্রমুখরা ঘটনার নিন্দা করে আফরিনের বাবার চরম শাস্তি দাবি করেন। |